ETV Bharat / city

Private Universities in Bengal : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে আনতে পারে রাজ্য - মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভা ৷ তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদ থেকেও রাজ্যপালকে সরাতে উদ্যোগী হল রাজ্য সরকার ৷ প্রশাসন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে (Private universities in Bengal may have education minister as a visitor) ৷

private-universities-in-bengal-may-have-an-education-minister-as-a-visitor
Private Universities in Bengal : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে আনতে পারে রাজ্য
author img

By

Published : May 28, 2022, 4:32 PM IST

কলকাতা, 28 মে : রাজ্যের বিশ্ববিদ্যালগুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর উদ্যোগ ইতিমধ্যেই শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকার ৷ সেই নিয়ে বিতর্ক চলছে গত দু’দিন ধরে ৷ তার মধ্যে শিক্ষাক্ষেত্রে তৈরি হল নতুন বিতর্ক ৷ এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও রাজ্যপালকে সরাতে উঠে পড়ে লাগল সরকার (Private universities in Bengal may have education minister as a visitor) ৷

প্রশাসনিক সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্র জানাচ্ছে যে রাজ্যপালের বদলে শিক্ষামন্ত্রীকে বেসরকারি বিশ্ববিদ্যালগুলির ভিজিটর পদে বসাতে চায় রাজ্য সরকার ৷ সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনাও হয়েছে ৷ তবে সরকারি ভাবে প্রকাশ্যে এই নিয়ে কোনও ঘোষণা করা হয়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে শিক্ষাক্ষেত্র নিয়ে এই বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার ৷ সেদিন পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠক হয়৷ ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্য়ের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হবে রাজ্যপালের নাম ৷ সেই জায়গায় আচার্য করা হবে মুখ্যমন্ত্রী ৷ পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) ঘোষণাও করেন সরকারের এই সিদ্ধান্ত ৷

সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে এই নিয়ে বিল পেশ করা হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ সেখানে মুখ্যমন্ত্রীকে আচার্য করার কথা উল্লেখ থাকবে ৷ তেমনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দেওয়ার বিষয়টিও উল্লেখ থাকতে পারে ৷ তাই শেষ পর্যন্ত কী হয়, তার জন্য বিল পেশ পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷

প্রসঙ্গত, এই রাজ্যের রাজ্যপাল পদে আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে বারবার সঙ্ঘাত লেগেছে জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ শিক্ষাক্ষেত্র নিয়েও একাধিকবার দু’পক্ষের মধ্যে গোলমাল হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের রাজভবনে বৈঠকে ডেকেছেন রাজ্যপাল, আর সেখানে কেউই যাননি, এমন ঘটনাও ঘটেছে ৷ ফলে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যে রাজভবন ও নবান্নের মধ্যে নতুন সঙ্ঘাতের সূচনা করল, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন : CM as Chancellor of Universities : এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

কলকাতা, 28 মে : রাজ্যের বিশ্ববিদ্যালগুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর উদ্যোগ ইতিমধ্যেই শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকার ৷ সেই নিয়ে বিতর্ক চলছে গত দু’দিন ধরে ৷ তার মধ্যে শিক্ষাক্ষেত্রে তৈরি হল নতুন বিতর্ক ৷ এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও রাজ্যপালকে সরাতে উঠে পড়ে লাগল সরকার (Private universities in Bengal may have education minister as a visitor) ৷

প্রশাসনিক সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্র জানাচ্ছে যে রাজ্যপালের বদলে শিক্ষামন্ত্রীকে বেসরকারি বিশ্ববিদ্যালগুলির ভিজিটর পদে বসাতে চায় রাজ্য সরকার ৷ সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনাও হয়েছে ৷ তবে সরকারি ভাবে প্রকাশ্যে এই নিয়ে কোনও ঘোষণা করা হয়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে শিক্ষাক্ষেত্র নিয়ে এই বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার ৷ সেদিন পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠক হয়৷ ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্য়ের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হবে রাজ্যপালের নাম ৷ সেই জায়গায় আচার্য করা হবে মুখ্যমন্ত্রী ৷ পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) ঘোষণাও করেন সরকারের এই সিদ্ধান্ত ৷

সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে এই নিয়ে বিল পেশ করা হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ সেখানে মুখ্যমন্ত্রীকে আচার্য করার কথা উল্লেখ থাকবে ৷ তেমনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দেওয়ার বিষয়টিও উল্লেখ থাকতে পারে ৷ তাই শেষ পর্যন্ত কী হয়, তার জন্য বিল পেশ পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷

প্রসঙ্গত, এই রাজ্যের রাজ্যপাল পদে আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে বারবার সঙ্ঘাত লেগেছে জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ শিক্ষাক্ষেত্র নিয়েও একাধিকবার দু’পক্ষের মধ্যে গোলমাল হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের রাজভবনে বৈঠকে ডেকেছেন রাজ্যপাল, আর সেখানে কেউই যাননি, এমন ঘটনাও ঘটেছে ৷ ফলে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যে রাজভবন ও নবান্নের মধ্যে নতুন সঙ্ঘাতের সূচনা করল, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন : CM as Chancellor of Universities : এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.