ETV Bharat / city

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করুন মুখ্যমন্ত্রী, কটাক্ষ রাহুলের - Rahul Sinha sneered CM Mamata Banerjee in the Victoria incident

মুখ্যমন্ত্রীর বক্তব্য বয়কট নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা । তিনি বলেন, "দর্শকাসন থেকে কয়েকজন জয় শ্রী রাম বলেছেন । মুখ্যমন্ত্রীকে কিছু বলা হয়নি । রাস্তা-ঘাটেও অনেকে বলছে জয় শ্রী রাম । তাতে ওনার সমস্যা হচ্ছে কেন?"

ভিক্টোরিয়ায় জয় শ্রী রাম প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাহুল সিনহা
ভিক্টোরিয়ায় জয় শ্রী রাম প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাহুল সিনহা
author img

By

Published : Jan 24, 2021, 9:58 PM IST

পাণ্ডুয়া, 24 জানুয়ারি : নেতাজির জন্মদিন ঘিরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনায় শাসক-বিরোধী তরজা তুঙ্গে । বিজেপি নেতা রাহল সিনহার মতে, অনুষ্ঠানে বক্তব্য না রেখে মুখ্যমন্ত্রী আসলে নেতাজিকে অপমান করেছেন । তাঁর দাবি, ইনশা-আল্লাহ বললে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত পছন্দ করতেন ।

স্বামী বিবেকানন্দের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ঘিরে তৃণমূল-বিজেপি দড়ি টানাটানি । তার মাঝে গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন । অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য মুখ্যমন্ত্রী মঞ্চে উঠতেই "জয় শ্রী রাম" ধ্বনি ওঠে । যা শুনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী । এভাবে ডেকে অপমান না করার কথা বলেন । পাশাপাশি নিজের বক্তব্য না রেখেই মঞ্চ থেকে নেমে পড়েন । আর এই ঘটনা নিয়ে রাজ্যের রাজনীতি সরগরম । একদিকে তৃণমূলের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে । অন্যদিকে সুর চড়িয়েছে বিজেপিও । রাহুল সিনহা এই ঘটনায় মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলেছেন । আজ পাণ্ডুয়ার রামেশ্বরপুরের মণিপুরে কৃষক সুরক্ষা অভিযানে যোগ দেন । সেখানে সাংবাদিক বৈঠক থেকে বলেন, "নেতাজির জন্মদিন ঘিরে অনুষ্ঠান । সেখানে জয় শ্রী রাম বললে কী হয়েছে? মুখ্যমন্ত্রীর এভাবে বয়কট করা উচিত হয়নি । উনি বোধহয় ইনশা-আল্লাহ বললে খুশি হতেন ।" পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, ইনশা-আল্লাহ বললে মুখ্যমন্ত্রী কখনওই ক্ষুব্ধ হতেন না । যদি হতেন, তাহলে ইনশা-আল্লাহ ধর্ম গ্রহণ করুন মুখ্যমন্ত্রী- দাবি রাহুলের ।

আরও পড়ুন : মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা

রাহুল সিনহা আরও বলেন, "ছোটোবেলায় শুনেছিলাম রাম নাম করলে ভূত পালায় । কিন্তু রাম নাম করলে মানুষও পালায় জানতাম না । মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের গাম্ভীর্য বোঝেননি । মুখ্যমন্ত্রীর এই আচরণ বাংলার মানুষ ভালো চোখে দেখবেন না ।" "জয় বাংলা" ধ্বনি প্রসঙ্গ তাঁর বক্তব্য, "মুখ্যমন্ত্রী যদি এটা বলে খুশি হন, তাহলে বলতে পারেন । আর দু'-তিন মাস রয়েছে । তিনি বক্তব্য বয়কট করে নিজের বিনাশ ডেকে এনেছেন ।"

ভিক্টোরিয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীকেই বিঁধলেন রাহল সিনহা

পাণ্ডুয়া, 24 জানুয়ারি : নেতাজির জন্মদিন ঘিরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনায় শাসক-বিরোধী তরজা তুঙ্গে । বিজেপি নেতা রাহল সিনহার মতে, অনুষ্ঠানে বক্তব্য না রেখে মুখ্যমন্ত্রী আসলে নেতাজিকে অপমান করেছেন । তাঁর দাবি, ইনশা-আল্লাহ বললে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত পছন্দ করতেন ।

স্বামী বিবেকানন্দের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ঘিরে তৃণমূল-বিজেপি দড়ি টানাটানি । তার মাঝে গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন । অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য মুখ্যমন্ত্রী মঞ্চে উঠতেই "জয় শ্রী রাম" ধ্বনি ওঠে । যা শুনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী । এভাবে ডেকে অপমান না করার কথা বলেন । পাশাপাশি নিজের বক্তব্য না রেখেই মঞ্চ থেকে নেমে পড়েন । আর এই ঘটনা নিয়ে রাজ্যের রাজনীতি সরগরম । একদিকে তৃণমূলের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে । অন্যদিকে সুর চড়িয়েছে বিজেপিও । রাহুল সিনহা এই ঘটনায় মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলেছেন । আজ পাণ্ডুয়ার রামেশ্বরপুরের মণিপুরে কৃষক সুরক্ষা অভিযানে যোগ দেন । সেখানে সাংবাদিক বৈঠক থেকে বলেন, "নেতাজির জন্মদিন ঘিরে অনুষ্ঠান । সেখানে জয় শ্রী রাম বললে কী হয়েছে? মুখ্যমন্ত্রীর এভাবে বয়কট করা উচিত হয়নি । উনি বোধহয় ইনশা-আল্লাহ বললে খুশি হতেন ।" পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, ইনশা-আল্লাহ বললে মুখ্যমন্ত্রী কখনওই ক্ষুব্ধ হতেন না । যদি হতেন, তাহলে ইনশা-আল্লাহ ধর্ম গ্রহণ করুন মুখ্যমন্ত্রী- দাবি রাহুলের ।

আরও পড়ুন : মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা

রাহুল সিনহা আরও বলেন, "ছোটোবেলায় শুনেছিলাম রাম নাম করলে ভূত পালায় । কিন্তু রাম নাম করলে মানুষও পালায় জানতাম না । মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের গাম্ভীর্য বোঝেননি । মুখ্যমন্ত্রীর এই আচরণ বাংলার মানুষ ভালো চোখে দেখবেন না ।" "জয় বাংলা" ধ্বনি প্রসঙ্গ তাঁর বক্তব্য, "মুখ্যমন্ত্রী যদি এটা বলে খুশি হন, তাহলে বলতে পারেন । আর দু'-তিন মাস রয়েছে । তিনি বক্তব্য বয়কট করে নিজের বিনাশ ডেকে এনেছেন ।"

ভিক্টোরিয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীকেই বিঁধলেন রাহল সিনহা

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.