যাদবপুর, 8 জানুয়ারি : সকাল থেকেই 17টি শ্রমিক সংগঠনের ডাকা ভারত বনধ ঘিরে রাজ্য জুড়েই বিক্ষিপ্ত বিক্ষোভ দেখা যায় ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় বনধের সমর্থনে দফায় দফায় অবরোধ করে ধর্মঘটীরা ৷ রাজ্যের অনান্য জায়গার মতই যাদবপুর এলাকাতেও বনধ ঘিরে উত্তেজনা দেখা যায় ৷
বুধবার সকাল সাতটার সময় থেকেই বনধ সমর্থনকারীরা জমায়েত শুরু করে যাদবপুর 8বি বাসস্ট্যান্ড এলাকায় ৷ মিছিল শুরু করে তারা ৷ সকাল 8টার সময় যাদবপুর হরতাল সমর্থকদের মিছিলে হাজির হন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ মিছিলে নেতৃত্ব দেন তিনি ৷
সকাল সাড়ে নটা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে SFI ৷ মাথায় হেলমেট পরে গাড়ি চালাতে দেখা যায় বাস চালকদেরও ৷ 10.50 মিনিট নাগাদ উত্তেজনা ছড়ায় ৷ আটক করা হয় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে ৷ বন্ধ করে দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট ৷ যদিও যাদবপুরে ফের মিছিল শুরু করে বনধ সমর্থকরা ৷ এরই মধ্যে 8বি-র মোড়ে পুলিশ ও বন্ধ সমর্থকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ৷ এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যাদবপুরের যানচলাচল ৷