কলকাতা, 19 জানুয়ারি : আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টি কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কারণেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা ৷
আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি । বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 37% ৷
গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি কলকাতায় ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘণ্টা কলকাতায় তাপমাত্রা একই রকম থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিকের থেকে বেশি থাকবে । আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা ।
আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও কুয়াশার প্রভাব থাকবে । ওড়িশা, বিহারসহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ঘন কুয়াশার প্রভাব থাকবে ।
অরুণাচল প্রদেশসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তুষারপাত হতে পারে সিকিম ও অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকায় । সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে জম্মু-কাশ্মীর উপত্যকায় । ফলে আবহাওয়া ফের কিছুটা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।