ETV Bharat / city

নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC-র প্রতিবাদে পথে নামছেন মমতা - সোমবার থেকে শহরে প্রতিবাদ মিছিল তৃণমূলের

সোমবার কলকাতার বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু করে মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশ হয়ে জোড়াসাঁকোয় ঠাকুরবাড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার তৃণমূল যাদবপুর ৮ B বাসস্ট্যান্ড থেকে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবে । বুধবারও শহরে প্রতিবাদ মিছিল হবে ।

Protest rally by Mamata Banerjee against NRC and CAB
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 13, 2019, 4:57 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 ও NRC-র প্রতিবাদে এবার পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার থেকে টানা তিনদিন ধরে চলবে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ মমতা বলেন, " সংসদে পাস হলেও আমরা বাংলায় NRC এবং CAB লাগু হতে দেব না ৷ এই আইন দেশকে বিভক্ত করবে ৷ যত দিন আমরা ক্ষমতায় আছি, রাজ্যের একজনকেও দেশ ছেড়ে যেতে হবে না ৷ "

সোমবার কলকাতার বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু করে মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশ হয়ে জোড়াসাঁকোয় ঠাকুরবাড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার তৃণমূল যাদবপুর ৮ B বাসস্ট্যান্ড থেকে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবে । বুধবারও শহরে প্রতিবাদ মিছিল হবে । তবে বুধবারের বিস্তারিত কর্মসূচি পরে ঘোষণা করবে তৃণমূল নেতৃত্ব । প্রতিটি মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, সোমবার লোকসভায় পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল 2019 ৷ বুধবার বিলটি রাজ্যসভায় পাশ হয় ৷ শুক্রবার মধ্যরাতে রাষ্ট্রপতি সই করায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে ৷ এই আইন অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক, খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে এলে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ তবে এক্ষেত্রে সময়সীমা 2014 সালের 31 ডিসেম্বর । অর্থাৎ ওই সময় পর্যন্ত এদেশে আসা ওই লোকজনকে নাগরিকত্ব দেওয়া হবে ।

তবে এই বিল পাশের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য ৷ শুক্রবার মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধের পাশাপাশি স্টেশনে আগুন, ভাঙচুর করা হয় । এবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামতে চলেছে রাজ্যের শাসকদল ৷

কলকাতা, 13 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 ও NRC-র প্রতিবাদে এবার পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার থেকে টানা তিনদিন ধরে চলবে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ মমতা বলেন, " সংসদে পাস হলেও আমরা বাংলায় NRC এবং CAB লাগু হতে দেব না ৷ এই আইন দেশকে বিভক্ত করবে ৷ যত দিন আমরা ক্ষমতায় আছি, রাজ্যের একজনকেও দেশ ছেড়ে যেতে হবে না ৷ "

সোমবার কলকাতার বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু করে মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশ হয়ে জোড়াসাঁকোয় ঠাকুরবাড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার তৃণমূল যাদবপুর ৮ B বাসস্ট্যান্ড থেকে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবে । বুধবারও শহরে প্রতিবাদ মিছিল হবে । তবে বুধবারের বিস্তারিত কর্মসূচি পরে ঘোষণা করবে তৃণমূল নেতৃত্ব । প্রতিটি মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, সোমবার লোকসভায় পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল 2019 ৷ বুধবার বিলটি রাজ্যসভায় পাশ হয় ৷ শুক্রবার মধ্যরাতে রাষ্ট্রপতি সই করায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে ৷ এই আইন অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক, খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে এলে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ তবে এক্ষেত্রে সময়সীমা 2014 সালের 31 ডিসেম্বর । অর্থাৎ ওই সময় পর্যন্ত এদেশে আসা ওই লোকজনকে নাগরিকত্ব দেওয়া হবে ।

তবে এই বিল পাশের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য ৷ শুক্রবার মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধের পাশাপাশি স্টেশনে আগুন, ভাঙচুর করা হয় । এবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামতে চলেছে রাজ্যের শাসকদল ৷

Intro:কলকাতা, ১৩ ডিসেম্বর : এনআরসির বিরুদ্ধে এবারে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার থেকেই জোরদার আন্দোলন শানাতে পথে নামবেন তিনি । টানা তিনদিন ধরে চলবে প্রতিবাদ মিছিল। সোমবার কলকাতায় বি আর আম্মেদকরের মূর্তি ছুঁয়ে মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশ হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। মঙ্গলবার যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ড থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল হবে। একই রকমভাবে বুধবারও শহরে হবে প্রতিবাদ মিছিল কর্মসূচি। তবে বুধবারের কর্মসূচি পরে ঘোষণা করবে তৃণমূল নেতৃত্ব । প্রতিটি মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Body:কপি ইন্ট্রোতে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.