ETV Bharat / city

Prasenjit Chatterjee : চরম বিশৃঙ্খলা-অশান্তির মধ্যেই বজবজে ছবির প্রচার সারলেন 'বুম্বা দা' - চরম বিশৃঙ্খলা অশান্তি মাথায় করেই বজবজে ছবির প্রচার সারলেন বুম্বা দা

17 জুন মুক্তি পাচ্ছে 'আয় খুকু আয়' ৷ তার আগে শুক্রবার 'বুম্বা দা'-র ছবির প্রচার ঘিরে অনভিপ্রেত ঘটনার সাক্ষী থাকল বজবজ (Prasenjit Chatterjee faces mismanagement at BBIT) ৷ 'আয় খুকু আয়' ছবির প্রচারকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলার সাক্ষী হয় বজবজ ইন্সটিটিউট অফ টেকনোলজি (BBIT) চত্বর ৷

Prasenjit Chatterjee
চরম বিশৃঙ্খলা অশান্তি মাথায় করেই বজবজে ছবির প্রচার সারলেন প্রসেনজিৎ
author img

By

Published : Jun 10, 2022, 8:44 PM IST

Updated : Jun 10, 2022, 10:18 PM IST

কলকাতা, 10 জুন : 17 জুন মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ছবি 'আয় খুকু আয়'। যে ছবিতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ৷ যদিও তার আগে শুক্রবার 'বুম্বা দা'-র ছবির প্রচার ঘিরে অনভিপ্রেত ঘটনার সাক্ষী থাকল বজবজ (Prasenjit Chatterjee faces mismanagement at BBIT) ৷ 'আয় খুকু আয়' ছবির প্রচারকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলার সাক্ষী হয় বজবজ ইন্সটিটিউট অফ টেকনোলজি (BBIT) চত্বর ৷ যদিও অডিটোরিয়ামের বাইরে সেই বিশৃঙ্খলার আঁচ পোহাতে হয়নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ৷

দিতিপ্রিয়া লন্ডনে থাকায় আসতে না-পারলেও প্রসেনজিৎকে নিয়ে উৎসাহে কোনও ভাটা ছিল না এদিন ৷ বুম্বা দা এলেন, প্রচার সারলেন এবং মন জয় করলেন সকলের। মঞ্চে দাঁড়িয়ে অনুরাগীদের সঙ্গে তুললেন সেলফিও ৷ অনুষ্ঠান পরবর্তী সময় সব ঠিকই থাকলেও সেটাকে ছাপিয়ে অডিটোরিয়ামে ঢোকার মুখে চরম বিশৃঙ্খলা শিরোনামে জায়গা করে নিল ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অডিটোরিয়ামে ঢোকার মুহূর্তে এদিন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয় ৷ অভিনেতা অডিটোরিয়ামে ঢোকার সময় জনাকয়েক স্বেচ্ছাসেবক তাঁর পাশে দাঁড়িয়ে সেলফি নিলেও সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়ায় শুরু হয় প্রতিবাদ ৷

সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হলেও অডিটোরিয়ামের ভিতরে চরম অব্যবস্থার ছবি পরিলক্ষিত হয় ৷ অনুষ্ঠান শুরুর আগে থেকেই কাজ করছিল না এসি। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল বিদ্যুৎ। প্রচণ্ড গরমে ঘামছিলেন সকলেই। তার মধ্যেই চলছিল কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও অনুষ্ঠান শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়নি ৷ অভিনেতাকে অডিটোরিয়াম থেকে বের করে সরাসরি গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। দুই মহিলা সাংবাদিকের হেনস্থার ঘটনাও ঘটে ৷ অথচ এদিন কলেজের তরফেই সাদরে আমন্ত্রণ জানানো হয়েছিল সাংবাদিকদের। এমনকী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তরফেও ভিডিয়োবার্তায় আমন্ত্রণ জানানো হয়েছিল সাংবাদিকদের ৷

চরম বিশৃঙ্খলা-অশান্তির মধ্যেই বজবজে ছবির প্রচার সারলেন 'বুম্বা দা'

আরও পড়ুন : ভিড়, অকেজো এসি, লোডশেডিং ! প্রসেনজিতের অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা কলেজে

দিনকয়েক আগেই শহরে অনুষ্ঠান করতে এসে মৃত্যু হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র ৷ সেই ঘটনার পর নজরুল মঞ্চে অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলেন অনেকেই ৷ একই সুরে শাসক দলকে বিদ্ধ করে বিরোধীরাও ৷ নজরুল মঞ্চে যত আসন রয়েছে, তার থেকে বেশি দর্শকের উপস্থিতি, এসি কাজ না করা - এই নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলাও দায়ের হয়েছে ৷ এরই মধ্যে শহরের কলেজে ফের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে অব্যবস্থার ঘটনায় আবারও গাফিলতির প্রশ্ন সামনে এল ৷

কলকাতা, 10 জুন : 17 জুন মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ছবি 'আয় খুকু আয়'। যে ছবিতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ৷ যদিও তার আগে শুক্রবার 'বুম্বা দা'-র ছবির প্রচার ঘিরে অনভিপ্রেত ঘটনার সাক্ষী থাকল বজবজ (Prasenjit Chatterjee faces mismanagement at BBIT) ৷ 'আয় খুকু আয়' ছবির প্রচারকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলার সাক্ষী হয় বজবজ ইন্সটিটিউট অফ টেকনোলজি (BBIT) চত্বর ৷ যদিও অডিটোরিয়ামের বাইরে সেই বিশৃঙ্খলার আঁচ পোহাতে হয়নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ৷

দিতিপ্রিয়া লন্ডনে থাকায় আসতে না-পারলেও প্রসেনজিৎকে নিয়ে উৎসাহে কোনও ভাটা ছিল না এদিন ৷ বুম্বা দা এলেন, প্রচার সারলেন এবং মন জয় করলেন সকলের। মঞ্চে দাঁড়িয়ে অনুরাগীদের সঙ্গে তুললেন সেলফিও ৷ অনুষ্ঠান পরবর্তী সময় সব ঠিকই থাকলেও সেটাকে ছাপিয়ে অডিটোরিয়ামে ঢোকার মুখে চরম বিশৃঙ্খলা শিরোনামে জায়গা করে নিল ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অডিটোরিয়ামে ঢোকার মুহূর্তে এদিন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয় ৷ অভিনেতা অডিটোরিয়ামে ঢোকার সময় জনাকয়েক স্বেচ্ছাসেবক তাঁর পাশে দাঁড়িয়ে সেলফি নিলেও সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়ায় শুরু হয় প্রতিবাদ ৷

সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হলেও অডিটোরিয়ামের ভিতরে চরম অব্যবস্থার ছবি পরিলক্ষিত হয় ৷ অনুষ্ঠান শুরুর আগে থেকেই কাজ করছিল না এসি। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল বিদ্যুৎ। প্রচণ্ড গরমে ঘামছিলেন সকলেই। তার মধ্যেই চলছিল কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও অনুষ্ঠান শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়নি ৷ অভিনেতাকে অডিটোরিয়াম থেকে বের করে সরাসরি গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। দুই মহিলা সাংবাদিকের হেনস্থার ঘটনাও ঘটে ৷ অথচ এদিন কলেজের তরফেই সাদরে আমন্ত্রণ জানানো হয়েছিল সাংবাদিকদের। এমনকী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তরফেও ভিডিয়োবার্তায় আমন্ত্রণ জানানো হয়েছিল সাংবাদিকদের ৷

চরম বিশৃঙ্খলা-অশান্তির মধ্যেই বজবজে ছবির প্রচার সারলেন 'বুম্বা দা'

আরও পড়ুন : ভিড়, অকেজো এসি, লোডশেডিং ! প্রসেনজিতের অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা কলেজে

দিনকয়েক আগেই শহরে অনুষ্ঠান করতে এসে মৃত্যু হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র ৷ সেই ঘটনার পর নজরুল মঞ্চে অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলেন অনেকেই ৷ একই সুরে শাসক দলকে বিদ্ধ করে বিরোধীরাও ৷ নজরুল মঞ্চে যত আসন রয়েছে, তার থেকে বেশি দর্শকের উপস্থিতি, এসি কাজ না করা - এই নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলাও দায়ের হয়েছে ৷ এরই মধ্যে শহরের কলেজে ফের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে অব্যবস্থার ঘটনায় আবারও গাফিলতির প্রশ্ন সামনে এল ৷

Last Updated : Jun 10, 2022, 10:18 PM IST

For All Latest Updates

TAGGED:

BBIT
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.