ETV Bharat / city

কলকাতাসহ বিভিন্ন জেলায় সপ্তাহখানেক বিক্ষিপ্ত বৃষ্টি - কলকাতায় ঠাণ্ডার দাপট

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজধানীতে তাপমাত্রা ফের কাল থেকে বাড়তে পারে । সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে । বুধবারের পর থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে । মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । পার্বত্য এলাকাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং ও সিকিমে তুষারপাত হতে পারে । শুক্রবারের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং বাড়বে ঠাণ্ডার দাপট ।

weather report
আজকের আবহাওয়া
author img

By

Published : Dec 30, 2019, 7:48 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর : সোমবার সকালে কলকাতায় হালকা কুয়াশা ছিল । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায় । আজও তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । আগামী কয়েকদিন কলকাতায় শীতের আমেজ বজায় থাকবে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজধানীতে তাপমাত্রা ফের কাল থেকে বাড়তে পারে । সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে । বুধবারের পর থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে । মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । পার্বত্য এলাকাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং ও সিকিমে তুষারপাত হতে পারে । শুক্রবারের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং বাড়বে ঠাণ্ডার দাপট ।

আজ ছিল এই মরশুমে উত্তরবঙ্গের শীতলতম দিন । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে । মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে । বুধবার আকাশ মেঘলা থাকবে । তাতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে ।

সর্বনিম্ন তাপমাত্রা নিচে দেওয়া হল (ডিগ্রি সেলসিয়াস) :

কোচবিহার 6.2 দার্জিলিং 4.4 জলপাইগুড়ি 6.8 শিলিগুড়ি 4.7
মালদা 8.2 আসানসোল 8.9 বাঁকুড়া 9.6 ব্যারাকপুর 10.8
বর্ধমান 9 ক্যানিং 11 কাঁথি 7.5 ডায়মণ্ড হারবার 11
দিঘা 9.9 দমদম 11.1 হলদিয়া 11.5 পানাগড় 7.6
কলাইকুন্ডা 9 কলকাতা 11.4 মেদিনীপুর 9.5 সল্টলেক 11.8
শ্রীনিকেতন 7.5

কলকাতা, 30 ডিসেম্বর : সোমবার সকালে কলকাতায় হালকা কুয়াশা ছিল । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায় । আজও তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । আগামী কয়েকদিন কলকাতায় শীতের আমেজ বজায় থাকবে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজধানীতে তাপমাত্রা ফের কাল থেকে বাড়তে পারে । সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে । বুধবারের পর থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে । মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । পার্বত্য এলাকাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং ও সিকিমে তুষারপাত হতে পারে । শুক্রবারের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং বাড়বে ঠাণ্ডার দাপট ।

আজ ছিল এই মরশুমে উত্তরবঙ্গের শীতলতম দিন । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে । মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে । বুধবার আকাশ মেঘলা থাকবে । তাতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে ।

সর্বনিম্ন তাপমাত্রা নিচে দেওয়া হল (ডিগ্রি সেলসিয়াস) :

কোচবিহার 6.2 দার্জিলিং 4.4 জলপাইগুড়ি 6.8 শিলিগুড়ি 4.7
মালদা 8.2 আসানসোল 8.9 বাঁকুড়া 9.6 ব্যারাকপুর 10.8
বর্ধমান 9 ক্যানিং 11 কাঁথি 7.5 ডায়মণ্ড হারবার 11
দিঘা 9.9 দমদম 11.1 হলদিয়া 11.5 পানাগড় 7.6
কলাইকুন্ডা 9 কলকাতা 11.4 মেদিনীপুর 9.5 সল্টলেক 11.8
শ্রীনিকেতন 7.5
Intro:কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। সকালে হালকা কুয়াশার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার । আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 দশমিক 4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কম। গত 24 ঘন্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 দশমিক 8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা ফের বাড়বে। আজ থেকে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাবে জানিয়েছে আবহাওয়া দফতর।


Body:আজ উত্তরবঙ্গে শীতলতম দিনের পরিস্থিতি রয়েছে। দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কম রয়েছে। আরো 24 ঘন্টায় উত্তরবঙ্গের জাঁকিয়ে শীত এ পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে বুধবার আকাশ মেঘলা থাকবে দিন ও রাতের তাপমাত্রা দুটোই কিছুটা বাড়বে।


Conclusion:বুধবার হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে কয়েকটি জেলায়। মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মেদিনীপুর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতাসহ রাজ্যের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারও বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে রাজ্যের সব জেলাতেই। শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকাগুলিতে। সর্বনিম্ন তাপমাত্রা কোচবিহার 6.2 দার্জিলিং 4.4 জলপাইগুড়ি 6.8 শিলিগুড়ি 4.7 মালদা 8.2 আসানসোল 8.9 বাঁকুড়া 9.6 ব্যারাকপুর 10.8 বর্ধমান 9 ক্যানিং 11 কাঁথি 7.5 ডায়মন হারবার 11 দীঘা 9.9 দমদম 11.1 হলদিয়া 11.5 কলাইকুন্ডা 9 কলকাতা 11.4 মেদিনীপুর 9.5 পানাগর 7.6 সল্টলেক 11.8 শ্রীনিকেতন 7.5
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.