ETV Bharat / city

আগামিকাল রাজ্যজুড়ে শুরু ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের - ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সোমবারের পর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে । আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । রাজ্যে ঝড়-বৃষ্টি শুরু হলে বেশ খানিকটা কমবে তাপমাত্রা ৷ আগামী 2 তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অস্বস্তিকর গরমে থেকে রেহাই মিলবে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

File pic
File pic
author img

By

Published : May 1, 2021, 6:34 PM IST

কলকাতা, 1 মে : আগামিকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে ঝড়-বৃষ্টি । আগামী তিন থেকে চার দিন রাজ্যের সর্বত্র টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আগামিকাল 2 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা । রাজ্যে রাজনৈতিক তাপমাত্রার পারদ উত্তপ্ত । সেই সঙ্গেই গ্রীষ্মের দাবদাহ সেই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে দিয়েছে । আর এই উত্তপ্ত আবহাওয়াতে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ।

সোমবারের পর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে । আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । রাজ্যে ঝড়-বৃষ্টি শুরু হলে বেশ খানিকটা কমবে তাপমাত্রা ৷ আগামী 2 তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অস্বস্তিকর গরমে থেকে রেহাই মিলবে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল উত্তরবঙ্গের আগামী 2 তারিখ থেকে ঝড়-বৃষ্টি শুরু হবে । 3 ও 4 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই তিন জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে ।

দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম ও উত্তর 24 পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আলিপুর আবহাওয়া দফতর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 3, 4 ও 5 তারিখ দক্ষিণবঙ্গে সর্বত্রই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে । ঝোড়ো হাওয়ার দাপট থাকবে । এর ফলে 2 তারিখের পর থেকেই তাপমাত্রার পারদ কমতে থাকবে । স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম থাকবে তাপমাত্রার পারদ ।

আরও পড়ুন : আংশিক লকডাউন নিয়ে সরকারি নির্দেশিকা না মানলে রাস্তায় টি-টোয়েন্টি খেলবে পুলিশ, ঘোষণা মালদায়

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ছিল স্বাভাবিকের থেকে একটি ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 1 মে : আগামিকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে ঝড়-বৃষ্টি । আগামী তিন থেকে চার দিন রাজ্যের সর্বত্র টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আগামিকাল 2 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা । রাজ্যে রাজনৈতিক তাপমাত্রার পারদ উত্তপ্ত । সেই সঙ্গেই গ্রীষ্মের দাবদাহ সেই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে দিয়েছে । আর এই উত্তপ্ত আবহাওয়াতে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ।

সোমবারের পর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে । আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । রাজ্যে ঝড়-বৃষ্টি শুরু হলে বেশ খানিকটা কমবে তাপমাত্রা ৷ আগামী 2 তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অস্বস্তিকর গরমে থেকে রেহাই মিলবে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল উত্তরবঙ্গের আগামী 2 তারিখ থেকে ঝড়-বৃষ্টি শুরু হবে । 3 ও 4 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই তিন জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে ।

দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম ও উত্তর 24 পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আলিপুর আবহাওয়া দফতর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 3, 4 ও 5 তারিখ দক্ষিণবঙ্গে সর্বত্রই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে । ঝোড়ো হাওয়ার দাপট থাকবে । এর ফলে 2 তারিখের পর থেকেই তাপমাত্রার পারদ কমতে থাকবে । স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম থাকবে তাপমাত্রার পারদ ।

আরও পড়ুন : আংশিক লকডাউন নিয়ে সরকারি নির্দেশিকা না মানলে রাস্তায় টি-টোয়েন্টি খেলবে পুলিশ, ঘোষণা মালদায়

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ছিল স্বাভাবিকের থেকে একটি ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.