কলকাতা, 6 অক্টোবর : বাঙালির শ্রেষ্ঠ উৎসবেও বৃষ্টির অশনি সংকেত ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ৷ আর তাই দুর্গাপুজোর শেষ তিনদিনের আনন্দ বৃষ্টিপাতের জেরে মাটি হওয়ার আশঙ্কা করছে পুজো উদ্যোগতারাও ৷ আগামী 13 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত অর্থাৎ অষ্টমী, নবমী ও দশমী এই তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘের ফলে বৃষ্টি হতে পারে ৷ দুর্গাপুজোর এই তিনদিনই দুই মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ 14 ও 15 অক্টোবর বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷
উত্তরবঙ্গে আজ থেকে 8 অক্টোবর পর্যন্ত সব জেলাতেই বৃষ্টিপাত হবে ৷ পশ্চিমবঙ্গ সংলগ্ন হিমালয়ের পাদদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ তার প্রভাবে উত্তরবঙ্গে আজ থেকে 8 অক্টোবর পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে ৷ তবে, পুজোর সময় উত্তরবঙ্গের আবহাওয়া ঝলমলে থাকবে বলে জানানো হয়েছে ৷ বিশেষত, 9 থেকে 15 অক্টোবর পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই উত্তরের জেলাগুলিতে ৷
আরও পড়ুন : Mahalaya : বীরেনবাবু দেরিতে পৌঁছনোয় মহালয়ার দায়িত্ব সামলেছিলেন নাজির আহমেদ
আন্দামান সাগরের উপর 10 অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে ৷ এই নিম্নচাপ পরবর্তী সময়ে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে ৷ সেটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে, ওই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূলের থেকে অনেক দূরে থাকবে । তাই খুব বেশি প্রভাব না ৷ পড়লেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত হবে ৷
আরও পড়ুন : Weather Forecast : বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, মহালয়ায় কলকাতা-সহ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা
অন্যদিকে, আজ থেকে গুজরাত ও রাজস্থানে বর্ষা বিদায়ের পালা শুরু হয়েছে ৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বর্ষা বিদায়ের অনূকুল আবহাওয়া তৈরি হয়েছে পশ্চিম ভারতে ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আমাদের রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে আরও বেশ কিছুদিন সময় লাগবে ৷ সম্ভাব্য 10 অক্টোবরের পর থেকে বর্ষা-বিদায় পর্ব শুরু হতে পারে এ রাজ্যে ৷ কিন্তু, যেহেতু ফের নিম্নচাপ তৈরি হচ্ছে ৷ তাই এ রাজ্য থেকে বর্ষা-বিদায়ে আরও কিছুটা সময় লাগলেও লাগতে পারে ৷