ETV Bharat / city

রাজ্যে আজ ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা

রাজ্যে আজ বিকেল থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 8, 2019, 6:12 PM IST

Updated : Apr 8, 2019, 7:21 PM IST

কলকাতা, 8 এপ্রিল : রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলোতে আজ বিকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। ঘণ্টায় 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32. 5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আগামী 24 ঘন্টা তাপমাত্রা 32 ও 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আজ আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলোতে 2-3 ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে গত দু'দিনের তুলনায় ঝড়বৃষ্টির তীব্রতা কম হবে।"

কলকাতা, 8 এপ্রিল : রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলোতে আজ বিকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। ঘণ্টায় 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32. 5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আগামী 24 ঘন্টা তাপমাত্রা 32 ও 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আজ আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলোতে 2-3 ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে গত দু'দিনের তুলনায় ঝড়বৃষ্টির তীব্রতা কম হবে।"

Intro:50 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া , পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সন্ধ্যের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোন সর্তকতা এই মুহূর্তে জারি করেনি আলিপুর আবহাওয়া অফিস।


Body:আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়ো হাওয়ার ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যদি এক মিনিটের বেশি স্থায়ী হয় তখন তাকে কালবৈশাখী বলা হয়। আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী কালকের পর থেকে অবস্থার উন্নতি হবে ঝড় বৃষ্টির পরিমাণ ক্রমশ কমে আসবে। উত্তরবঙ্গের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।


Conclusion:উড়িষ্যা ও ছত্রিশগড়ের ওপর তৈরি ঘূর্ণাবর্ত ক্রমশ সরে বাংলাদেশ কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে। সমুদ্র থেকে আসা জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি চলছে রাজ্যেজুরে। তবে ঘূর্ণাবর্ত ক্রমশ বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ ক্রমশ কমে আসবে। আগামীকাল থেকে অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32. 5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে তিনটি কম। সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আগামী 24 ঘন্টা তাপমাত্রা 32 ও 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
Last Updated : Apr 8, 2019, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.