ETV Bharat / city

রাষ্ট্রপতি শাসনের দোরগোড়ায় রাজ্য : বাবুল - tmc

রাষ্ট্রপতি শাসনের জন্য দোরগোড়ায় পৌঁছে গেছে রাজ্য । কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে BJP ক্ষমতায় আসতে চায় না । কারণ, মানুষের সমর্থন রয়েছে । আসানসোলের ঘটনা প্রসঙ্গে রাজ্য BJP-র সদর দপ্তরে এমনই মন্তব্য করলেন সাংসদ বাবুল সুপ্রিয় ।

BJP রাজ্য সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয়
author img

By

Published : Jul 7, 2019, 8:49 AM IST

Updated : Jul 7, 2019, 9:12 AM IST

কলকাতা, 7 জুলাই: পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের জন্য কোয়ালিফায়েড মমতা বন্দ্যোপাধ্যায় সরকার । তবে রাষ্ট্রপতি শাসন জারি করে BJP ক্ষমতায় আসতে চায় না । আসানসোলের ঘটনা প্রসঙ্গে BJP-র রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে একথাই বললেন সাংসদ বাবলু সুপ্রিয় ।

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাবলু সুপ্রিয় । তিনি সাংবাদিক বৈঠকে বলেন, "রাষ্ট্রপতি শাসনের দোরগোড়ায় পৌঁছে গেছে রাজ্য । কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে BJP ক্ষমতায় আসতে চায় না । কারণ, মানুষের সমর্থন রয়েছে । তাই রাষ্ট্রপতি শাসন কেন জারি করা হবে ? তাছাড়া যদিও বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সিমপ্যাথি ভোট পাবেন না । সেটা ওঁর কাছে প্যাথেটিক ব্যাপার হবে ।"

ভিডিয়োয় শুনুন বাবুলের বক্তব্য

পাশাপাশি BJP সাংসদ অভিযোগ করেন, আসানসোলে যুব মোর্চার র‍্যালিতে পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও তৃণমূলের লোকজন মুখে কাপড় বেঁধে, হাতে অস্ত্র নিয়ে ঝামেলা করেছে। আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারির নির্দেশেই একাজ হয়েছে । এ ঘটনা ন্যক্কারজনক । তিনি বলেন, "কেউ কেউ বলছে, দিল্লিতে থাকাকালীন এই অশান্তিতে নাকি আমি মদত দিয়েছি। এটা সম্পূর্ণ ভুল। ট্যাংরা ও নবদ্বীপে জয়শ্রীরাম বলায় BJP-কর্মীকে মারধর করা হয়েছে । সারা রাজ্যজুড়ে এই ঘটনা ঘটছে ।"

আরও পড়ুন : বাবুলের মতো হনুমানের জন্য আসানসোলে খাঁচা তৈরি: জিতেন্দ্র

উল্লেখ্য গত শুক্রবার (5 জুন) আসানসোল পৌরনিগম অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় । BJP-কর্মীদের ঠেকাতে পুলিশ ব্যারিকেড দিলে তা ভেঙে পৌরনিগমের ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা । তখনই পুলিশ লাঠিচার্জ করে । পালটা BJP-র কর্মী-সমর্থকরা ইট-পাটকেল ছোড়ে । এই ঘটনায় গতকাল পুলিশ 10 জন BJP-কর্মীকে গ্রেপ্তার করে ।

কলকাতা, 7 জুলাই: পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের জন্য কোয়ালিফায়েড মমতা বন্দ্যোপাধ্যায় সরকার । তবে রাষ্ট্রপতি শাসন জারি করে BJP ক্ষমতায় আসতে চায় না । আসানসোলের ঘটনা প্রসঙ্গে BJP-র রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে একথাই বললেন সাংসদ বাবলু সুপ্রিয় ।

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাবলু সুপ্রিয় । তিনি সাংবাদিক বৈঠকে বলেন, "রাষ্ট্রপতি শাসনের দোরগোড়ায় পৌঁছে গেছে রাজ্য । কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে BJP ক্ষমতায় আসতে চায় না । কারণ, মানুষের সমর্থন রয়েছে । তাই রাষ্ট্রপতি শাসন কেন জারি করা হবে ? তাছাড়া যদিও বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সিমপ্যাথি ভোট পাবেন না । সেটা ওঁর কাছে প্যাথেটিক ব্যাপার হবে ।"

ভিডিয়োয় শুনুন বাবুলের বক্তব্য

পাশাপাশি BJP সাংসদ অভিযোগ করেন, আসানসোলে যুব মোর্চার র‍্যালিতে পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও তৃণমূলের লোকজন মুখে কাপড় বেঁধে, হাতে অস্ত্র নিয়ে ঝামেলা করেছে। আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারির নির্দেশেই একাজ হয়েছে । এ ঘটনা ন্যক্কারজনক । তিনি বলেন, "কেউ কেউ বলছে, দিল্লিতে থাকাকালীন এই অশান্তিতে নাকি আমি মদত দিয়েছি। এটা সম্পূর্ণ ভুল। ট্যাংরা ও নবদ্বীপে জয়শ্রীরাম বলায় BJP-কর্মীকে মারধর করা হয়েছে । সারা রাজ্যজুড়ে এই ঘটনা ঘটছে ।"

আরও পড়ুন : বাবুলের মতো হনুমানের জন্য আসানসোলে খাঁচা তৈরি: জিতেন্দ্র

উল্লেখ্য গত শুক্রবার (5 জুন) আসানসোল পৌরনিগম অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় । BJP-কর্মীদের ঠেকাতে পুলিশ ব্যারিকেড দিলে তা ভেঙে পৌরনিগমের ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা । তখনই পুলিশ লাঠিচার্জ করে । পালটা BJP-র কর্মী-সমর্থকরা ইট-পাটকেল ছোড়ে । এই ঘটনায় গতকাল পুলিশ 10 জন BJP-কর্মীকে গ্রেপ্তার করে ।

Intro:06-07-19


সুজয় ঘোষ, কলকাতা

কলকাতা: "পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসনের জন‍্য কোয়ালিফাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার" আজ বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে এই কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

"রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জন্য দোরগোড়ায় পৌচ্ছে গিয়েছে। কিন্ত আমরা চাই না মুখ্যমন্ত্রী সিমপ্যাথি ভোট পাক। তবে মুখ্যমন্ত্রীর কাছে সেটা সিমপ্যাথিক নয়, প্যাথিটিক হবে। সেটা আমরা চাই না। আগামী দিনে বিজেপি মানুষের ভোটেই ক্ষমতায় আসবে। এই বিষয়ে আমি অনেক বার ট‍্যুইট করেছি আমার খারাপ লাগে লজ্জা হয়। নিজেকে ছোট মনে হয়। আমরা রাষ্ট্রপতি শাসন জারি করে ক্ষমতায় আসতে চাই না"

মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক তিনি কাঠ মানি নিয়ে যেভাবে রাজ্যের মানুষের চোখ খুলে দিয়েছে তাতে স্বাগত জানাই কাটমানির জন্য প্রশান্ত কাজ করছে।



আজ সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয়ো অভিযোগ করেন,"গতকাল আসানসোলে যুব মোর্চার র‍্যালিতে পুলিশের অনুমতি থাকা সত্বেও তৃণমূল এর লোকজন মুখে কালো কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে ঝামেলা তৈরি করেছে। আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি নির্দশেই মানুষকে সব সময় চমকানো হচ্ছে। গতকালের ঘটনা ন্যক্কার
জনক। রাজ্য পুলিশের কোন মহিলা ছিল না পুরুষ পুলিশ দিয়ে মহিলাদের হেনস্থা করা হয়। আমি দিল্লিতে ছিলাম আমার নামে বলা হয়েছে এই অশান্তিতে নাকী আমি মদত দিয়েছি। এটা সম্পূন ভুল। টেংরা ও নবদ্বীপে জয় শ্রী রাম বলায় বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে । সারা রাজ্য জুড়ে এটা চলছে। সরকারি কাজ আসানসোলে হচ্ছে না। জল প্রকল্প থেকে শুরু করে কোন কিছুই করতে দিচ্ছে না শাসক দল"


Body:কপিConclusion:
Last Updated : Jul 7, 2019, 9:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.