ETV Bharat / city

Tarun Majumdar Demise: বাংলার সমাজজীবনের বড় ক্ষতি হল, তরুণ মজুমদারের প্রয়াণে মন্তব্য সুজনের - TMC MLA Madan Mitra

প্রয়াত বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar Passes Away) ৷ দীর্ঘদিন তিনি কলকাতার এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

Political Personalities express grief at Tarun Majumdar Death
Tarun Majumdar Demise: বাংলার সমাজজীবনের বড় ক্ষতি হল, তরুণ-প্রয়াণে মন্তব্য সুজনের
author img

By

Published : Jul 4, 2022, 5:54 PM IST

কলকাতা, 4 জুলাই : বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী তরুণ মজুমদার প্রয়াত হয়েছেন সোমবার সকালে (Tarun Majumdar Passes Away) ৷ তার পর তাঁকে শেষবারের জন্য দেখতে অনেকেই হাজির হয়েছিলেন কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ৷ সেই তালিকায় চলচ্চিত্র জগতের কলাকুশলীরা যেমন ছিলেন, তেমনই ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷ বিশেষ করে বামপন্থী রাজনৈতিক নেতারা হাজির হয়েছিলেন ৷ কারণ, প্রয়াত এই চিত্র পরিচালক নিজেও বামপন্থী ছিলেন ৷ প্রত্যেকেই শোকবার্তা দিয়েছেন ৷

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘বাংলার সমাজজীবনের বড় ক্ষতি হল ৷’’ এসেছিলেন সিপিএমের আরেক নেতা সুশান্ত ঘোষও ৷ তিনি বলেন, ‘‘ক‘দিন আগে যখন এসেছিলাম, তখন কথা বলতে পারতেন না ৷ হাত নেড়ে আমাকে ভালো থাকতে বলেছিলেন ৷ আমার শেষ বইয়ে উনি ভূমিকা লিখেছিলেন ৷ এটা অনেক বড় প্রাপ্তি ৷’’

তরুণ মজুমদারের প্রয়াণে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া

এছাড়া রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও হাজির হয়েছিলেন ৷ তিনি জানান, হাসপাতালে ভর্তি থাকার সময় তরুণ মজুমদারের খোঁজখবর নিতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷

অন্যদিকে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্রও (TMC MLA Madan Mitra) ৷ তিনি বলেন, তরুণ মজুমদার মিষ্টি ছবি, তরুণ মজুমদার মানে বাংলা ছবি ৷ তিনি যে ছবিই করতেন, প্রযোজককে কখনও ভাবতে হত না ৷’’

এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar) বলেন, ‘‘বাংলায় কালজয়ী সিনেমা তৈরি করেছেন ৷ সেই ধরনের সিনেমা মনে হয় এখন আর তৈরি হয় না ৷’’

আরও পড়ুন : Tarun Majumdar Demise: 'অবিসংবাদী পরিচালক', একসঙ্গে কাজ করতে না-পারার আক্ষেপ ঝরে পড়ল মিঠুনের গলায়

কলকাতা, 4 জুলাই : বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী তরুণ মজুমদার প্রয়াত হয়েছেন সোমবার সকালে (Tarun Majumdar Passes Away) ৷ তার পর তাঁকে শেষবারের জন্য দেখতে অনেকেই হাজির হয়েছিলেন কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ৷ সেই তালিকায় চলচ্চিত্র জগতের কলাকুশলীরা যেমন ছিলেন, তেমনই ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷ বিশেষ করে বামপন্থী রাজনৈতিক নেতারা হাজির হয়েছিলেন ৷ কারণ, প্রয়াত এই চিত্র পরিচালক নিজেও বামপন্থী ছিলেন ৷ প্রত্যেকেই শোকবার্তা দিয়েছেন ৷

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘বাংলার সমাজজীবনের বড় ক্ষতি হল ৷’’ এসেছিলেন সিপিএমের আরেক নেতা সুশান্ত ঘোষও ৷ তিনি বলেন, ‘‘ক‘দিন আগে যখন এসেছিলাম, তখন কথা বলতে পারতেন না ৷ হাত নেড়ে আমাকে ভালো থাকতে বলেছিলেন ৷ আমার শেষ বইয়ে উনি ভূমিকা লিখেছিলেন ৷ এটা অনেক বড় প্রাপ্তি ৷’’

তরুণ মজুমদারের প্রয়াণে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া

এছাড়া রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও হাজির হয়েছিলেন ৷ তিনি জানান, হাসপাতালে ভর্তি থাকার সময় তরুণ মজুমদারের খোঁজখবর নিতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷

অন্যদিকে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্রও (TMC MLA Madan Mitra) ৷ তিনি বলেন, তরুণ মজুমদার মিষ্টি ছবি, তরুণ মজুমদার মানে বাংলা ছবি ৷ তিনি যে ছবিই করতেন, প্রযোজককে কখনও ভাবতে হত না ৷’’

এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar) বলেন, ‘‘বাংলায় কালজয়ী সিনেমা তৈরি করেছেন ৷ সেই ধরনের সিনেমা মনে হয় এখন আর তৈরি হয় না ৷’’

আরও পড়ুন : Tarun Majumdar Demise: 'অবিসংবাদী পরিচালক', একসঙ্গে কাজ করতে না-পারার আক্ষেপ ঝরে পড়ল মিঠুনের গলায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.