ETV Bharat / city

private bus fare : এখনই বাড়ছে না বেসরকারি বাসের ভাড়া, কড়া বার্তা নবান্নের - ফিরহাদ হাকিম

এখনই বাড়ছে না বেসরকারি বাসের ভাড়া ৷ সোমবার নবান্নের তরফ থেকে একথা জানিয়ে দিয়েছেন রাজ্য়ের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ৷ এদিন বাসমালিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য়ের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ বাস মালিকদের প্রতি তাঁর বার্তা, আগে রাস্তায় বাস পরিষেবা স্বাভাবিক হোক, তারপর ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা করা যাবে ৷ মালিক পক্ষ অবশ্য অবিলম্বে এই বিষয়ে সরকারের পদক্ষেপ দাবি করেছে ৷

private bus fare can not increase now, transport minister Firhad Hakim says to bus owners
private bus fare : এখনই বাড়ছে না বেসরকারি বাসের ভাড়া, কড়া বার্তা নবান্নের
author img

By

Published : Jul 5, 2021, 5:53 PM IST

Updated : Jul 5, 2021, 6:40 PM IST

কলকাতা, 5 জুলাই : বাস মালিকরা আবেদন জানালেও এখনই বাড়ছে না বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া ৷ বদলে অবিলম্বে পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ নবান্নের ৷ সোমবার বাস মালিকদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ সূত্রের খবর, সেই বৈঠকে ভাড়া বাড়ানোর আবেদন তোলেন বাস মালিকরা ৷ কিন্তু ফিরহাদ জানান, এখনই সেটা সম্ভব নয় ৷ তাঁর স্পষ্ট বার্তা, আগে বাস মালিকরা রাস্তায় বাস নামান ৷ তারপর ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে ৷ এমনকী, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা বলারও প্রতিশ্রুতি দেন ফিরহাদ ৷

এদিন দুপুর 1 টা থেকে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন ফিরহাদ ৷ সেখানে উপস্থিত ছিলেন বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি স্বর্ণকমল সাহা ৷ উপস্থিত ছিলেন অন্যান্য় বাস মালিক সংগঠনের প্রতিনিধিরাও ৷ তাঁরা অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির দাবি জানালে পাল্টা বিকল্প পথে আয় বাড়ানোর দাওয়াই দেন মন্ত্রী ৷ একই প্রস্তাব দিয়েছেন রাজ্য়ের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (H. K. Dwivedi) ৷

আরও পড়ুন : করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও চলবে না বাস, ভাড়া বৃদ্ধি নিয়ে হুঁশিয়ারি মালিকদের

সূত্রের খবর, পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠক চলাকালীনই বাস ভাড়া বৃদ্ধির ইস্য়ুতে কড়া বার্তা দেয় নবান্ন ৷ রাজ্য়ের হয়ে মুখ্যসচিব জানান, কোনও অবস্থাতেই এখন বাস ভাড়া বাড়ানো সম্ভব নয় ৷ বদলে বাস মালিকদের আর্থিক স্বস্তি দিতে কর মকুবের পথে হাঁটতে পারে রাজ্য সরকার ৷ সেক্ষেত্রে আপাতত রোড ট্য়াক্স বাদে অন্যান্য় করা সাময়িকভাবে মকুব করা হতে পারে ৷ তবে রাজ্য়ের এই পরামর্শে কি আদৌ পরিষেবা শুরু করতে পারবেন বাস মালিকরা ? সেই প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি ৷ এদিন পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাস মালিকরা নিজেদের মধ্যেও একটি বৈঠক করেন ৷ তাঁদের তরফে জানানো হয়, বাস চালাতে গেলে আয় ও ব্য়ায়ের মধ্যে সামঞ্জস্য থাকা বাঞ্ছনীয় ৷

তথ্য বলছে, সোমবার কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ছিল 92 টাকা 27 পয়সা ৷ অথচ সরকারি নিয়ম মাফিক, এখনও বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া 7 টাকা ৷ এর উপর যদি করোনার বিধিনিষেধ মানতে হয়, তাহলে বাস চালিয়ে সব খরচটুকুও উঠবে না ৷ সেখানে মুনাফা লাভ তো দূরের কথা ৷

বাস মালিকরা জানিয়েছেন, দেশের অন্যান্য় রাজ্যে যে হারে প্রতি ধাপে (কিলোমিটার পিছু) বাসের ভাড়া বাড়ানো হয়, এ রাজ্য়ে সেটা হয় না ৷ এদিন মন্ত্রীর হাতে সেই সব রাজ্য়ের ভাড়ার তালিকা তুলে দিয়েছেন তাঁরা ৷ এছাড়াও, বিভিন্ন সময় বাস ভাড়া বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলিরও প্রতিলিপি মন্ত্রীকে দেওয়া হয়েছে ৷ বাস মালিকদের সাফ কথা, সমস্য়া সমাধানে অবিলম্বে সরকারকে হস্তক্ষেপ করতে হবে ৷

আরও পড়ুন : ভাড়া বৃদ্ধি নিয়ে নতুন কমিটির উপর আস্থা নেই বাস মালিকদের একাংশের

এই অবস্থায় সিঁদুরে মেঘ দেখছে আমজনতা ৷ ইতিমধ্যেই করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য় সরকার ৷ অধিকাংশ বেসরকারি অফিসই খুলে গিয়েছে ৷ খুলেছে দোকান, বাজার ৷ অথচ ট্রেন, মেট্রো পরিষেবা বন্ধ ৷ সরকার বলছে, স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে ৷ অথচ রাস্তায় বেরোলে বাসের দেখা মিলছে না ৷ সোমবারের বৈঠকও সেই দিক দিয়ে কার্যত নিষ্ফলা ৷ এই অবস্থায় দুর্ভোগ বাড়ার আশঙ্কা করছে আমজনতা ৷

মন্ত্রী বলছেন, করোনা আবহে মানুষের রোজগার কমেছে বলেই বাসের ভাড়া বাড়িয়ে সাধারণের বোঝা বাড়াতে চাইছেন না তাঁরা ৷ অন্যদিকে, 100 ছুঁই ছুঁই দরে ডিজেল কিনে পরিষেবা চালু রাখতে অপারগ বাস মালিকরাও ৷ বাস বন্ধে রুজি বন্ধ কয়েক লাখ পরিবহণ শ্রমিকের ৷ এদিকে, বাসের অনুপস্থিতিতে বাড়তি কড়ি গুনে অন্যান্য যানে গন্তব্যে পৌঁছতে হচ্ছে নিত্যযাত্রীদের ৷ তাতে খরচ যেমন বাড়ছে, তেমনই বাড়ছে করোনা সংক্রমণের আশঙ্কা ৷ কারণ, অধিকাংশ ক্ষেত্রেই এইসব বিকল্প ব্যবস্থায় শিকেয় উঠছে কোভিডবিধি ৷

কলকাতা, 5 জুলাই : বাস মালিকরা আবেদন জানালেও এখনই বাড়ছে না বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া ৷ বদলে অবিলম্বে পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ নবান্নের ৷ সোমবার বাস মালিকদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ সূত্রের খবর, সেই বৈঠকে ভাড়া বাড়ানোর আবেদন তোলেন বাস মালিকরা ৷ কিন্তু ফিরহাদ জানান, এখনই সেটা সম্ভব নয় ৷ তাঁর স্পষ্ট বার্তা, আগে বাস মালিকরা রাস্তায় বাস নামান ৷ তারপর ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে ৷ এমনকী, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা বলারও প্রতিশ্রুতি দেন ফিরহাদ ৷

এদিন দুপুর 1 টা থেকে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন ফিরহাদ ৷ সেখানে উপস্থিত ছিলেন বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি স্বর্ণকমল সাহা ৷ উপস্থিত ছিলেন অন্যান্য় বাস মালিক সংগঠনের প্রতিনিধিরাও ৷ তাঁরা অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির দাবি জানালে পাল্টা বিকল্প পথে আয় বাড়ানোর দাওয়াই দেন মন্ত্রী ৷ একই প্রস্তাব দিয়েছেন রাজ্য়ের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (H. K. Dwivedi) ৷

আরও পড়ুন : করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও চলবে না বাস, ভাড়া বৃদ্ধি নিয়ে হুঁশিয়ারি মালিকদের

সূত্রের খবর, পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠক চলাকালীনই বাস ভাড়া বৃদ্ধির ইস্য়ুতে কড়া বার্তা দেয় নবান্ন ৷ রাজ্য়ের হয়ে মুখ্যসচিব জানান, কোনও অবস্থাতেই এখন বাস ভাড়া বাড়ানো সম্ভব নয় ৷ বদলে বাস মালিকদের আর্থিক স্বস্তি দিতে কর মকুবের পথে হাঁটতে পারে রাজ্য সরকার ৷ সেক্ষেত্রে আপাতত রোড ট্য়াক্স বাদে অন্যান্য় করা সাময়িকভাবে মকুব করা হতে পারে ৷ তবে রাজ্য়ের এই পরামর্শে কি আদৌ পরিষেবা শুরু করতে পারবেন বাস মালিকরা ? সেই প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি ৷ এদিন পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাস মালিকরা নিজেদের মধ্যেও একটি বৈঠক করেন ৷ তাঁদের তরফে জানানো হয়, বাস চালাতে গেলে আয় ও ব্য়ায়ের মধ্যে সামঞ্জস্য থাকা বাঞ্ছনীয় ৷

তথ্য বলছে, সোমবার কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ছিল 92 টাকা 27 পয়সা ৷ অথচ সরকারি নিয়ম মাফিক, এখনও বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া 7 টাকা ৷ এর উপর যদি করোনার বিধিনিষেধ মানতে হয়, তাহলে বাস চালিয়ে সব খরচটুকুও উঠবে না ৷ সেখানে মুনাফা লাভ তো দূরের কথা ৷

বাস মালিকরা জানিয়েছেন, দেশের অন্যান্য় রাজ্যে যে হারে প্রতি ধাপে (কিলোমিটার পিছু) বাসের ভাড়া বাড়ানো হয়, এ রাজ্য়ে সেটা হয় না ৷ এদিন মন্ত্রীর হাতে সেই সব রাজ্য়ের ভাড়ার তালিকা তুলে দিয়েছেন তাঁরা ৷ এছাড়াও, বিভিন্ন সময় বাস ভাড়া বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলিরও প্রতিলিপি মন্ত্রীকে দেওয়া হয়েছে ৷ বাস মালিকদের সাফ কথা, সমস্য়া সমাধানে অবিলম্বে সরকারকে হস্তক্ষেপ করতে হবে ৷

আরও পড়ুন : ভাড়া বৃদ্ধি নিয়ে নতুন কমিটির উপর আস্থা নেই বাস মালিকদের একাংশের

এই অবস্থায় সিঁদুরে মেঘ দেখছে আমজনতা ৷ ইতিমধ্যেই করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য় সরকার ৷ অধিকাংশ বেসরকারি অফিসই খুলে গিয়েছে ৷ খুলেছে দোকান, বাজার ৷ অথচ ট্রেন, মেট্রো পরিষেবা বন্ধ ৷ সরকার বলছে, স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে ৷ অথচ রাস্তায় বেরোলে বাসের দেখা মিলছে না ৷ সোমবারের বৈঠকও সেই দিক দিয়ে কার্যত নিষ্ফলা ৷ এই অবস্থায় দুর্ভোগ বাড়ার আশঙ্কা করছে আমজনতা ৷

মন্ত্রী বলছেন, করোনা আবহে মানুষের রোজগার কমেছে বলেই বাসের ভাড়া বাড়িয়ে সাধারণের বোঝা বাড়াতে চাইছেন না তাঁরা ৷ অন্যদিকে, 100 ছুঁই ছুঁই দরে ডিজেল কিনে পরিষেবা চালু রাখতে অপারগ বাস মালিকরাও ৷ বাস বন্ধে রুজি বন্ধ কয়েক লাখ পরিবহণ শ্রমিকের ৷ এদিকে, বাসের অনুপস্থিতিতে বাড়তি কড়ি গুনে অন্যান্য যানে গন্তব্যে পৌঁছতে হচ্ছে নিত্যযাত্রীদের ৷ তাতে খরচ যেমন বাড়ছে, তেমনই বাড়ছে করোনা সংক্রমণের আশঙ্কা ৷ কারণ, অধিকাংশ ক্ষেত্রেই এইসব বিকল্প ব্যবস্থায় শিকেয় উঠছে কোভিডবিধি ৷

Last Updated : Jul 5, 2021, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.