ETV Bharat / city

KP summons Nupur Sharma: এবার নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের - নূপুর শর্মাকে তলব

পয়গম্বর-মন্তব্য নিয়ে এ বার নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ (KP summons Nupur Sharma)৷ আগামী 20 জুন তাঁকে ডেকে পাঠিয়েছে নারকেলডাঙা থানার পুলিশ (Prophet Remarks Row)৷

prophet-remarks-row-kolkata-police-summons-nupur-sharma
এবার নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের
author img

By

Published : Jun 13, 2022, 1:28 PM IST

Updated : Jun 13, 2022, 1:42 PM IST

কলকাতা, 13 জুন: পয়গম্বর-মন্তব্য ইস্যুতে এ বার নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ (KP summons Nupur Sharma)৷ আগামী 20 জুন তাঁকে নারকেলডাঙা থানায় ডেকে পাঠানো হয়েছে (Prophet Remarks Row)৷

বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে এ রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাওড়া ও মুর্শিদাবাদে অশান্তি ছড়িয়েছে ৷ তারই প্রেক্ষিতে এ বার নারকেলডাঙা থানার পুলিশ সমন পাঠাল নূপুর শর্মাকে (Kolkata Police summons Nupur Sharma)৷ তাঁকে আগামী 20 জুন নারকেলডাঙা থানায় তলব করা হয়েছে বলে জানান কলকাতা পুলিশের ডিসি(ইএসডি) প্রিয়ব্রত রায় । তবে তিনি ওই দিন হাজিরা দেবেন কি না তা জানা যায়নি ।

আরও পড়ুন: Prophet Remarks Row: পর পর এফআইআর, নূপুর-নবীনকে ডেকে পাঠাল ভিওয়ান্ডি পুলিশ

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে অশান্তি ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ হাওড়ার গ্রামীণ এলাকার ডোমজুর, সলপ, ধূলাগড়-সহ একাধিক জায়গায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে । এই ঘটনায় হাওড়ার গ্রামীণ পুলিশ সুপার সৌম্য রায় এবং হাওড়া কমিশনারেটের সিপি সি সুধাকরকে সরিয়ে দেওয়া হয়েছে । অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশেও ৷

কলকাতা, 13 জুন: পয়গম্বর-মন্তব্য ইস্যুতে এ বার নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ (KP summons Nupur Sharma)৷ আগামী 20 জুন তাঁকে নারকেলডাঙা থানায় ডেকে পাঠানো হয়েছে (Prophet Remarks Row)৷

বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে এ রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাওড়া ও মুর্শিদাবাদে অশান্তি ছড়িয়েছে ৷ তারই প্রেক্ষিতে এ বার নারকেলডাঙা থানার পুলিশ সমন পাঠাল নূপুর শর্মাকে (Kolkata Police summons Nupur Sharma)৷ তাঁকে আগামী 20 জুন নারকেলডাঙা থানায় তলব করা হয়েছে বলে জানান কলকাতা পুলিশের ডিসি(ইএসডি) প্রিয়ব্রত রায় । তবে তিনি ওই দিন হাজিরা দেবেন কি না তা জানা যায়নি ।

আরও পড়ুন: Prophet Remarks Row: পর পর এফআইআর, নূপুর-নবীনকে ডেকে পাঠাল ভিওয়ান্ডি পুলিশ

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে অশান্তি ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ হাওড়ার গ্রামীণ এলাকার ডোমজুর, সলপ, ধূলাগড়-সহ একাধিক জায়গায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে । এই ঘটনায় হাওড়ার গ্রামীণ পুলিশ সুপার সৌম্য রায় এবং হাওড়া কমিশনারেটের সিপি সি সুধাকরকে সরিয়ে দেওয়া হয়েছে । অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশেও ৷

Last Updated : Jun 13, 2022, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.