ETV Bharat / city

Poster outside Swasthya Bhawan শিক্ষার পর স্বাস্থ্যেও দুর্নীতির ইঙ্গিত, কার্যালয়ের বাইরে পড়ল পোস্টার

ছুটির দিনে বিধাননগরের স্বাস্থ্য ভবনের বাইরে (Poster outside Swasthya Bhawan) পড়ল পোস্টার ! তাতে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ (Corruption in Health Sector) তুলেছে 'অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টরস, পশ্চিমবঙ্গ' নামে একটি সংগঠন ৷

Poster outside Swasthya Bhawan alleges Corruption in Health Sector
Poster outside Swasthya Bhawan স্বাস্থ্য ক্ষেত্রেও দুর্নীতির ইঙ্গিত, কার্যালয়ের বাইরে পড়ল পোস্টার
author img

By

Published : Aug 19, 2022, 2:47 PM IST

বিধাননগর,19 অগস্ট: শিক্ষা ক্ষেত্রে নিয়োগ, কয়লা, বালি, গরু-সহ নানা বিষয়ে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি ৷ যার রেশ গড়িয়েছে দিল্লি পর্যন্ত ৷ কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার তদন্তের জালে একের পর এক ধরা পড়ছেন হেভিওয়েটরা ৷ এমনই আবহে এ বার পোস্টার পড়ল বিধাননগরের স্বাস্থ্য ভবনের বাইরে (Poster outside Swasthya Bhawan) ! তাতেও সেই দুর্নীতিরই ইঙ্গিত (Corruption Charges) ! পোস্টারের বয়ানে লেখা হয়েছে, "রাজ্যজুড়ে দুর্নীতি সর্বগ্রাসী ৷ স্বাস্থ্যও কি সন্দেহের ঊর্ধ্বে ? অভিযোগ অন্তহীন, খবরেও এসেছে কিছু ৷ তদন্তের শঙ্কা কেন ? ছাড় পাবে না কেউ, ছাড়ব না আমরা !"

জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার বন্ধ রয়েছে রাজ্যের সরকারি দফতরগুলি ৷ তাই এ দিন স্বাস্থ্য ভবনেও রোজের ব্যস্ততা ছিল না ৷ ছুটির আমেজে তাল কাটল পর পর সাঁটানো সাদা-কালো পোস্টার ৷ স্বাস্থ্য ভবনের ফটকের বাইরে দেওয়ালে কে বা কারা পোস্টারগুলি লাগিয়ে গিয়েছেন, কখন এই কাজ করা হয়েছে, তা জানা যায়নি ৷ তবে, পোস্টারের বয়ানে দুর্নীতি এবং তার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা একেবারে স্পষ্ট ৷ প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রেও যে দুর্নীতি হয়েছে (Corruption in Health Sector), এই অভিযোগ নতুন নয় ৷ কিন্তু, এ ভাবে সরাসরি স্বাস্থ্য ভবনের বাইরে পোস্টার সাঁটানোর ঘটনা ঘটেনি ৷

আরও পড়ুন: CBI Raid at Anubrata Rice Mill বোলপুরে অনুব্রত কন্যার নামে থাকা রাইস মিলে সিবিআই হানা

পোস্টারগুলি নীচে লেখা রয়েছে, 'অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টরস, পশ্চিমবঙ্গ' ৷ সংশ্লিষ্ট মহলের অনুমান, এটি কোনও একটি সংগঠন এবং তারাই এই পোস্টার সাঁটিয়েছে ৷ কিন্তু, পুরোটাই অনুমান নির্ভর ৷ এই বিষয়ে নির্দিষ্টভাবে বিস্তারিত কিছু জানা যায়নি ৷

ছুটির দিনে পোস্টার বিতর্ক !

নিয়োগ দুর্নীতি ও গরুপাচার মামলায় ইতিমধ্য়েই হাজতবাস করতে হচ্ছে পার্থ চট্টোপাধ্য়ায়, অনুব্রত মণ্ডলদের ৷ সূত্রের দাবি, এর পাশাপাশি, বেআইনি বালি খাদান, পাথর খাদান, কয়লা খনির কারবার নিয়েও কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন রাজ্যের শাসকদলের নেতা ও মন্ত্রীরা ৷ অন্যদিকে, এই ইস্যুগুলি নিয়ে যুবসমাজের আন্দোলনও তীব্রতর হচ্ছে ৷ এই প্রেক্ষাপটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোনও দুর্নীতির খবর প্রকাশ্যে এলে তৃণমূল নেতৃত্বের চাপ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

বিধাননগর,19 অগস্ট: শিক্ষা ক্ষেত্রে নিয়োগ, কয়লা, বালি, গরু-সহ নানা বিষয়ে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি ৷ যার রেশ গড়িয়েছে দিল্লি পর্যন্ত ৷ কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার তদন্তের জালে একের পর এক ধরা পড়ছেন হেভিওয়েটরা ৷ এমনই আবহে এ বার পোস্টার পড়ল বিধাননগরের স্বাস্থ্য ভবনের বাইরে (Poster outside Swasthya Bhawan) ! তাতেও সেই দুর্নীতিরই ইঙ্গিত (Corruption Charges) ! পোস্টারের বয়ানে লেখা হয়েছে, "রাজ্যজুড়ে দুর্নীতি সর্বগ্রাসী ৷ স্বাস্থ্যও কি সন্দেহের ঊর্ধ্বে ? অভিযোগ অন্তহীন, খবরেও এসেছে কিছু ৷ তদন্তের শঙ্কা কেন ? ছাড় পাবে না কেউ, ছাড়ব না আমরা !"

জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার বন্ধ রয়েছে রাজ্যের সরকারি দফতরগুলি ৷ তাই এ দিন স্বাস্থ্য ভবনেও রোজের ব্যস্ততা ছিল না ৷ ছুটির আমেজে তাল কাটল পর পর সাঁটানো সাদা-কালো পোস্টার ৷ স্বাস্থ্য ভবনের ফটকের বাইরে দেওয়ালে কে বা কারা পোস্টারগুলি লাগিয়ে গিয়েছেন, কখন এই কাজ করা হয়েছে, তা জানা যায়নি ৷ তবে, পোস্টারের বয়ানে দুর্নীতি এবং তার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা একেবারে স্পষ্ট ৷ প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রেও যে দুর্নীতি হয়েছে (Corruption in Health Sector), এই অভিযোগ নতুন নয় ৷ কিন্তু, এ ভাবে সরাসরি স্বাস্থ্য ভবনের বাইরে পোস্টার সাঁটানোর ঘটনা ঘটেনি ৷

আরও পড়ুন: CBI Raid at Anubrata Rice Mill বোলপুরে অনুব্রত কন্যার নামে থাকা রাইস মিলে সিবিআই হানা

পোস্টারগুলি নীচে লেখা রয়েছে, 'অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টরস, পশ্চিমবঙ্গ' ৷ সংশ্লিষ্ট মহলের অনুমান, এটি কোনও একটি সংগঠন এবং তারাই এই পোস্টার সাঁটিয়েছে ৷ কিন্তু, পুরোটাই অনুমান নির্ভর ৷ এই বিষয়ে নির্দিষ্টভাবে বিস্তারিত কিছু জানা যায়নি ৷

ছুটির দিনে পোস্টার বিতর্ক !

নিয়োগ দুর্নীতি ও গরুপাচার মামলায় ইতিমধ্য়েই হাজতবাস করতে হচ্ছে পার্থ চট্টোপাধ্য়ায়, অনুব্রত মণ্ডলদের ৷ সূত্রের দাবি, এর পাশাপাশি, বেআইনি বালি খাদান, পাথর খাদান, কয়লা খনির কারবার নিয়েও কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন রাজ্যের শাসকদলের নেতা ও মন্ত্রীরা ৷ অন্যদিকে, এই ইস্যুগুলি নিয়ে যুবসমাজের আন্দোলনও তীব্রতর হচ্ছে ৷ এই প্রেক্ষাপটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোনও দুর্নীতির খবর প্রকাশ্যে এলে তৃণমূল নেতৃত্বের চাপ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.