ETV Bharat / city

ফেয়ার প্রাইস মেডিসিন শপেও বিক্রি হবে PPE কিট ও মাস্ক

কলকাতা সহ রাজ্যের যে সব মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অন্য হাসপাতালগুলিতে FPMS চালু রয়েছে সেখানে PPE, পুনর্ব্যবহারযোগ্য ডবল লেয়ার পপলিন মাস্ক এবং থ্রি প্লাই সার্জিক্যাল ডিসপোজ়েবল মাস্ক বিক্রি হবে।

author img

By

Published : Jun 20, 2020, 7:13 AM IST

kolkata
কোরোনা মোকাবিলায় ফেয়ার প্রাইস মেডিসিন শপে বিক্রি হবে PPE কিট-মাস্ক

কলকাতা, 20 জুন: কোরোনা মোকাবিলায় এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলির ফেয়ার প্রাইস মেডিসিন শপে(FPMS) ন্যায্যমূল্যে বিক্রি হবে PPE (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) কিট এবং মাস্ক । বিষয়টি নিয়ে 17 জুন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ৷ তারপরই গতকাল স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশে ফেয়ার প্রাইস শপে PPE, মাস্ক বিক্রির বিষয়টি জানানো হয়েছে । এই নির্দেশে বলা হয়েছে, চিকিৎসকরা FPMS থেকে PPE কিনতে পারবেন ।

FPMS-এ যাতে PPE কিট, মাস্ক বিক্রির ব্যবস্থা করা হয়, বৈঠকে সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে সেই প্রস্তাব দেওয়া হয়েছিল । এই বৈঠকের আগেও সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে FPMS-এ PPE কিট, মাস্ক বিক্রির দাবি জানানো হয়েছিল ৷ আর গতকাল এই প্রস্তাব মেনে নেওয়া হয় ৷ বিষয়টি নিয়ে সরকারি-বেসরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক চিকিৎসক মানস গুমটা বলেন, "চিকিৎসকরা যাতে প্রাইভেট চেম্বার চালু করতে পারেন তার জন্য FPMS-এ PPE কিট, মাস্ক বিক্রির কথা আমরা বলেছিলাম ।" তিনি আরও বলেন, "সিঙ্গল চেম্বার চালুর ক্ষেত্রে চিকিৎসকরা এবার ন্যায্যমূল্যে PPE, মাস্ক কিনতে পারবেন । তবে এই নির্দেশ কতটা বাস্তবায়িত হচ্ছে সেই বিষয়ে আমরা নজর রাখব ।" এরাজ্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য FPMS-এ যাতে PPE কিট, মাস্ক বিক্রি হয় সেই দাবি আমরা জানিয়েছিলাম।"

স্বাস্থ্য দপ্তরের একটি নির্দেশে জানানো হয়েছে, কোরোনার মোকাবিলায় সর্বপ্রথম চিকিৎসকদের সুরক্ষা প্রয়োজন । রোগীদের তাঁরা যখন চিকিৎসা করেন, তখন তাঁদের সব ধরনের সুরক্ষা ব্যবস্থা থাকা প্রয়োজন । কলকাতা সহ রাজ্যের যে সব মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অন্য হাসপাতালগুলিতে FPMS চালু রয়েছে, সেখানে FPMS-এ PPE, পুনর্ব্যবহারযোগ্য ডবল লেয়ার পপলিন মাস্ক এবং থ্রি প্লাই সার্জিক্যাল ডিসপোজ়েবল মাস্ক বিক্রি হবে । PPE এবং এই দুই ধরনের মাস্ক বিক্রির জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP)-এর উল্লেখও করা হয়েছে এই নির্দেশে । এই SOP অনুযায়ী যে কোনও চিকিৎসক তাঁর নিজস্ব প‍্যাডে অথবা তাঁর রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে FPMS থেকে PPE কিনতে পারবেন । একসঙ্গে সর্বাধিক 10টি PPE, 25টি পুনর্ব্যবহারযোগ্য ডবল লেয়ার পপলিন মাস্ক এবং থ্রি প্লাই সার্জিক্যাল ডিসপোজ়েবল মাস্ক কিনতে পারবেন কোনও চিকিৎসক । FPMS-এ এই PPE এবং দুই ধরনের মাস্ক কত দামে বিক্রি হবে তাও স্থির করে দেওয়া হয়েছে এই নির্দেশে । কোন চিকিৎসক কত সংখ্যক PPE এবং এই দুই ধরনের মাস্ক কিনলেন FPMS-গুলিতে তার রেকর্ড রাখতে বলা হয়েছে ।

কলকাতা, 20 জুন: কোরোনা মোকাবিলায় এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলির ফেয়ার প্রাইস মেডিসিন শপে(FPMS) ন্যায্যমূল্যে বিক্রি হবে PPE (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) কিট এবং মাস্ক । বিষয়টি নিয়ে 17 জুন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ৷ তারপরই গতকাল স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশে ফেয়ার প্রাইস শপে PPE, মাস্ক বিক্রির বিষয়টি জানানো হয়েছে । এই নির্দেশে বলা হয়েছে, চিকিৎসকরা FPMS থেকে PPE কিনতে পারবেন ।

FPMS-এ যাতে PPE কিট, মাস্ক বিক্রির ব্যবস্থা করা হয়, বৈঠকে সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে সেই প্রস্তাব দেওয়া হয়েছিল । এই বৈঠকের আগেও সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে FPMS-এ PPE কিট, মাস্ক বিক্রির দাবি জানানো হয়েছিল ৷ আর গতকাল এই প্রস্তাব মেনে নেওয়া হয় ৷ বিষয়টি নিয়ে সরকারি-বেসরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক চিকিৎসক মানস গুমটা বলেন, "চিকিৎসকরা যাতে প্রাইভেট চেম্বার চালু করতে পারেন তার জন্য FPMS-এ PPE কিট, মাস্ক বিক্রির কথা আমরা বলেছিলাম ।" তিনি আরও বলেন, "সিঙ্গল চেম্বার চালুর ক্ষেত্রে চিকিৎসকরা এবার ন্যায্যমূল্যে PPE, মাস্ক কিনতে পারবেন । তবে এই নির্দেশ কতটা বাস্তবায়িত হচ্ছে সেই বিষয়ে আমরা নজর রাখব ।" এরাজ্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য FPMS-এ যাতে PPE কিট, মাস্ক বিক্রি হয় সেই দাবি আমরা জানিয়েছিলাম।"

স্বাস্থ্য দপ্তরের একটি নির্দেশে জানানো হয়েছে, কোরোনার মোকাবিলায় সর্বপ্রথম চিকিৎসকদের সুরক্ষা প্রয়োজন । রোগীদের তাঁরা যখন চিকিৎসা করেন, তখন তাঁদের সব ধরনের সুরক্ষা ব্যবস্থা থাকা প্রয়োজন । কলকাতা সহ রাজ্যের যে সব মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অন্য হাসপাতালগুলিতে FPMS চালু রয়েছে, সেখানে FPMS-এ PPE, পুনর্ব্যবহারযোগ্য ডবল লেয়ার পপলিন মাস্ক এবং থ্রি প্লাই সার্জিক্যাল ডিসপোজ়েবল মাস্ক বিক্রি হবে । PPE এবং এই দুই ধরনের মাস্ক বিক্রির জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP)-এর উল্লেখও করা হয়েছে এই নির্দেশে । এই SOP অনুযায়ী যে কোনও চিকিৎসক তাঁর নিজস্ব প‍্যাডে অথবা তাঁর রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে FPMS থেকে PPE কিনতে পারবেন । একসঙ্গে সর্বাধিক 10টি PPE, 25টি পুনর্ব্যবহারযোগ্য ডবল লেয়ার পপলিন মাস্ক এবং থ্রি প্লাই সার্জিক্যাল ডিসপোজ়েবল মাস্ক কিনতে পারবেন কোনও চিকিৎসক । FPMS-এ এই PPE এবং দুই ধরনের মাস্ক কত দামে বিক্রি হবে তাও স্থির করে দেওয়া হয়েছে এই নির্দেশে । কোন চিকিৎসক কত সংখ্যক PPE এবং এই দুই ধরনের মাস্ক কিনলেন FPMS-গুলিতে তার রেকর্ড রাখতে বলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.