ETV Bharat / city

West Bengal Weather Update : আজ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও - rainfall forecast across the west bengal

বৃষ্টির পূর্বাভাসের জেরে ফের ঠাণ্ডা কমে যাওয়ার ইঙ্গিত হাওয়া অফিসের (West Bengal Weather Update) ৷ রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরও ৷

West Bengal Weather Update
রাজ্যজুড়ে দুয়ারে বৃষ্টি
author img

By

Published : Jan 23, 2022, 7:01 AM IST

Updated : Jan 23, 2022, 7:18 AM IST

কলকাতা, 23 জানুয়ারি : মাঘের আগমনে এমনিতেই শীত বিদায়ের সুর বাজে । তবে এবার যেন শীতের পুরো ইনিংসটা ধারাবাহিকতার অভাবে ভরা । আশা জাগিয়ে শুরু করে বারবার পশ্চিমী ঝঞ্ঝার কাঁটায় দিগভ্রষ্ট হয়েছে ঠাণ্ডা । ফলে বলাই যায় এবারের শীতকালে বৃষ্টির পৌষমাস, ঠান্ডার সর্বনাশ । মাঘের প্রথম সপ্তাহের শেষ থেকেই ঠান্ডার ছন্দে আবার বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি (West Bengal Weather Update)।

রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস । 25 জানুয়ারি কলকাতা, হাওড়া, দুই 24 পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে । মেঘ কেটে আবহাওয়ার উন্নতি হবে 26 জানুয়ারি । তবে উপকূলের কাছাকাছি দুই 24 পরগনা ও দুই মেদিনীপুরে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে । রাতের তাপমাত্রায় আগামী চারদিন কোনও পরিবর্তন হবে না । বৃষ্টি কমার পর তাপমাত্রাও ফের কমতে শুরু করবে (Bengal Weather News) ।

আলিপুর হাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার এবং সোমবার বৃষ্টির প্রভাব বেশি থাকবে । এই দু'দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । দুই এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ।"

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিসের আধিকারিকের বক্তব্য

উত্তরবঙ্গে শনিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে । আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজবে উত্তরবঙ্গ । শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আরও কিছু দিন বৃষ্টির প্রভাব থাকবে ।

রবিবার মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 23 এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে । মাঘের বৃষ্টির অস্বস্তিতে এখনই রেহাই নেই বাঙালির । বরং বৃষ্টি ভিজে ঠান্ডা লাগিয়ে করোনা শঙ্কায় শঙ্কিত হওয়ার চেয়ে ছাতা সঙ্গে রাখুন ।

আরও পড়ুন : Netaji and Rabindranath : রবীন্দ্রনাথের ‘দেশনায়ক’ নেতাজি বিশ্বভারতী থেকে কার্যত ব্রাত্য

কলকাতা, 23 জানুয়ারি : মাঘের আগমনে এমনিতেই শীত বিদায়ের সুর বাজে । তবে এবার যেন শীতের পুরো ইনিংসটা ধারাবাহিকতার অভাবে ভরা । আশা জাগিয়ে শুরু করে বারবার পশ্চিমী ঝঞ্ঝার কাঁটায় দিগভ্রষ্ট হয়েছে ঠাণ্ডা । ফলে বলাই যায় এবারের শীতকালে বৃষ্টির পৌষমাস, ঠান্ডার সর্বনাশ । মাঘের প্রথম সপ্তাহের শেষ থেকেই ঠান্ডার ছন্দে আবার বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি (West Bengal Weather Update)।

রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস । 25 জানুয়ারি কলকাতা, হাওড়া, দুই 24 পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে । মেঘ কেটে আবহাওয়ার উন্নতি হবে 26 জানুয়ারি । তবে উপকূলের কাছাকাছি দুই 24 পরগনা ও দুই মেদিনীপুরে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে । রাতের তাপমাত্রায় আগামী চারদিন কোনও পরিবর্তন হবে না । বৃষ্টি কমার পর তাপমাত্রাও ফের কমতে শুরু করবে (Bengal Weather News) ।

আলিপুর হাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার এবং সোমবার বৃষ্টির প্রভাব বেশি থাকবে । এই দু'দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । দুই এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ।"

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিসের আধিকারিকের বক্তব্য

উত্তরবঙ্গে শনিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে । আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজবে উত্তরবঙ্গ । শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আরও কিছু দিন বৃষ্টির প্রভাব থাকবে ।

রবিবার মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 23 এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে । মাঘের বৃষ্টির অস্বস্তিতে এখনই রেহাই নেই বাঙালির । বরং বৃষ্টি ভিজে ঠান্ডা লাগিয়ে করোনা শঙ্কায় শঙ্কিত হওয়ার চেয়ে ছাতা সঙ্গে রাখুন ।

আরও পড়ুন : Netaji and Rabindranath : রবীন্দ্রনাথের ‘দেশনায়ক’ নেতাজি বিশ্বভারতী থেকে কার্যত ব্রাত্য

Last Updated : Jan 23, 2022, 7:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.