ETV Bharat / city

Proposal to Stop Water Wastage : জল অপচয় বন্ধের প্রস্তাব কেএমসি’র অধিবেশনে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের

কলকাতা পৌরনিগমের অধিবেশনের জলের অপচয় বন্ধ করার প্রস্তাব (Proposal to Stop Water Wastage in KMC Session) দিলেন 24নং ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহা ৷ তিনি অভিযোগ করেছেন, কলকাতায় জলের স্ট্যান্ডপোস্টগুলি থেকে প্রচুর জল নষ্ট হচ্ছে রোজ ৷ যা নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷

Proposal to Stop Water Wastage in KMC Session
Proposal to Stop Water Wastage in KMC Session
author img

By

Published : Apr 24, 2022, 5:19 PM IST

কলকাতা, 24 এপ্রিল : জল অপচয় বন্ধ হোক (Proposal to Stop Water Wastage) ৷ এই দাবিতে রাস্তার ধারে পৌরনিগমের কল ও স্ট্যান্ডপোস্টে চাবি বা স্টপ কর্ক দিয়ে জল অপচয় বন্ধ করার প্রস্তাব কলকাতা পৌরনিগমের অধিবেশনে ৷ প্রস্তাবটি পেশ করেছেন 24নং ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহা (Proposal to Stop Water Wastage in KMC Session) ৷ গরম পড়তেই কলকাতা পৌরনিগম এলাকায় পানীয় জল ও অন্যান্য প্রয়োজনে ব্যবহারের যোগ্য জলের চাহিদা বাড়ছে ৷ এই পরিস্থিতিতে এ বছর একদিনও বৃষ্টি হয়নি কলকাতা ও তার সংলগ্ন এলাকায় ৷ ফলে জলের ঘাটতি দেখা দিতে পারে ৷ তাই পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায়, তাই জলের অপচয় বন্ধ করার প্রস্তাব দিয়েছেন 24নং ওয়ার্ডের কাউন্সিলর ৷

কলকাতা পৌরনিগমের অধিবেশনে 24নং ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহা বলেন, ‘‘আমাদের কলকাতা শহরে জলের কোনও অভাব নেই ৷ উত্তর থেকে দক্ষিণ সার্বিকভাবে দেখা যায় ব্যবহারের পরেও স্ট্যান্ডপোস্ট থেকে অনেকটা জল অপচয় হয়ে বয়ে যায় ৷ এখন পরিবেশবিদরা বলছেন, ভবিষ্যতে গোটা পৃথিবীতে জলের সংকট দেখা দিতে পারে ৷ আমাদের জলটা এমনিতেই বেশি প্রয়োজন হয় ৷ এই দাবদাহে জল অপচয় না করে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে ৷ তাহলে জল নিয়ে কোনওদিন সংকটের মুখে পড়তে হবে না। ৷ তাই আমি প্রস্তাব রেখেছিলাম, প্রতিদিন যে স্ট্যান্ডপোস্টগুলি থেকে জল নষ্ট হচ্ছে ৷ সেগুলি চাবি বা স্টপ কর্ক লক করে জল অপচয় বন্ধ করা হোক ৷’’

আরও পড়ুন : Living Without Electricity : কাঠগড়ায় সিইএসসি, কলকাতার নাগরিক হয়েও বিদ্যুৎহীন 17টি পরিবার

কলকাতা পৌরনিগম সূত্রে জানা যাচ্ছে, শহরে প্রায় 18 হাজার স্ট্যান্ডপোস্ট আছে ৷ প্রতিদিন কলকতাবাসীর জন্য প্রায় 450 মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হয় সেগুলির মাধ্য়মে ৷ এই পরিমাণ জল কলকাতাবাসীর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ৷ তবে এর পরেও বিভিন্ন জায়গায় জলের সমস্যা অভিযোগ আসে ৷ আর তার অন্যতম কারণ হল জল অপচয় ৷

এ বিষয় মেয়র ফিরহাদ হকিম বলেন, ‘‘যে পরিমাণ জল উৎপাদন হয় তা যথেষ্ট ৷ তবে, বহু জায়গায় জল অপচয় হয় ৷ অনেকে ফ্লো কমে যায় বলে স্ট্যান্ডপোস্টের মুখ ভেঙে দেয় ৷ জল সরবরাহ বিভাগকে বলব এগুলি ঠিক করে দিতে ৷ নজর রাখতে বলা হবে ৷ কেউ ইচ্ছা করে বারে বারে ভাঙছে কি না, দেখব ৷ যদি ভেঙে দেয় তাহলে সেই স্ট্যান্ডপোস্ট তুলে দেব ৷’’ বাড়ির ক্ষেত্রে স্টপ কর্ক ব্যবহারের কথা জানান তিনি।

কলকাতা, 24 এপ্রিল : জল অপচয় বন্ধ হোক (Proposal to Stop Water Wastage) ৷ এই দাবিতে রাস্তার ধারে পৌরনিগমের কল ও স্ট্যান্ডপোস্টে চাবি বা স্টপ কর্ক দিয়ে জল অপচয় বন্ধ করার প্রস্তাব কলকাতা পৌরনিগমের অধিবেশনে ৷ প্রস্তাবটি পেশ করেছেন 24নং ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহা (Proposal to Stop Water Wastage in KMC Session) ৷ গরম পড়তেই কলকাতা পৌরনিগম এলাকায় পানীয় জল ও অন্যান্য প্রয়োজনে ব্যবহারের যোগ্য জলের চাহিদা বাড়ছে ৷ এই পরিস্থিতিতে এ বছর একদিনও বৃষ্টি হয়নি কলকাতা ও তার সংলগ্ন এলাকায় ৷ ফলে জলের ঘাটতি দেখা দিতে পারে ৷ তাই পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায়, তাই জলের অপচয় বন্ধ করার প্রস্তাব দিয়েছেন 24নং ওয়ার্ডের কাউন্সিলর ৷

কলকাতা পৌরনিগমের অধিবেশনে 24নং ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহা বলেন, ‘‘আমাদের কলকাতা শহরে জলের কোনও অভাব নেই ৷ উত্তর থেকে দক্ষিণ সার্বিকভাবে দেখা যায় ব্যবহারের পরেও স্ট্যান্ডপোস্ট থেকে অনেকটা জল অপচয় হয়ে বয়ে যায় ৷ এখন পরিবেশবিদরা বলছেন, ভবিষ্যতে গোটা পৃথিবীতে জলের সংকট দেখা দিতে পারে ৷ আমাদের জলটা এমনিতেই বেশি প্রয়োজন হয় ৷ এই দাবদাহে জল অপচয় না করে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে ৷ তাহলে জল নিয়ে কোনওদিন সংকটের মুখে পড়তে হবে না। ৷ তাই আমি প্রস্তাব রেখেছিলাম, প্রতিদিন যে স্ট্যান্ডপোস্টগুলি থেকে জল নষ্ট হচ্ছে ৷ সেগুলি চাবি বা স্টপ কর্ক লক করে জল অপচয় বন্ধ করা হোক ৷’’

আরও পড়ুন : Living Without Electricity : কাঠগড়ায় সিইএসসি, কলকাতার নাগরিক হয়েও বিদ্যুৎহীন 17টি পরিবার

কলকাতা পৌরনিগম সূত্রে জানা যাচ্ছে, শহরে প্রায় 18 হাজার স্ট্যান্ডপোস্ট আছে ৷ প্রতিদিন কলকতাবাসীর জন্য প্রায় 450 মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হয় সেগুলির মাধ্য়মে ৷ এই পরিমাণ জল কলকাতাবাসীর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ৷ তবে এর পরেও বিভিন্ন জায়গায় জলের সমস্যা অভিযোগ আসে ৷ আর তার অন্যতম কারণ হল জল অপচয় ৷

এ বিষয় মেয়র ফিরহাদ হকিম বলেন, ‘‘যে পরিমাণ জল উৎপাদন হয় তা যথেষ্ট ৷ তবে, বহু জায়গায় জল অপচয় হয় ৷ অনেকে ফ্লো কমে যায় বলে স্ট্যান্ডপোস্টের মুখ ভেঙে দেয় ৷ জল সরবরাহ বিভাগকে বলব এগুলি ঠিক করে দিতে ৷ নজর রাখতে বলা হবে ৷ কেউ ইচ্ছা করে বারে বারে ভাঙছে কি না, দেখব ৷ যদি ভেঙে দেয় তাহলে সেই স্ট্যান্ডপোস্ট তুলে দেব ৷’’ বাড়ির ক্ষেত্রে স্টপ কর্ক ব্যবহারের কথা জানান তিনি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.