ETV Bharat / city

সিঁথি থানায় অভিযুক্তর মৃত্যুতে রাজনৈতিক রং - সিঁথি থানায় পুলিশ হেফাজতে মৃত্যু

সিঁথি থানায় পুলিশ হেফাজতে মৃত্যু ঘিরে রাজনীতির রং । BJP-র দাবি, মৃত রাজকুমার সাউ তাদের কর্মী ছিলেন । কিন্তু মৃতের ছেলে জানান, তাঁর বাবা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না ।

political colour on custodial death
BJP-র শেষ দেখার হুমকি
author img

By

Published : Feb 10, 2020, 11:26 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : সিঁথি থানায় পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে লেগে গেল রাজনীতির রং। BJP-র দাবি, মৃত রাজকুমার সাউ তাদের কর্মী ছিলেন । BJP-র পক্ষ থেকে রাজ্য নেতা রাজু সরকার ঘটনার পর আসেন সিঁথি থানায়। হুমকি দেন মৃতদেহ নিয়ে মিছিল করবে BJP । মিছিল লাল বাজার থেকে কালীঘাট হয়ে নবান্ন যাবে । এই ঘটনার শেষ দেখে নেওয়ার হুমকি দেন ওই BJP নেতা ।


রাজু সরকার বলেন, “ রাজকুমার BJP-র একনিষ্ঠ কর্মী ছিলেন । সেই কারণে তাঁকে থানার ভেতরে পিটিয়ে মেরে ফেলা হল । এখনও পর্যন্ত এলেন না পুলিশ কমিশনার অনুজ শর্মা । সম্পূর্ণ বিনা প্ররোচনায় মিথ্যা অপবাদ দিয়ে ধরে আনা হল তাঁকে । এই ঘটনার জন্য যতদূর যাওয়া যায় ততদূর পর্যন্ত আমরা যাব । আমরা রাজকুমারের মৃতদেহ নিয়ে লালবাজার থেকে কালীঘাট হয়ে নবান্ন পর্যন্ত মিছিল করব ।"

BJP-র শেষ দেখার হুমকি

যদিও রাজকুমারবাবুর ছেলে অমিত সাউয়ের দাবি, কোনও রাজনীতি করতেন না তাঁর বাবা । রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না।

কলকাতা, 10 ফেব্রুয়ারি : সিঁথি থানায় পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে লেগে গেল রাজনীতির রং। BJP-র দাবি, মৃত রাজকুমার সাউ তাদের কর্মী ছিলেন । BJP-র পক্ষ থেকে রাজ্য নেতা রাজু সরকার ঘটনার পর আসেন সিঁথি থানায়। হুমকি দেন মৃতদেহ নিয়ে মিছিল করবে BJP । মিছিল লাল বাজার থেকে কালীঘাট হয়ে নবান্ন যাবে । এই ঘটনার শেষ দেখে নেওয়ার হুমকি দেন ওই BJP নেতা ।


রাজু সরকার বলেন, “ রাজকুমার BJP-র একনিষ্ঠ কর্মী ছিলেন । সেই কারণে তাঁকে থানার ভেতরে পিটিয়ে মেরে ফেলা হল । এখনও পর্যন্ত এলেন না পুলিশ কমিশনার অনুজ শর্মা । সম্পূর্ণ বিনা প্ররোচনায় মিথ্যা অপবাদ দিয়ে ধরে আনা হল তাঁকে । এই ঘটনার জন্য যতদূর যাওয়া যায় ততদূর পর্যন্ত আমরা যাব । আমরা রাজকুমারের মৃতদেহ নিয়ে লালবাজার থেকে কালীঘাট হয়ে নবান্ন পর্যন্ত মিছিল করব ।"

BJP-র শেষ দেখার হুমকি

যদিও রাজকুমারবাবুর ছেলে অমিত সাউয়ের দাবি, কোনও রাজনীতি করতেন না তাঁর বাবা । রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না।

Intro:কলকাতা, 10 ফেব্রুয়ারি: সিঁথি থানায় পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে লেগে গেল রাজনীতির রং। বিজেপির তরফে দাবি করা হলো, মৃত রাজকুমার সাউ তাদের কর্মী ছিলেন। বিজেপির পক্ষ থেকে রাজ্য নেতা রাজু সরকার ছুটে আসেন সিঁথি থানায়। হুমকি দেন মৃতদেহ নিয়ে মিছিল করবে বিজেপি। সে মিছিল লাল বাজার থেকে কালীঘাট হয়ে নবান্ন যাবে।


Body:রাজু বলেন, “ রাজকুমার বিজেপির একনিষ্ঠ কর্মী ছিলেন। সেই কারণে তাকে থানার ভেতরে পিটিয়ে মেরে ফেলা হলো। এখনো পর্যন্ত এলেন না পুলিশ কমিশনার অনুজ শর্মা। সম্পূর্ণ বিনা প্ররোচনায় মিথ্যা অপবাদ দিয়ে ধরে আনা হলো তাকে। এই ঘটনার জন্য যতদূর যাওয়া যায় ততদূর পর্যন্ত আমরা যাব। আমরা রাজকুমারের মৃতদেহ নিয়ে লালবাজার থেকে কালীঘাট হয়ে নবান্ন পর্যন্ত মিছিল করব।"



Conclusion:যদিও রাজকুমার বাবুর ছেলে অমিত সাউয়ের দাবি, কোন রাজনীতি করতেন না তিনি। রাজনীতির সঙ্গে কোন যোগাযোগ ছিল না। অমিতের দাবিকে কার্যত অস্বস্তিতে পড়ে যান বিজেপি নেতা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.