কলকাতা, 13 অক্টোবর: প্রথম কলকাতা-আগরতলা এক্সপ্রেসের (Agartala-Kolkata Express Train) উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ আগরতলা থেকে আজ দুটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের উদ্বোধন করেন তিনি । এই দুটি ট্রেন হল - কলকাতা আগরতলা এক্সপ্রেস এবং আগরতলা খংসাং জনশতাব্দী এক্সপ্রেস । আজ সকাল 9টা নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধনী ট্রেনটি ছাড়লেন রাষ্ট্রপতি (President Droupadi Murmu)।
এতদিন গুয়াহাটি থেকে কলকাতা পর্যন্ত ট্রেনটি চলত ৷ এ বার তা আগরতলা পর্যন্ত যাবে । পাশাপাশি আগরতলা থেকে জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেস মণিপুরের খংসাং পর্যন্ত যাবে । নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে জানানো হয়েছে যে, এই দুটি ট্রেন আগামী 14 অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু করবে । প্রতি সপ্তাহে সোমবার, বুধবার ও শুক্রবার চলবে ট্রেন দুটি ।
আগরতলা খংসাং জনশতাব্দী এক্সপ্রেসের সম্প্রসারণের জন্য জিরিবাম-ইম্ফল নতুন লাইন তৈরি করা হয়েছে । স্বাভাবিকভাবে এই ট্রেনটি হওয়ার ফলে ওই অংশের সাধারণ মানুষ উপকৃত হবেন ৷ কারণ ট্রাম লাইন না থাকায় সড়ক পথে প্রায় 300 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগত প্রায় 16 ঘণ্টা এবং ট্রেনে সেই সফরের সময় লাগবে মাত্র 7 ঘণ্টা । এছাড়াও নতুন কোচগুলিতে হফমেন বুশ কোচ এবং একটি ভিস্টাডোম কোচ লাগানো হয়েছে । রাষ্ট্রপতি এই ভিস্টাডোম কোচটি ঘুরে দেখেন ।
আরও পড়ুন: কলকাতা ও আগরতলার মধ্যে চলবে স্পেশাল ট্রেন, রইল সময়-ভাড়ার খুঁটিনাটি
কলকাতা-আগরতলা এক্সপ্রেস ট্রেনটি ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর, নিউ হাফলং, মান্দারডিসা, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙ্গাইগাওঁ, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জং, কাটোয়া, নবদ্বীপ ধাম ও বান্ডেলে থামবে । ট্রেনটিতে একটি এসি ফার্স্ট ক্লাস, এসি-2টিয়ার, পাঁচটি এসি-3টিয়ার, ছয়টি স্লিপার ক্লাস, একটি জেনেরাল ক্লাস, সেকেন্ড ক্লাস ও দুইটি GSLR কোচ রয়েছে ।
আগরতলা খংসাং জনশতাব্দী এক্সপ্রেস - আগরতলা থেকে ভোর 6 টায় যাত্রা শুরু করবে । খংসাং পৌঁছবে দুপুর 1:40 মিনিটে । ফেরার সময় ট্রেনটি খংসাং থেকে দুপুর 2:40 মিনিটে ছেড়ে আগরতলা স্টেশন পৌঁছবে রাত 10টায় । এই ট্রেনটিতে একটি ভিস্টাডোম, একটি এসি চেয়ার কার, চারটি নন-এসি চেয়ার কার, একটি লাগেজ কাম পাওয়ার কার ও একটি গার্ড কাম লাগেজ কোচ আছে ।
প্রসঙ্গত, দুই দিনের সফরে বুধবার আগরতলা পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । রাষ্ট্রপতি ছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরার পর্যটন মন্ত্রী প্রণজিত সিংহ রায় সহ অন্যান্যরা ।