কলকাতা, ২৯ মার্চ : কলকাতা পৌরনিগমের পত্রিকা পুরশ্রীর অনলাইন সংস্করণের উপর নির্বাচনী বিধি নিষেধ আরোপ করা হল। পৌরনিগমের ওয়েবসাইটে গিয়ে এই পত্রিকা পড়া যেত। পত্রিকাটি কলকাতা পৌরনিগম থেকে মাসে দুইবার প্রকাশিত হয়। গতকাল থেকে পত্রিকাটি আর অনলাইনে পড়া যাচ্ছে না। এই বিষয়ে পৌরনিগমের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান সন্দীপন সাহার কাছে জানতে চাওয়া হয়। তিনি জানিয়েছেন, নির্বাচনী আচরণ বিধির জন্য পত্রিকাটির প্রকাশ আপাতত বন্ধ রাখা হয়েছে।
নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রীর ছবি দিয়ে সরকারি প্রতিষ্ঠান থেকে পত্রিকা প্রকাশ করা যায় না। ১৬ মার্চ পুরশ্রীর হার্ডকপি প্রকাশিত হয়েছে। তাতে কোনও নেতা বা মন্ত্রীর ছবি নেই। সন্দীপনবাবু বলেন, "অনলাইনে আপলোড করতে গেলে নির্বাচনী বিধি মেনে নেতা বা মন্ত্রীর ছবি বাদ দিয়ে পত্রিকাটি প্রকাশ করতে হবে। কিন্তু সে জন্য সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন প্রয়োজন। তা এখনও না হওয়ায় পত্রিকাটির অনলাইনে প্রকাশ বন্ধ রয়েছে।"
সাধারণ মানুষ যারা এই পত্রিকাটি অনলাইনে নিয়মিত পড়েন তারা ফের কবে সেটি পড়তে পারবেন, তা নিশ্চিত করে জানাতে পারেনি পৌরনিগম।