ETV Bharat / city

'নো স্কুল, নো ফিজ়', সরব কলকাতার দুটি বেসরকারি স্কুলের অভিভাবকরা - kolkata

পাম অ্যাভিনিউয়ের নামকরা বেসরকারি স্কুলের সামনে অভিভাবকরা জমায়েত করেন । সেখানে হাতে দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । অভিভাবকদের দাবি, তাঁরা স্কুলের ফি অবশ্যই দেবেন। কিন্তু তাঁরা মোট ফি-র ৫০ শতাংশ দেবেন । অযৌক্তিক খাতের ফি তাঁরা দেবেন না ।

image
বেসরকারি স্কুলের সামনে অভিভাবকদের জমায়েত
author img

By

Published : Jun 21, 2020, 5:43 AM IST

কলকাতা, 21 জুন : শুক্রবারের পর শনিবারও ফি মকুবের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন শহরের একাধিক বেসরকারি স্কুলের অভিভাবকরা । বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের একটি নামকরা বেসরকারি স্কুল ও কসবার একটি বেসরকারি স্কুলের অভিভাবকরা স্কুলের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান । দুটি স্কুলের অভিভাবকদের একই দাবি । 'নো স্কুল, নো ফি'।

শনিবার সকাল থেকেই পাম অ্যাভিনিউয়ের নামকরা বেসরকারি স্কুলের সামনে অভিভাবকরা জমায়েত করেন । সেখানে হাতে দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । নিজেদের দাবি নিয়ে ওই স্কুলের এক অভিভাবক বলেন, "আমাদের মূল বক্তব্য, যখন সেশন চালু হয়নি তখন সেশন ফি কীসের? আমি যদি সার্ভিস ব্যবহার না করি তাহলে ফিটা কীসের জন্য দেব। এক্সট্রা ক্যারিকুলার এক্টিভিটিস কিছু হচ্ছে না, স্টেশনারি সব আমাদের দিতে হচ্ছে, তাহলে এগুলোর ফি কেন দেব। বাস এখন চলাচল করছে না। অথচ, তার জন্যেও সাড়ে ৩ হাজার টাকা করে দেওয়ার পিছনে যুক্তি কী। অনলাইনে যে ক্লাস নেওয়া হচ্ছে তাতে বাচ্চাদের মানসিক স্বাস্থ্য খারাপ হচ্ছে । তাদের চোখের সমস্যা হতে পারে। বর্তমানে COVID-19 নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে স্কুলের বোঝা উচিত। যেটা যৌক্তিক, সেটা নিক। স্কুলকেও শিক্ষকদের বেতন দিতে হবে। তার জন্য যতটা দরকার ততটা নিক ।"

অভিভাবকদের দাবি, তাঁরা স্কুলের ফি অবশ্যই দেবেন। কিন্তু তাঁরা মোট ফি-র ৫০ শতাংশ দেবেন । অযৌক্তিক খাতের ফি তাঁরা দেবেন না । অভিভাবকরা চান, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ তাঁদের সাথে কথা বলুক একটা সমাধানের রাস্তা বের করুক। কিন্তু, স্কুল কর্তৃপক্ষ তরফে এখনও কোনও আলোচনায় বসতে রাজি হয়নি বলে অভিযোগ অভিভাবকদের।

শনিবার 'নো স্কুল, নো ফিজ'-এর দাবিতে সরব হন কসবার রাজডাঙ্গা মেন রোডের এক বেসরকারি স্কুলের অভিভাবকরা । স্কুলের সামনে শতাধিক অভিভাবক জমায়েত করে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান । তাঁদের দাবি, তাঁরা শুধুমাত্র টিউশন ফি দেবেন। কিন্তু, স্কুল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে দেখা করা বা আলোচনা করা তো দূরস্থান । স্কুলের গেটে থাকা স্কুলের নাম লেখা ব্যানার পর্যন্ত সরিয়ে নিয়েছে বলে অভিযোগ অভিভাবকদের । দুটি স্কুলের সামনেই দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান অভিভাবকরা।

কলকাতা, 21 জুন : শুক্রবারের পর শনিবারও ফি মকুবের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন শহরের একাধিক বেসরকারি স্কুলের অভিভাবকরা । বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের একটি নামকরা বেসরকারি স্কুল ও কসবার একটি বেসরকারি স্কুলের অভিভাবকরা স্কুলের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান । দুটি স্কুলের অভিভাবকদের একই দাবি । 'নো স্কুল, নো ফি'।

শনিবার সকাল থেকেই পাম অ্যাভিনিউয়ের নামকরা বেসরকারি স্কুলের সামনে অভিভাবকরা জমায়েত করেন । সেখানে হাতে দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । নিজেদের দাবি নিয়ে ওই স্কুলের এক অভিভাবক বলেন, "আমাদের মূল বক্তব্য, যখন সেশন চালু হয়নি তখন সেশন ফি কীসের? আমি যদি সার্ভিস ব্যবহার না করি তাহলে ফিটা কীসের জন্য দেব। এক্সট্রা ক্যারিকুলার এক্টিভিটিস কিছু হচ্ছে না, স্টেশনারি সব আমাদের দিতে হচ্ছে, তাহলে এগুলোর ফি কেন দেব। বাস এখন চলাচল করছে না। অথচ, তার জন্যেও সাড়ে ৩ হাজার টাকা করে দেওয়ার পিছনে যুক্তি কী। অনলাইনে যে ক্লাস নেওয়া হচ্ছে তাতে বাচ্চাদের মানসিক স্বাস্থ্য খারাপ হচ্ছে । তাদের চোখের সমস্যা হতে পারে। বর্তমানে COVID-19 নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে স্কুলের বোঝা উচিত। যেটা যৌক্তিক, সেটা নিক। স্কুলকেও শিক্ষকদের বেতন দিতে হবে। তার জন্য যতটা দরকার ততটা নিক ।"

অভিভাবকদের দাবি, তাঁরা স্কুলের ফি অবশ্যই দেবেন। কিন্তু তাঁরা মোট ফি-র ৫০ শতাংশ দেবেন । অযৌক্তিক খাতের ফি তাঁরা দেবেন না । অভিভাবকরা চান, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ তাঁদের সাথে কথা বলুক একটা সমাধানের রাস্তা বের করুক। কিন্তু, স্কুল কর্তৃপক্ষ তরফে এখনও কোনও আলোচনায় বসতে রাজি হয়নি বলে অভিযোগ অভিভাবকদের।

শনিবার 'নো স্কুল, নো ফিজ'-এর দাবিতে সরব হন কসবার রাজডাঙ্গা মেন রোডের এক বেসরকারি স্কুলের অভিভাবকরা । স্কুলের সামনে শতাধিক অভিভাবক জমায়েত করে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান । তাঁদের দাবি, তাঁরা শুধুমাত্র টিউশন ফি দেবেন। কিন্তু, স্কুল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে দেখা করা বা আলোচনা করা তো দূরস্থান । স্কুলের গেটে থাকা স্কুলের নাম লেখা ব্যানার পর্যন্ত সরিয়ে নিয়েছে বলে অভিযোগ অভিভাবকদের । দুটি স্কুলের সামনেই দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান অভিভাবকরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.