ETV Bharat / city

Virtual Meeting for Prisoners : করোনা আবহে জেলবন্দিদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ হবে পরিবারের - Coronavirus

করোনা আবহে জেলবন্দিদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ করতে পারবেন তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয়রা (Virtual Meeting for Prisoners) ৷ এই ব্যবস্থাপনার নাম দেওয়া হয়েছে ‘ই-মুলাকাত’ ৷

prisoners can meet their family members virtually during covid period
Virtual Meeting for Prisoners : করোনা আবহে জেলবন্দিদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ হবে পরিবারের
author img

By

Published : Jan 9, 2022, 7:28 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : করোনাকালেও সংশোধনাগারের আবাসিকদের সঙ্গে যাতে তাঁদের পরিবারের সদস্যরা ‘দেখা করতে’ পারেন এবং তাঁদের সঙ্গে ‘সামনা সামনি’ কথা বলতে পারেন, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের কারা দফতর ৷ দু’পক্ষের মধ্যে অনলাইন সাক্ষাতের (Virtual Meeting for Prisoners) ব্যবস্থা করা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে ৷ এত দিন সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সংশোধনাগারের আবাসিকদের সঙ্গে দেখা করতে পারতেন তাঁদের পরিবারের সদস্যরা ৷ এবার থেকে অনলাইনে বাড়ি বসেই 10 মিনিটের সেই সাক্ষাৎ সারতে পারবেন বন্দিদের পরিবারের সদস্য ও আত্মীয়রা ৷ এই ব্যবস্থাপনার নাম দেওয়া হয়েছে ‘ই-মুলাকাত’ ৷

আরও পড়ুন : Presidency Jail : প্রেসিডেন্সি সংশোধনাগারের আভ্যন্তরীণ নিরাপত্তায় বড়সড় পরিবর্তন

রাজ্যের এডিজি (কারা বিভাগ) পীযূষ পান্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সংশোধনাগারের আবাসিকদের সঙ্গে কথা বলতে পারবেন তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয়রা ৷ রাজ্যজুড়ে করোনার দাপট বেড়েছ (Covid surge in West Bengal) ৷ তাই এই মুহূর্তে জেলবন্দিদের সঙ্গে পরিজনদের নিয়মিত সাক্ষাৎ করানো সম্ভব নয় ৷ এই প্রেক্ষাপটে ই-মুলাকাত একটি অত্যন্ত সময়োপযোগী ব্যবস্থা বলেই মনে করেন পীযূষ ৷ তাঁর আশা, এতে জেলের আবাসিক ও তাঁদের পরিবার, দু’পক্ষই খুশি হবে ৷

তবে এই নয়া পদ্ধতি এখনও সেভাবে সাড়া ফেলতে পারেনি বলে দাবি সূত্রের ৷ রাজ্যেরই একটি সংশোধনাগারের সুপার এই প্রসঙ্গে জানান, নয়া ব্যবস্থা চালু হওয়ার পরও অধিকাংশ আবাসিকেরই বাড়ির লোকেরা সংশোধনাগারের ফটকের বাইরে এসে ভিড় জমাচ্ছেন ৷ তাঁদের সুবিধার জন্য পোস্টারিংও শুরু করেছে জেল প্রশাসন ৷

আরও পড়ুন : Narayani Sena Arrest : 271 জন নারায়ণী সেনাকে নিয়ে ফাঁপরে জেল কর্তৃপক্ষ

একইসঙ্গে, অনলাইন সাক্ষাৎ করাতে গিয়ে সংশোধনাগারের অন্দরের গোপন তথ্য যাতে বাইরে ফাঁস না হয়ে যায়, সেই বিষয়টিও নজরে রাখতে হচ্ছে প্রশাসনকে ৷ সূত্রের খবর, আবাসিক পরিজনরা চাইলেই অনলাইনে প্রিয়জনের দেখা পাবেন না ৷ তার জন্য তাঁদের অনেকগুলি ধাপ পেরিয়ে আসতে হবে ৷ সংশোধনাগারের আবাসিকদের পরিজনদের প্রথমেই কেন্দ্রীয় সরকারি একটি ওয়েবসাইটে লগ ইন করতে হবে ৷ এরপর সংশ্লিষ্ট কয়েদি এবং নিজের সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেশ করতে হবে ৷ জমা দিতে হবে পরিচয়পত্র-সহ বিভিন্ন নথি ৷ তারপর নথিভুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ৷ সেই ওটিপি ব্যবহার করেই ভার্চুয়ালি ওই কয়েদির সঙ্গে দেখা করার এবং কথা বলার সুযোগ পাবেন তাঁর পরিবারের সদস্যরা ৷ এর জন্য মাত্র 10 মিনিট সময় পাবেন তাঁরা ৷

কলকাতা, 9 জানুয়ারি : করোনাকালেও সংশোধনাগারের আবাসিকদের সঙ্গে যাতে তাঁদের পরিবারের সদস্যরা ‘দেখা করতে’ পারেন এবং তাঁদের সঙ্গে ‘সামনা সামনি’ কথা বলতে পারেন, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের কারা দফতর ৷ দু’পক্ষের মধ্যে অনলাইন সাক্ষাতের (Virtual Meeting for Prisoners) ব্যবস্থা করা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে ৷ এত দিন সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সংশোধনাগারের আবাসিকদের সঙ্গে দেখা করতে পারতেন তাঁদের পরিবারের সদস্যরা ৷ এবার থেকে অনলাইনে বাড়ি বসেই 10 মিনিটের সেই সাক্ষাৎ সারতে পারবেন বন্দিদের পরিবারের সদস্য ও আত্মীয়রা ৷ এই ব্যবস্থাপনার নাম দেওয়া হয়েছে ‘ই-মুলাকাত’ ৷

আরও পড়ুন : Presidency Jail : প্রেসিডেন্সি সংশোধনাগারের আভ্যন্তরীণ নিরাপত্তায় বড়সড় পরিবর্তন

রাজ্যের এডিজি (কারা বিভাগ) পীযূষ পান্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সংশোধনাগারের আবাসিকদের সঙ্গে কথা বলতে পারবেন তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয়রা ৷ রাজ্যজুড়ে করোনার দাপট বেড়েছ (Covid surge in West Bengal) ৷ তাই এই মুহূর্তে জেলবন্দিদের সঙ্গে পরিজনদের নিয়মিত সাক্ষাৎ করানো সম্ভব নয় ৷ এই প্রেক্ষাপটে ই-মুলাকাত একটি অত্যন্ত সময়োপযোগী ব্যবস্থা বলেই মনে করেন পীযূষ ৷ তাঁর আশা, এতে জেলের আবাসিক ও তাঁদের পরিবার, দু’পক্ষই খুশি হবে ৷

তবে এই নয়া পদ্ধতি এখনও সেভাবে সাড়া ফেলতে পারেনি বলে দাবি সূত্রের ৷ রাজ্যেরই একটি সংশোধনাগারের সুপার এই প্রসঙ্গে জানান, নয়া ব্যবস্থা চালু হওয়ার পরও অধিকাংশ আবাসিকেরই বাড়ির লোকেরা সংশোধনাগারের ফটকের বাইরে এসে ভিড় জমাচ্ছেন ৷ তাঁদের সুবিধার জন্য পোস্টারিংও শুরু করেছে জেল প্রশাসন ৷

আরও পড়ুন : Narayani Sena Arrest : 271 জন নারায়ণী সেনাকে নিয়ে ফাঁপরে জেল কর্তৃপক্ষ

একইসঙ্গে, অনলাইন সাক্ষাৎ করাতে গিয়ে সংশোধনাগারের অন্দরের গোপন তথ্য যাতে বাইরে ফাঁস না হয়ে যায়, সেই বিষয়টিও নজরে রাখতে হচ্ছে প্রশাসনকে ৷ সূত্রের খবর, আবাসিক পরিজনরা চাইলেই অনলাইনে প্রিয়জনের দেখা পাবেন না ৷ তার জন্য তাঁদের অনেকগুলি ধাপ পেরিয়ে আসতে হবে ৷ সংশোধনাগারের আবাসিকদের পরিজনদের প্রথমেই কেন্দ্রীয় সরকারি একটি ওয়েবসাইটে লগ ইন করতে হবে ৷ এরপর সংশ্লিষ্ট কয়েদি এবং নিজের সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেশ করতে হবে ৷ জমা দিতে হবে পরিচয়পত্র-সহ বিভিন্ন নথি ৷ তারপর নথিভুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ৷ সেই ওটিপি ব্যবহার করেই ভার্চুয়ালি ওই কয়েদির সঙ্গে দেখা করার এবং কথা বলার সুযোগ পাবেন তাঁর পরিবারের সদস্যরা ৷ এর জন্য মাত্র 10 মিনিট সময় পাবেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.