কলকাতা, 25 অগাস্ট : দিল্লি থেকে হাওড়া পৌঁছাতে এবার অর্ধেকেরও কম সময় লাগবে । পূর্ব রেলের নতুন পুশ-পুল ট্র্যাকশান ব্যবস্থার ফলে রাজধানী দিল্লি থেকে হাওড়ার ট্রেন সফরের সময় কমবে প্রায় 90 মিনিট । মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে একটি ওয়েবিনারে এই কথা জানান হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ঈশাক খান ।
2301 হাওড়া-নয়াদিল্লি রাজধানী এসি স্পেশালটি প্রতিদিন চলাচল করে । বর্তমানে ট্রেনটি 77 কিমি প্রতি ঘণ্টা গতিতে এক হাজার 531 কিলোমিটার পথ অতিক্রম করে । ট্রেনটির গন্তব্যে পৌঁছাতে সময় লাগে প্রায় 16 ঘণ্টা 55 মিনিট । DRM ঈশাক খান বলেন, "এই অত্যাধুনিক পুশ-পুল ট্র্যাকশন ব্যবস্থা ব্যবহার করে ইতিমধ্যেই ট্রেনটিকে বেশ কয়েকবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে । রিসার্চ ডিজ়াইন অ্যান্ড স্ট্যান্ডস অর্গানাইজেশন (RDSO)-এর তত্ত্বাবধানে রাজধানীর রেকটিকে হাওড়া ডিভিশনে 130 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ট্রায়াল রান করানো হয়েছে । শেষ পর্যায়ে ট্রায়ালগুলি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে । এবার RDSO-র তরফে চূড়ান্ত ছাড়পত্র এলেই বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হবে ।" তিনি আরও বলেন যে, "রেল পরিষেবা ও ট্রেনের গতিকে সবসময় উন্নত করার দিকে নজর থাকে আমাদের । পাশাপাশি ট্র্যাক, সিগন্যালিং ব্যবস্থা ও কোচকে আরও ভালো করার দিকেও লাগাতার নজর দেওয়া হচ্ছে ।"
কি এই পুশ-পুল ট্র্যাকশন পদ্ধতি?
এই পদ্ধতিতে একটি ইঞ্জিন ট্রেনের সামনের দিকে ও আরেকটি ইঞ্জিন ট্রেনের পিছনদিকে থাকে । সামনের ইঞ্জিনটি গাড়িটিকে সামনের দিকে টানে এবং পিছনের ইঞ্জিন সামনের দিকে গাড়িকে ঠেলে নিয়ে যায় । ট্রেনের যন্ত্রাংশ ও রেকগুলিকে এই পুশ-পুল ব্যবস্থার জন্য বিশেষভাবে উন্নত করা হয়েছে ।