ETV Bharat / city

কলেজে নতুন মূর্তি বসানোর নির্দেশ রাজ্যপালের - Vidyasagar Statue

বিদ্যাসাগর কলেজে যে স্থানে মূর্তিটি ছিল, সেই স্থানেই নতুন করে বিশ্বিবদ্যালয়কে একটি মূর্তি বসানোর নির্দেশ দিলেন রাজ্যপাল ।

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী
author img

By

Published : May 16, 2019, 10:20 AM IST

কলকাতা, 16 মে : বিদ্যাসাগরের নতুন মূর্তি বাসনোর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিলেন উপাচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । রাজভবনের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়, বিদ্যাসাগর কলেজে যে স্থানে মূর্তিটি ছিল, সেই স্থানেই নতুন করে বিশ্বিবদ্যালয়কে একটি মূর্তি বসাতে হবে ।

14 মে বহিরাগত দুষ্কৃতীরা বিদ্যাসাগর কলেজে ঢুকে হামলা চালায় । ভেঙে দেয় কলেজ প্রতিষ্ঠাতার মূর্তি । এই ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন রাজ্যপাল । বিবৃতিতে জানান, অভিযুক্তদের কঠোর শাস্তি হওয়া উচিত ।

গত মঙ্গলবার অমিত শাহ-র প্রচার বিদ্যাসাগর কলেজের সামনে BJP কর্মী-সমর্থক ও TMCP-র সদস্যদের মধ্যে সংঘর্ষ হয় । সেই সংঘর্ষের জেরেই ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি । এই ঘটনায় BJP ও TMCP একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে । গতকাল রাজ্যপালের সচিব মানব বন্দ্যোপাধ্যায় প্রেস বিবৃতিটি পেশ করেন ।

কলকাতা, 16 মে : বিদ্যাসাগরের নতুন মূর্তি বাসনোর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিলেন উপাচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । রাজভবনের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়, বিদ্যাসাগর কলেজে যে স্থানে মূর্তিটি ছিল, সেই স্থানেই নতুন করে বিশ্বিবদ্যালয়কে একটি মূর্তি বসাতে হবে ।

14 মে বহিরাগত দুষ্কৃতীরা বিদ্যাসাগর কলেজে ঢুকে হামলা চালায় । ভেঙে দেয় কলেজ প্রতিষ্ঠাতার মূর্তি । এই ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন রাজ্যপাল । বিবৃতিতে জানান, অভিযুক্তদের কঠোর শাস্তি হওয়া উচিত ।

গত মঙ্গলবার অমিত শাহ-র প্রচার বিদ্যাসাগর কলেজের সামনে BJP কর্মী-সমর্থক ও TMCP-র সদস্যদের মধ্যে সংঘর্ষ হয় । সেই সংঘর্ষের জেরেই ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি । এই ঘটনায় BJP ও TMCP একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে । গতকাল রাজ্যপালের সচিব মানব বন্দ্যোপাধ্যায় প্রেস বিবৃতিটি পেশ করেন ।

Srikakulam (Andhra Pradesh), May 02 (ANI): Seven people got severely injured, when country-made bombs accidentally exploded in a rented house in AP's Srikakulam on Wednesday. According to local people, some unidentified people were making bombs for the hunting of wild boars, which accidentally exploded, partially destroying the house and injuring seven people. The blast took place in a rented house at Yatapet village, Etcherla Mandal, Srikakulam. All the seven people were taken to RIMS hospital, Srikakulam, where the condition of two is reported to be critical, according to the doctors.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.