কলকাতা, 28 ফেব্রুয়ারি : হিংসার রাজনীতি এ রাজ্য থেকেই শুরু হয়েছে ৷ পশ্চিমবঙ্গে হিংসার প্রোডাকশন হাউজ় রয়েছে ৷ ফের বিস্ফোরক মন্তব্য করলেন বঙ্গ BJP-র সভাপতি দিলীপ ঘোষ ৷
তিনি বলেন, "হিংসার রাজনীতি এখান থেকেই শুরু হয় । এখানে হিংসার প্রোডাকশন হাউজ় আছে । এখন থেকেই সারা দুনিয়া ও সারা ভারতে ছরিয়ে যাচ্ছে । হিংসায় উৎসাহ দেওয়া হয় । যখন মার খায়, তখন চোখে জল পড়ে ৷ হিংসা ছড়ানোর দরকার কী? পয়সা দিয়ে, বিরিয়ানি দিয়ে, হিংসা ছড়ানো হচ্ছে ।"
আজই ওড়িশায় বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হিংসার রাজনীতি বন্ধ হওয়া উচিত ৷ এবার মুখ্যমন্ত্রীর সেই কথারই পালটা দিলেন দিলীপ ঘোষ ৷ বললেন, "রোজ এখানে মহিলাদের উপর অত্যাচার হয়, খুন হয় ৷ তখন তো আপনার প্রাণ কাদেঁ না । দিল্লি, পঞ্জাব, কাশ্মীর নিয়ে আপনার এত কষ্ট । পশ্চিমবঙ্গের মানুষের জীবনের কী মূল্য নেই? আগে নিজের ঘর সামলান । পরে অন্যের বাগানে নজর দেবেন ৷"
একইসঙ্গে মুখ্যমন্ত্রী ও অমিত শাহের বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "অমিত শাহের সামনে কিছুই মুখ খোলেননি । অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা কিছুই বলেননি । সংবাদমাধ্যমের সামনে উল্টো পাল্টা বলেছেন ।"