ETV Bharat / city

ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ দিলীপের, আত্মসমালোচনার পরামর্শ কুণালের - তৃণমূল

ত্রাণ নিয়ে পঞ্চায়েত স্তরে রাজনীতির অভিয়োগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ যা নিয়ে পাল্টা দিলীপ ঘোষকে বিঁধলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ দিলীপ ঘোষকে তাঁর পরামর্শ, বিজেপি নিজেদের আত্মসমালোচনা করুক ৷

politics-on-relief-allegation-bring-by-dilip-ghosh-kunal-ghosh-give-suggestion-bjp-to-self-criticism
ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ দিলীপের, আত্মসমালোচনার পরামর্শ কুণালের
author img

By

Published : May 30, 2021, 5:19 PM IST

কলকাতা, 30 মে : যশ পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে এবার ময়দানে নামল বিজেপি । যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সংকটের পরিস্থিতিতে এটা রাজনীতি করার সময় নয় ৷ অথচ বিজেপির রাজ্য সভাপতি এই সময় রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন । রবিবার দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, ত্রাণ নিয়েও রাজনীতি করছে সরকার । বিজেপি করায় পঞ্চায়েত স্তরে তাঁদের কর্মীদের ত্রাণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ।

এদিন দিলীপ ঘোষ রাজ্য সরকারের দুয়ারে ত্রাণ নিয়ে ফের একবার মুখ খুললেন ৷ যা নিয়ে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলছেন, দুয়ারে রেশন, বলছেন দুয়ারে ত্রাণ দেবেন । সাধারণ মানুষ এ সবকিছু পাক, আমরাও চাইছি । তবে, সাধারণ মানুষ তো এই বিপর্যয়ের পর খোলা আকাশের নিচে রয়েছেন । অনেকে এখন ক্যাম্পে রয়েছেন ৷ সেখানে খাবারের ব্যবস্থা সরকারের তরফে এখনও করা হয়নি । আর করলেও সেখানে পঞ্চায়েতের তরফে রাজনীতির রং দেখা হচ্ছে । বলা হচ্ছে, বিজেপিকে ভোট দেওয়ায়, তাঁদের ত্রাণ দেওয়া হবে না ৷’’ দিলীপ ঘোষের পরামর্শ, এই সময় সরকারের আরও অ্যাকটিভ হওয়া উচিত । তাঁর প্রশ্ন, মুখ্যমন্ত্রী মিটিং করছেন, কিন্তু তার লাভ কী হচ্ছে ? কারণ সাধারণ মানুষ এখনও রাস্তায় শুয়ে আছে, অভিযোগ দিলীপ ঘোষের ৷

আরও পড়ুন : যাঁদের দুয়ার নেই, তাঁদের কী হবে, দুয়ারে ত্রাণকে কটাক্ষ দিলীপের

যদিও বিজেপির এই অভিযোগ পত্রপাট খারিজ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ বিজেপির রাজ্য সভাপতির অভিযোগের পাল্টা তিনি বলেন, গতকালই বিজেপির রাজ্য কমিটির সদস্য, তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় বলেছিলেন, রাজ্য সরকারের সমালোচনার আগে, বিজেপির নিজেদের আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে । তা হলে বিজেপির রাজ্য সভাপতি কেন সেকথা শুনছেন না ? প্রশ্ন কুণালের । তাঁর কথায়, সরকার তার কাজ করছে । তাদের কাজ করতে দেওয়া হোক । আর বিজেপির এখন সময় নিজেদের আত্মসমালোচনা করার ।

কলকাতা, 30 মে : যশ পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে এবার ময়দানে নামল বিজেপি । যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সংকটের পরিস্থিতিতে এটা রাজনীতি করার সময় নয় ৷ অথচ বিজেপির রাজ্য সভাপতি এই সময় রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন । রবিবার দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, ত্রাণ নিয়েও রাজনীতি করছে সরকার । বিজেপি করায় পঞ্চায়েত স্তরে তাঁদের কর্মীদের ত্রাণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ।

এদিন দিলীপ ঘোষ রাজ্য সরকারের দুয়ারে ত্রাণ নিয়ে ফের একবার মুখ খুললেন ৷ যা নিয়ে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলছেন, দুয়ারে রেশন, বলছেন দুয়ারে ত্রাণ দেবেন । সাধারণ মানুষ এ সবকিছু পাক, আমরাও চাইছি । তবে, সাধারণ মানুষ তো এই বিপর্যয়ের পর খোলা আকাশের নিচে রয়েছেন । অনেকে এখন ক্যাম্পে রয়েছেন ৷ সেখানে খাবারের ব্যবস্থা সরকারের তরফে এখনও করা হয়নি । আর করলেও সেখানে পঞ্চায়েতের তরফে রাজনীতির রং দেখা হচ্ছে । বলা হচ্ছে, বিজেপিকে ভোট দেওয়ায়, তাঁদের ত্রাণ দেওয়া হবে না ৷’’ দিলীপ ঘোষের পরামর্শ, এই সময় সরকারের আরও অ্যাকটিভ হওয়া উচিত । তাঁর প্রশ্ন, মুখ্যমন্ত্রী মিটিং করছেন, কিন্তু তার লাভ কী হচ্ছে ? কারণ সাধারণ মানুষ এখনও রাস্তায় শুয়ে আছে, অভিযোগ দিলীপ ঘোষের ৷

আরও পড়ুন : যাঁদের দুয়ার নেই, তাঁদের কী হবে, দুয়ারে ত্রাণকে কটাক্ষ দিলীপের

যদিও বিজেপির এই অভিযোগ পত্রপাট খারিজ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ বিজেপির রাজ্য সভাপতির অভিযোগের পাল্টা তিনি বলেন, গতকালই বিজেপির রাজ্য কমিটির সদস্য, তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় বলেছিলেন, রাজ্য সরকারের সমালোচনার আগে, বিজেপির নিজেদের আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে । তা হলে বিজেপির রাজ্য সভাপতি কেন সেকথা শুনছেন না ? প্রশ্ন কুণালের । তাঁর কথায়, সরকার তার কাজ করছে । তাদের কাজ করতে দেওয়া হোক । আর বিজেপির এখন সময় নিজেদের আত্মসমালোচনা করার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.