ETV Bharat / city

রাজ্য BJP-তে রদবদলের সম্ভাবনা, গুরুত্ব বাড়তে চলেছে ভারতীর - reversal

দলীয় সূত্রে খবর, রাজ্য কমিটিতে নতুন মহিলা মুখ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারেন ভারতী ঘোষ ।

ভারতী ঘোষ- ফাইল ছবি
author img

By

Published : Jul 13, 2019, 1:05 PM IST

কলকাতা, 13 জুলাই : গেরুয়া শিবিরে গুরুত্ব বাড়তে চলেছে ভারতী ঘোষের ? দলীয় সূত্রে খবর, রাজ্য কমিটিতে নতুন মহিলা মুখ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারেন তিনি । এছাড়াও BJP-র রাজ্য কমিটিতে পরিবর্তন হতে পারে । ভারতী ঘোষ ছাড়াও BJP-র সম্পাদক তুষার ঘোষ সাধারণ সম্পাদক হতে পারেন।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জঙ্গলমহলের মা' বলে এসেছিলেন শিরোনামে । কিন্তু তৃণমূল নেত্রীর সঙ্গে সেই সুখের দিন আজ আর নেই । তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ভারতী আজ হাতে ধরেছেন পদ্ম । আর স্বাভাবিকভাবেই তাঁর নিশানায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে যত সুর চড়িয়েছেন ততই কাছে পৌঁছেছেন BJP নেতৃত্বের । সম্ভবত এবার তারই পুরস্কার জুটতে চলেছে ভারতীর ।

আরও পড়ুন : "400-500 কোটি কাটমানির টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে নিযুক্ত করেছেন মমতা"

আগামী 10 অগাস্ট কলকাতায় বসবে BJP-র রাজ্য কমিটির বৈঠক। সেখানে যোগ দেওয়ার কথা দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডার । সেই বৈঠকে সাংগঠনিক ক্ষেত্রে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে । যেসব জেলার দলীয় সভাপতির বিরুদ্ধে একাধিক সময় অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই সূত্রের খবর । ইতিমধ্যেই এ বিষয়ে কঠোর পদক্ষেপের আভাস দিয়েছেন স্বয়ং সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । তৈরি হয়ে গেছে তালিকাও ।

আরও পড়ুন : ভারতী ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে BJP তে যোগদান

দলীয় সূত্রে খবর, প্রায় 10 জন জেলা সভাপতিকে পদ থেকে সরানো হতে পারে । লোকসভা ভোটের নিরিখেই এই পদক্ষেপ নেওয়া হবে বলেই প্রাথমিকভাবে খবর । যে যে জেলায় গেরুয়া ঝড় তেমনভাবে দেখা যায়নি, সেখানকার সভাপতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে । বদল হতে পারে সম্পাদক ও সহসভাপতিদের পদও । যুবমোর্চা ও মহিলা মোর্চার কমিটিতেও অদলবদল আনা হতে পারে । এ প্রসঙ্গে BJP-র সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় বলেন, "অমিত শাহের নির্দেশেই সাংগঠনিক স্তরে পরিবর্তন হবে । 2021-কে সামনে রেখে সাজানো হবে দল ।"

কলকাতা, 13 জুলাই : গেরুয়া শিবিরে গুরুত্ব বাড়তে চলেছে ভারতী ঘোষের ? দলীয় সূত্রে খবর, রাজ্য কমিটিতে নতুন মহিলা মুখ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারেন তিনি । এছাড়াও BJP-র রাজ্য কমিটিতে পরিবর্তন হতে পারে । ভারতী ঘোষ ছাড়াও BJP-র সম্পাদক তুষার ঘোষ সাধারণ সম্পাদক হতে পারেন।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জঙ্গলমহলের মা' বলে এসেছিলেন শিরোনামে । কিন্তু তৃণমূল নেত্রীর সঙ্গে সেই সুখের দিন আজ আর নেই । তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ভারতী আজ হাতে ধরেছেন পদ্ম । আর স্বাভাবিকভাবেই তাঁর নিশানায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে যত সুর চড়িয়েছেন ততই কাছে পৌঁছেছেন BJP নেতৃত্বের । সম্ভবত এবার তারই পুরস্কার জুটতে চলেছে ভারতীর ।

আরও পড়ুন : "400-500 কোটি কাটমানির টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে নিযুক্ত করেছেন মমতা"

আগামী 10 অগাস্ট কলকাতায় বসবে BJP-র রাজ্য কমিটির বৈঠক। সেখানে যোগ দেওয়ার কথা দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডার । সেই বৈঠকে সাংগঠনিক ক্ষেত্রে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে । যেসব জেলার দলীয় সভাপতির বিরুদ্ধে একাধিক সময় অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই সূত্রের খবর । ইতিমধ্যেই এ বিষয়ে কঠোর পদক্ষেপের আভাস দিয়েছেন স্বয়ং সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । তৈরি হয়ে গেছে তালিকাও ।

আরও পড়ুন : ভারতী ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে BJP তে যোগদান

দলীয় সূত্রে খবর, প্রায় 10 জন জেলা সভাপতিকে পদ থেকে সরানো হতে পারে । লোকসভা ভোটের নিরিখেই এই পদক্ষেপ নেওয়া হবে বলেই প্রাথমিকভাবে খবর । যে যে জেলায় গেরুয়া ঝড় তেমনভাবে দেখা যায়নি, সেখানকার সভাপতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে । বদল হতে পারে সম্পাদক ও সহসভাপতিদের পদও । যুবমোর্চা ও মহিলা মোর্চার কমিটিতেও অদলবদল আনা হতে পারে । এ প্রসঙ্গে BJP-র সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় বলেন, "অমিত শাহের নির্দেশেই সাংগঠনিক স্তরে পরিবর্তন হবে । 2021-কে সামনে রেখে সাজানো হবে দল ।"

Intro:
13-07-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: ১০ আগস্ট বিজেপির রাজ্য কমিটির বৈঠকের আগেই বিজেপির সাংগঠনিক স্থরে ফের বড় ধরণের রদবদলের সম্ভবনা। ইতিমধ্যেই ৮ জন জেলা সভাপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরও আরও কিছু সাংগঠনিক জেলা সভাপতি পরিবর্তন হতে পারে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
১০ আগস্ট রাজ্য কমিটির বৈঠক কলকাতায় হবে। এই বৈঠকে বিজেপি কার্যকরি সভাপতি জেপি নাড্ডাও উপস্থিত থাকবেন।


মূলত, যে যে জেলা সভাপতির বিরুদ্ধে লোকসভা নির্বাচণে কাজ না করার অভিযোগ উঠেছে তাদেরকেই তার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির পদে থেকেও তারা দলের মধ্যে নিষ্কৃয় সদস্য। দলীয় কর্মসূচিতে যারা অংশ নিচ্ছে না। দলের কাজ ঠিক ভাবে করছে না। তাদের একটি তালিকাও ইতিমধ্যেই তৈরি করা হয়েছে।



বিজেপি সূত্রে খবর, ১০ জন সাংগঠনিক জেলা সভাপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। বিজেপির সাংগঠনিক কাজে গতি আনতে নতুন মুখ আসতে চলেছে।


মূলত, বিধানসভা নির্বাচণের আগে দলের সংগঠন কে আর ও মজবুত করতেই এই সিদ্ধান্ত।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দশেই ১০ জন জেলা সভাপতির ঘারে কোপ আসতে চলেছে।
বিজেপি সূত্রে খবর, রাজ্য কমিটিতেও বড় ধরণের অদল- বদল হতে পারে।
দুই জন সাধারণ সম্পাদক বাদ পড়তে পারে। রাজ্য কমিটিতে নতূন মহিলা মুখ হিসাবে উঠে আসতে পারে ভারতী ঘোষ।
ভারতী ঘোষ ছাড়াও বিজেপির সম্পাদক তুষার ঘোষ সাধারণ সম্পাদক হতে পারে।
বিজেপির সম্পাদক ও সহ সভাপতি পদে একাধিক বদল হতে পারে বলে জানা গিয়েছে। যুব মোর্চা, মহিলা মোর্চায় কমিটিতে নতুন মুখও দেখা যেতে পারে।


বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় বলেন, " অমিত শাহের নির্দশের সাংগঠনিকস্থরে পরিবর্তন হবে। বিধানসভা নির্বাচণে বাংলা দখল করাই আমাদের মূল লক্ষ্য। তার জন্যই কেন্দ্রীয় নেতৃত্ব যা নির্দেশ দেবেন। সেই নির্দেশ মেনে আমরা কাজ করবো"Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.