ETV Bharat / city

"রাজনৈতিক হত্যা বন্ধ হওয়া দরকার", মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে টুইট রাজ্যপালের - টিটাগড়ে BJP নেতা খুন

"আমি আশাবাদী, রাজ্যের এই আইনশৃঙ্খলার অবনতি ও গণতন্ত্রের অবক্ষয়ের বিষয়গুলি মুখ্যমন্ত্রীকে জানানো হবে । রাজনৈতিক হিংসা ও হত্যা বন্ধ হওয়া দরকার ।" মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে টুইট রাজ্যপালের ।

Governor Jagdeep Dhankhar
রাজ্যপাল - মুখ্যসচিব বৈঠক
author img

By

Published : Oct 5, 2020, 3:59 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : রাজনৈতিক হিংসা ও হত্যা বন্ধ হওয়া দরকার । মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে উদ্বেগপ্রকাশ করে টুইটারে এই বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সকাল দশটায় রাজভবনে ডাকা হয়েছিল ACS এবং DGP-কে । কিন্তু তাঁদের পরিবর্তে বৈঠকে যান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

বৈঠক শেষে রাজ্যপাল একটি টুইট করেন । সেখানে তিনি লেখেন, "রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে রাজ্যের নতুন মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে । আমি আশাবাদী, রাজ্যের এই আইনশৃঙ্খলার অবনতি ও গণতন্ত্রের অবক্ষয়ের বিষয়গুলি মুখ্যমন্ত্রীকে জানানো হবে । রাজনৈতিক হিংসা ও হত্যা বন্ধ হওয়া দরকার ।"

  • Conveyed my concern of the present alarming scenario @MamataOfficial to the new Chief Secretary.

    Am sure Chief Minister would be indicated all these critical aspects that run down democratic governance and lawlessness.

    Political violence and targeted killings must stop.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতরাতে উত্তর 24 পরগনার টিটাগড়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন BJP নেতা তথা বিদায়ী কাউন্সিলর মণীশ শুক্লা । এই খুনের জন্য তৃণমূলকেই দায়ি করে BJP ।

আরও পড়ুন : এর আগেও একাধিকবার খুনের চেষ্টা হয়েছে BJP নেতাকে

মণীশ শুক্লা অর্জুন সিংয়ের ঘনিষ্ট ছিলেন । এই খুনের পর অর্জুন সিং টুইটারে লেখেন, “এই কুকর্মের ফল পেতে হবে তৃণমূলকে।"

যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে । পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, এই খুন BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনার পরই টিটাগড় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । বি টি রোড অবরোধ করা হয় ।

আরও পড়ুন : টিটাগড়ে BJP নেতা খুনে CBI তদন্ত দাবি বিজয়বর্গীয়র

রাজ্যপাল জাগদীপ ধনকড় এই ঘটনাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেন । টিটাগড় পৌরসভার কাউন্সিলর মণীশ শুক্লার খুনের ঘটনায় আজ তিনি রাজ্যের DGP এবং ACS-কে তলব করেছিলেন ৷ 10 টায় তাঁদের আসতে বলেছিলেন ৷ গতকাল এই নিয়ে টুইটও করেছিলেন তিনি । লিখেছিলেন, "টিটাগড় পৌরসভার কাউন্সিলর মণীশ শুক্লাকে পার্টি অফিসের সামনে নৃশংসভাবে খুন করা হয়েছে । আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে । সেজন্য স্বরাষ্ট্রদপ্তরের ACS এবং রাজ্য পুলিশ DG-কে রাজভবনে তলব করা হয়েছে ।"

কলকাতা, 5 সেপ্টেম্বর : রাজনৈতিক হিংসা ও হত্যা বন্ধ হওয়া দরকার । মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে উদ্বেগপ্রকাশ করে টুইটারে এই বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সকাল দশটায় রাজভবনে ডাকা হয়েছিল ACS এবং DGP-কে । কিন্তু তাঁদের পরিবর্তে বৈঠকে যান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

বৈঠক শেষে রাজ্যপাল একটি টুইট করেন । সেখানে তিনি লেখেন, "রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে রাজ্যের নতুন মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে । আমি আশাবাদী, রাজ্যের এই আইনশৃঙ্খলার অবনতি ও গণতন্ত্রের অবক্ষয়ের বিষয়গুলি মুখ্যমন্ত্রীকে জানানো হবে । রাজনৈতিক হিংসা ও হত্যা বন্ধ হওয়া দরকার ।"

  • Conveyed my concern of the present alarming scenario @MamataOfficial to the new Chief Secretary.

    Am sure Chief Minister would be indicated all these critical aspects that run down democratic governance and lawlessness.

    Political violence and targeted killings must stop.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতরাতে উত্তর 24 পরগনার টিটাগড়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন BJP নেতা তথা বিদায়ী কাউন্সিলর মণীশ শুক্লা । এই খুনের জন্য তৃণমূলকেই দায়ি করে BJP ।

আরও পড়ুন : এর আগেও একাধিকবার খুনের চেষ্টা হয়েছে BJP নেতাকে

মণীশ শুক্লা অর্জুন সিংয়ের ঘনিষ্ট ছিলেন । এই খুনের পর অর্জুন সিং টুইটারে লেখেন, “এই কুকর্মের ফল পেতে হবে তৃণমূলকে।"

যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে । পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, এই খুন BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনার পরই টিটাগড় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । বি টি রোড অবরোধ করা হয় ।

আরও পড়ুন : টিটাগড়ে BJP নেতা খুনে CBI তদন্ত দাবি বিজয়বর্গীয়র

রাজ্যপাল জাগদীপ ধনকড় এই ঘটনাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেন । টিটাগড় পৌরসভার কাউন্সিলর মণীশ শুক্লার খুনের ঘটনায় আজ তিনি রাজ্যের DGP এবং ACS-কে তলব করেছিলেন ৷ 10 টায় তাঁদের আসতে বলেছিলেন ৷ গতকাল এই নিয়ে টুইটও করেছিলেন তিনি । লিখেছিলেন, "টিটাগড় পৌরসভার কাউন্সিলর মণীশ শুক্লাকে পার্টি অফিসের সামনে নৃশংসভাবে খুন করা হয়েছে । আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে । সেজন্য স্বরাষ্ট্রদপ্তরের ACS এবং রাজ্য পুলিশ DG-কে রাজভবনে তলব করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.