ETV Bharat / city

Arjun Chowrasia Death : গলায় ফাঁস লেগে মৃত্যু অর্জুন চৌরাসিয়ার, কমান্ড হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট পেশ হাইকোর্টে

বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে (Postmortem Report of Arjun Chowrasia Submitted to The Calcutta High Court) ৷ অর্জুনের মৃত্যু গলায় ফাঁস লেগে হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷

Postmortem Report of Arjun Chowrasia Submitted to The Calcutta High Court
Postmortem Report of Arjun Chowrasia Submitted to The Calcutta High Court
author img

By

Published : May 10, 2022, 11:58 AM IST

Updated : May 10, 2022, 1:02 PM IST

কলকাতা, 10 মে : কাশীপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করল কমান্ড হাসপাতাল (Postmortem Report of Arjun Chowrasia Submitted to The Calcutta High Court) ৷ যেখানে তাঁর মৃত্যুর কারণ, গলা ফাঁস লেগে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে ৷ তবে, তাঁর গলায় কিছু দাগও রয়েছে বলে রিপোর্ট জানানো হয়েছে ৷ সব তরফের বক্তব্য শোনার পর পুলিশকে ময়নাতদন্তের রিপোর্ট-সহ সব নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

6 মে বিজেপি যুব মোর্চার কর্মী অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যুতে কমান্ড হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ যে রিপোর্ট আজ মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টে জমা দেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য ৷ যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গলা ফাঁস লেগে মৃত্যু হয়েছে অর্জুন চৌরাসিয়ার ৷ তবে, তাঁর গলায় কিছু দাগ পাওয়া গিয়েছে ময়নাতদন্তে ৷ এ দিন রিপোর্ট আদালতের হাতে তুলে দেওয়ার পর, আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতকে জানান, আদালত চাইলে পরবর্তী নির্দেশ দিতে পারে ৷

এ দিন ময়নাতদন্তের রিপোর্ট পেশের পর অ্যাডভোকেট জেনারেল আদালতে তাঁর সওয়ালে বলেন, ‘‘এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি মৃত্যুর ঘটনায় ৷ রাজ্য পুলিশ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে তদন্ত শুরু করেছে ৷ আইন অনুযায়ী, ময়নাতদন্তের পর তদন্তকারী আধিকারিকদের কাছে রিুপোর্ট হস্তান্তর করতে হয় ৷ অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও, কেন কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত করা হল ? জানা নেই ৷ পুলিশের উপর ভরসা নেই বুঝলাম, চিকিৎসকদের বিষয়টা বুঝতে পারলাম না ৷’’

গলায় ফাঁস লেগে মৃত্যু অর্জুন চৌরাসিয়ার, কমান্ড হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট পেশ হাইকোর্টে

আরও পড়ুন : Cossipore BJP Worker's Death : কমান্ড হাসপাতালে বিজেপি কর্মী অর্জুনের দেহের ময়নাতদন্ত, নির্দেশ হাইকোর্টের

যা নিয়ে অর্জুনের পরিবারের তরফে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘‘পুলিশের উপরে আস্থা নেই বলেই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল ৷’’ এ নিয়ে আইনজীবী সুবীর সান্যাল বলেন, ‘‘এটি ভোট পরবর্তী হিংসার ঘটনার সঙ্গে জড়িত ৷ সেই ভাবেই যেন আদালত বিষয়টি বিবেচনা করে ৷’’

এ দিন সবপক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ময়নাদন্তের রিপোর্ট-সহ অন্যান্য সব নমুনা ও নথি তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ ফলে আপাতত এই মামলার তদন্তভার রাজ্যের হাতেই থাকল ৷

কলকাতা, 10 মে : কাশীপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করল কমান্ড হাসপাতাল (Postmortem Report of Arjun Chowrasia Submitted to The Calcutta High Court) ৷ যেখানে তাঁর মৃত্যুর কারণ, গলা ফাঁস লেগে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে ৷ তবে, তাঁর গলায় কিছু দাগও রয়েছে বলে রিপোর্ট জানানো হয়েছে ৷ সব তরফের বক্তব্য শোনার পর পুলিশকে ময়নাতদন্তের রিপোর্ট-সহ সব নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

6 মে বিজেপি যুব মোর্চার কর্মী অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যুতে কমান্ড হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ যে রিপোর্ট আজ মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টে জমা দেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য ৷ যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গলা ফাঁস লেগে মৃত্যু হয়েছে অর্জুন চৌরাসিয়ার ৷ তবে, তাঁর গলায় কিছু দাগ পাওয়া গিয়েছে ময়নাতদন্তে ৷ এ দিন রিপোর্ট আদালতের হাতে তুলে দেওয়ার পর, আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতকে জানান, আদালত চাইলে পরবর্তী নির্দেশ দিতে পারে ৷

এ দিন ময়নাতদন্তের রিপোর্ট পেশের পর অ্যাডভোকেট জেনারেল আদালতে তাঁর সওয়ালে বলেন, ‘‘এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি মৃত্যুর ঘটনায় ৷ রাজ্য পুলিশ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে তদন্ত শুরু করেছে ৷ আইন অনুযায়ী, ময়নাতদন্তের পর তদন্তকারী আধিকারিকদের কাছে রিুপোর্ট হস্তান্তর করতে হয় ৷ অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও, কেন কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত করা হল ? জানা নেই ৷ পুলিশের উপর ভরসা নেই বুঝলাম, চিকিৎসকদের বিষয়টা বুঝতে পারলাম না ৷’’

গলায় ফাঁস লেগে মৃত্যু অর্জুন চৌরাসিয়ার, কমান্ড হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট পেশ হাইকোর্টে

আরও পড়ুন : Cossipore BJP Worker's Death : কমান্ড হাসপাতালে বিজেপি কর্মী অর্জুনের দেহের ময়নাতদন্ত, নির্দেশ হাইকোর্টের

যা নিয়ে অর্জুনের পরিবারের তরফে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘‘পুলিশের উপরে আস্থা নেই বলেই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল ৷’’ এ নিয়ে আইনজীবী সুবীর সান্যাল বলেন, ‘‘এটি ভোট পরবর্তী হিংসার ঘটনার সঙ্গে জড়িত ৷ সেই ভাবেই যেন আদালত বিষয়টি বিবেচনা করে ৷’’

এ দিন সবপক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ময়নাদন্তের রিপোর্ট-সহ অন্যান্য সব নমুনা ও নথি তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ ফলে আপাতত এই মামলার তদন্তভার রাজ্যের হাতেই থাকল ৷

Last Updated : May 10, 2022, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.