ETV Bharat / city

Nelson Mandela: ম্যান্ডেলার জন্মদিনে কলকাতায় অবহেলিত তাঁর নামাঙ্কিত উদ্যান - Nelson Mandela garden in Kolkata

সোমবার দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলার 105তম জন্মদিবস ৷ কিন্তু কলকাতায় তাঁর নামাঙ্কিত উদ্যানের এখন বেহাল দশা (Nelson Mandela garden in Kolkata) ৷

Nelson Mandela birthday
ম্যান্ডেলার জন্মদিনে কলকাতায় অবহেলিত তাঁর নামাঙ্কিত উদ্যান
author img

By

Published : Jul 18, 2022, 9:00 PM IST

কলকাতা, 18 জুলাই: দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন নেলসন ম্যান্ডেলা । সোমবার তাঁর 105তম জন্মদিবস । কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর জন্মদিবসে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভার আয়োজন হয়েছে । অথচ, কলকাতার পার্কস্ট্রিট মোড়ের কাছে তাঁর নামাঙ্কিত পার্কের অবস্থা বেহাল (poor condition of Nelson Mandela garden in Park Street)। পার্ক, ঝোপজঙ্গল নাকি আস্তাকুঁড় তা বোঝার উপায় নেই । ইতিমধ্যে, এই পার্ক সংস্কারের দাবি তুলেছে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও) ।

পার্ক স্ট্রিট মোড়ের কাছে মেয়ো রোড ও জহরলাল নেহরু রোডের সংযোগস্থলে আছে নেলসন ম্যান্ডেলা উদ্যান । সেই উদ্যান আজ খুঁজে পাওয়া বড় কষ্টসাধ্য ব্যাপার । হঠাৎ করে দেখে কেউই বুঝতে পারবেন না যে এটি একটি পার্ক । গুগল লোকেশন অনুযায়ী যে জায়গাটিকে নেলসন ম্যান্ডেলা গার্ডেন বলা হচ্ছে সেটা একপ্রকার শৌচালয় বলা চলে । যে যেমন পারছে মল-মূত্র ত্যাগ করে চলে যাচ্ছে সেখানে । আগে-পিছনে এগোলে ঝোপ জঙ্গলের মধ্যে নোংরা-আবর্জনা পড়ে রয়েছে । নিয়মিত সেখানে আবর্জনা ফেলাও হয় ।

এই উদ্যান সংস্কারের বিষয়ে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও) এর তরফে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমের মেয়র এবং উদ্যান বিভাগের মেয়র পারিষদকে । দক্ষিণ আফ্রিকার এই অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলার জন্ম 1998 সালের 18 জুলাই । তাঁর মৃত্যু হয় 2013 সালের 5 ডিসেম্বর । রাষ্ট্রসংঘের আহ্বানে 2010 সাল থেকে তাঁর জন্মদিনে বিশ্বজুড়ে 'নেলসন ম্যান্ডেলা দিবস' হিসেবে পালিত হচ্ছে । তাঁর অবদান শুধু দক্ষিণ আফ্রিকা নয়, সমগ্র বিশ্বে স্মরণীয় ।

আরও পড়ুন: হাফিজুলকে জেরা করতে ‘গেট প্যাটার্ন’ পদ্ধতি ব্যবহার করবে লালবাজার

ম্যান্ডেলার সঙ্গে কলকাতা তথা পশ্চিমবঙ্গের সম্পর্কও বিশেষভাবে স্মরণীয় । দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষী আক্রমণের বিরুদ্ধে সে দেশের মানুষের সংগ্রামের প্রতি এরাজ্যের মানুষ প্রথম থেকেই সংহতি জানিয়েছে । প্রায় তিন দশক বন্দি থাকার পর 1990 সালের ফেব্রুয়ারিতে কারাবাস থেকে মুক্তি পাওয়ার কয়েক মাস পর ম্যান্ডেলা ভারত সফরে আসেন । ভারত সরকার তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করে । কলকাতায় জন প্লাবিত ইডেন গার্ডেন্সে তাঁকে সংবর্ধনা জানানো হয় । রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং রাজ্যপাল নুরুল হাসানের উপস্থিতিতে বিশেষভাবে তাঁকে সম্মান জানানো হয় । কলকাতা বিশ্ববিদ্যালয় ম্যান্ডেলাকে সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করে । তাঁর কলকাতা সফরের প্রাক্কালে নেলসন ম্যান্ডেলা গার্ডেন এর উদ্বোধন করা হয়েছিল ।

ম্যান্ডেলার জন্মদিনে কলকাতায় অবহেলিত তাঁর নামাঙ্কিত উদ্যান

সেই নেলসন ম্যান্ডেলা উদ্যান এই মুহূর্তে আবর্জনাময় । এআইপিএসও রাজ্য কমিটি সোমবার পার্কস্ট্রিট মোড়ের কাছে মেয়ো রোড ও জহরলাল নেহেরু রোড সংযোগস্থলে নেলসন ম্যান্ডেলা উদ্যান সংলগ্ন চত্ত্বরে শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করে ৷ এআইপিএসও-এর রাজ্য সাধারণ সম্পাদক অঞ্জন বেরা বলেন, "ম্যান্ডেলার মতো কিংবদন্তি ব্যক্তিত্বের স্মৃতিতে উৎসর্গকৃত উদ্যানের এই অবস্থা মোটেই কাঙ্খিত নয় । কলকাতা শহর তথা আমাদের রাজ্যের ভাবমূর্তির পক্ষেও তা ভালো নয় । তাই সংগঠনের তরফে কলকাতার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেওয়া হয়েছে । একইসঙ্গে কলকাতা পৌরসভার উদ্যান বিভাগকেও চিঠি পাঠানো হয়েছে । পার্ক সংস্কার ও সৌন্দর্যায়নে যথাযথ ব্যবস্থা নেওয়া দাবি করা হয়েছে । একইসঙ্গে উদ্যানটির পরিচয়জ্ঞাপক তথ্যাদি উল্লেখ করে একটি ধাতব ফলক বসানোর কথা বলা হয়েছে । ম্যান্ডেলার একটি মূর্তি স্থাপন করার দাবিও জানানো হয়েছে ।"

কলকাতা, 18 জুলাই: দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন নেলসন ম্যান্ডেলা । সোমবার তাঁর 105তম জন্মদিবস । কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর জন্মদিবসে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভার আয়োজন হয়েছে । অথচ, কলকাতার পার্কস্ট্রিট মোড়ের কাছে তাঁর নামাঙ্কিত পার্কের অবস্থা বেহাল (poor condition of Nelson Mandela garden in Park Street)। পার্ক, ঝোপজঙ্গল নাকি আস্তাকুঁড় তা বোঝার উপায় নেই । ইতিমধ্যে, এই পার্ক সংস্কারের দাবি তুলেছে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও) ।

পার্ক স্ট্রিট মোড়ের কাছে মেয়ো রোড ও জহরলাল নেহরু রোডের সংযোগস্থলে আছে নেলসন ম্যান্ডেলা উদ্যান । সেই উদ্যান আজ খুঁজে পাওয়া বড় কষ্টসাধ্য ব্যাপার । হঠাৎ করে দেখে কেউই বুঝতে পারবেন না যে এটি একটি পার্ক । গুগল লোকেশন অনুযায়ী যে জায়গাটিকে নেলসন ম্যান্ডেলা গার্ডেন বলা হচ্ছে সেটা একপ্রকার শৌচালয় বলা চলে । যে যেমন পারছে মল-মূত্র ত্যাগ করে চলে যাচ্ছে সেখানে । আগে-পিছনে এগোলে ঝোপ জঙ্গলের মধ্যে নোংরা-আবর্জনা পড়ে রয়েছে । নিয়মিত সেখানে আবর্জনা ফেলাও হয় ।

এই উদ্যান সংস্কারের বিষয়ে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও) এর তরফে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমের মেয়র এবং উদ্যান বিভাগের মেয়র পারিষদকে । দক্ষিণ আফ্রিকার এই অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলার জন্ম 1998 সালের 18 জুলাই । তাঁর মৃত্যু হয় 2013 সালের 5 ডিসেম্বর । রাষ্ট্রসংঘের আহ্বানে 2010 সাল থেকে তাঁর জন্মদিনে বিশ্বজুড়ে 'নেলসন ম্যান্ডেলা দিবস' হিসেবে পালিত হচ্ছে । তাঁর অবদান শুধু দক্ষিণ আফ্রিকা নয়, সমগ্র বিশ্বে স্মরণীয় ।

আরও পড়ুন: হাফিজুলকে জেরা করতে ‘গেট প্যাটার্ন’ পদ্ধতি ব্যবহার করবে লালবাজার

ম্যান্ডেলার সঙ্গে কলকাতা তথা পশ্চিমবঙ্গের সম্পর্কও বিশেষভাবে স্মরণীয় । দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষী আক্রমণের বিরুদ্ধে সে দেশের মানুষের সংগ্রামের প্রতি এরাজ্যের মানুষ প্রথম থেকেই সংহতি জানিয়েছে । প্রায় তিন দশক বন্দি থাকার পর 1990 সালের ফেব্রুয়ারিতে কারাবাস থেকে মুক্তি পাওয়ার কয়েক মাস পর ম্যান্ডেলা ভারত সফরে আসেন । ভারত সরকার তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করে । কলকাতায় জন প্লাবিত ইডেন গার্ডেন্সে তাঁকে সংবর্ধনা জানানো হয় । রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং রাজ্যপাল নুরুল হাসানের উপস্থিতিতে বিশেষভাবে তাঁকে সম্মান জানানো হয় । কলকাতা বিশ্ববিদ্যালয় ম্যান্ডেলাকে সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করে । তাঁর কলকাতা সফরের প্রাক্কালে নেলসন ম্যান্ডেলা গার্ডেন এর উদ্বোধন করা হয়েছিল ।

ম্যান্ডেলার জন্মদিনে কলকাতায় অবহেলিত তাঁর নামাঙ্কিত উদ্যান

সেই নেলসন ম্যান্ডেলা উদ্যান এই মুহূর্তে আবর্জনাময় । এআইপিএসও রাজ্য কমিটি সোমবার পার্কস্ট্রিট মোড়ের কাছে মেয়ো রোড ও জহরলাল নেহেরু রোড সংযোগস্থলে নেলসন ম্যান্ডেলা উদ্যান সংলগ্ন চত্ত্বরে শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করে ৷ এআইপিএসও-এর রাজ্য সাধারণ সম্পাদক অঞ্জন বেরা বলেন, "ম্যান্ডেলার মতো কিংবদন্তি ব্যক্তিত্বের স্মৃতিতে উৎসর্গকৃত উদ্যানের এই অবস্থা মোটেই কাঙ্খিত নয় । কলকাতা শহর তথা আমাদের রাজ্যের ভাবমূর্তির পক্ষেও তা ভালো নয় । তাই সংগঠনের তরফে কলকাতার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেওয়া হয়েছে । একইসঙ্গে কলকাতা পৌরসভার উদ্যান বিভাগকেও চিঠি পাঠানো হয়েছে । পার্ক সংস্কার ও সৌন্দর্যায়নে যথাযথ ব্যবস্থা নেওয়া দাবি করা হয়েছে । একইসঙ্গে উদ্যানটির পরিচয়জ্ঞাপক তথ্যাদি উল্লেখ করে একটি ধাতব ফলক বসানোর কথা বলা হয়েছে । ম্যান্ডেলার একটি মূর্তি স্থাপন করার দাবিও জানানো হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.