কলকাতা, 13 জুলাই : গেরুয়া শিবিরে গুরুত্ব বাড়তে চলেছে ভারতী ঘোষের ? দলীয় সূত্রে খবর, রাজ্য কমিটিতে নতুন মহিলা মুখ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারেন তিনি । এছাড়াও BJP-র রাজ্য কমিটিতে পরিবর্তন হতে পারে । ভারতী ঘোষ ছাড়াও BJP-র সম্পাদক তুষার ঘোষ সাধারণ সম্পাদক হতে পারেন।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জঙ্গলমহলের মা' বলে এসেছিলেন শিরোনামে । কিন্তু তৃণমূল নেত্রীর সঙ্গে সেই সুখের দিন আজ আর নেই । তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ভারতী আজ হাতে ধরেছেন পদ্ম । আর স্বাভাবিকভাবেই তাঁর নিশানায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে যত সুর চড়িয়েছেন ততই কাছে পৌঁছেছেন BJP নেতৃত্বের । সম্ভবত এবার তারই পুরস্কার জুটতে চলেছে ভারতীর ।
আরও পড়ুন : "400-500 কোটি কাটমানির টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে নিযুক্ত করেছেন মমতা"
আগামী 10 অগাস্ট কলকাতায় বসবে BJP-র রাজ্য কমিটির বৈঠক। সেখানে যোগ দেওয়ার কথা দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডার । সেই বৈঠকে সাংগঠনিক ক্ষেত্রে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে । যেসব জেলার দলীয় সভাপতির বিরুদ্ধে একাধিক সময় অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই সূত্রের খবর । ইতিমধ্যেই এ বিষয়ে কঠোর পদক্ষেপের আভাস দিয়েছেন স্বয়ং সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । তৈরি হয়ে গেছে তালিকাও ।
আরও পড়ুন : ভারতী ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে BJP তে যোগদান
দলীয় সূত্রে খবর, প্রায় 10 জন জেলা সভাপতিকে পদ থেকে সরানো হতে পারে । লোকসভা ভোটের নিরিখেই এই পদক্ষেপ নেওয়া হবে বলেই প্রাথমিকভাবে খবর । যে যে জেলায় গেরুয়া ঝড় তেমনভাবে দেখা যায়নি, সেখানকার সভাপতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে । বদল হতে পারে সম্পাদক ও সহসভাপতিদের পদও । যুবমোর্চা ও মহিলা মোর্চার কমিটিতেও অদলবদল আনা হতে পারে । এ প্রসঙ্গে BJP-র সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় বলেন, "অমিত শাহের নির্দেশেই সাংগঠনিক স্তরে পরিবর্তন হবে । 2021-কে সামনে রেখে সাজানো হবে দল ।"