ETV Bharat / city

রাজভবনেও নজরদারি চালানো হচ্ছে, অভিযোগ রাজ্যপালের - মমতা বন্দ্যোপাধ্যায়

রাজভবনের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে । সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

রাজভবন
রাজভবন
author img

By

Published : Aug 16, 2020, 3:43 PM IST

Updated : Aug 16, 2020, 4:00 PM IST

কলকাতা, 16 অগাস্ট : রাজভবনেও নজরদারি চালানো হচ্ছে । এবার এই অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এর জেরে প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট হচ্ছে বলেও তাঁর অভিযোগ ।

গত এক বছর ধরে একাধিক ইশুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল । রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি । এবার রাজভবনে নজরদারির অভিযোগ তুললেন তিনি । সঙ্গে ফের রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন ।

সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, "আমি আপনাদের জানাতে চাই যে রাজভবনে নজরদারি চলছে । এতে প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট হচ্ছে । রাজভবনের পবিত্রতা রক্ষার জন্য আমি সব কিছু করব ।"

  • Glimpses of 'At Home' reception hosted on Independence Day at Raj Bhavan.

    CM and executive @MamataOfficial set bad precedent by not attending. Another painful instance of distancing from Constitution.

    Law & order further nosedived with rise in political violence & killing. pic.twitter.com/ADwc4yUlma

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালই ব্যারাকপুরের গান্ধিঘাটে গিয়ে রাজ্যের সঙ্গে সমন্বয়ের বার্তা দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বলেছিলেন, "রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে বিভেদ কাম্য নয় ৷" কিন্তু, সন্ধ্যায় রাজভবনে চা-চক্রের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকায় বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি ৷ তাঁর মতে, সংবিধান থেকে দূরে থাকার আরও একটি বেদনাদায়ক নজির স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ৷

এই সংক্রান্ত আরও খবর : চা-চক্রে অনুপস্থিত মমতা, ফের টুইট-খোঁচা রাজ্যপালের

কলকাতা, 16 অগাস্ট : রাজভবনেও নজরদারি চালানো হচ্ছে । এবার এই অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এর জেরে প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট হচ্ছে বলেও তাঁর অভিযোগ ।

গত এক বছর ধরে একাধিক ইশুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল । রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি । এবার রাজভবনে নজরদারির অভিযোগ তুললেন তিনি । সঙ্গে ফের রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন ।

সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, "আমি আপনাদের জানাতে চাই যে রাজভবনে নজরদারি চলছে । এতে প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট হচ্ছে । রাজভবনের পবিত্রতা রক্ষার জন্য আমি সব কিছু করব ।"

  • Glimpses of 'At Home' reception hosted on Independence Day at Raj Bhavan.

    CM and executive @MamataOfficial set bad precedent by not attending. Another painful instance of distancing from Constitution.

    Law & order further nosedived with rise in political violence & killing. pic.twitter.com/ADwc4yUlma

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালই ব্যারাকপুরের গান্ধিঘাটে গিয়ে রাজ্যের সঙ্গে সমন্বয়ের বার্তা দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বলেছিলেন, "রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে বিভেদ কাম্য নয় ৷" কিন্তু, সন্ধ্যায় রাজভবনে চা-চক্রের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকায় বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি ৷ তাঁর মতে, সংবিধান থেকে দূরে থাকার আরও একটি বেদনাদায়ক নজির স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ৷

এই সংক্রান্ত আরও খবর : চা-চক্রে অনুপস্থিত মমতা, ফের টুইট-খোঁচা রাজ্যপালের

Last Updated : Aug 16, 2020, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.