কলকাতা, 3 মার্চ : এসএসসি-তে সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার আবারও কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখিয়ে নবান্ন অভিযানের ডাক দেন চাকরিপ্রার্থীদের (SSC Candidates organize protest at College Street) । পাশাপাশি পরীক্ষার নোটিফিকেশন জারি করার দাবি নিয়েও বিক্ষোভ দেখানো হয় । এদিন কলেজ স্ট্রিটে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ ৷
এসিসি-তে অবিলম্বে সবক'টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চালু করা-সহ প্রতি বছর এসএসসি পরীক্ষা হোক সেই দাবিতে আজ বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা । এদিন তাঁরা এদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন । তবে কলেজ স্ট্রিট মোড়েই বিশাল পুলিশের বাহিনী ব্যরিকেড করে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা চালায় । পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর । এরপর বিক্ষোভকারীরা ব্যরিকেড ভাঙার চেষ্টা করলে তাঁদের আটক করা হয় । পুলিশের তরফে জানানো হয়, মিছিলের কর্মসূচির আগাম অনুমতি ছিল না । তাই মিছিল আটকানো হয়েছে ।
এদিন বিক্ষোভকারীরা প্রথমে কলেজ স্কোয়ারে জমায়েত করেন । এরপর তাঁরা নবান্নের দিকে এগোতে শুরু করলে পুলিশ তাঁদের বাধা দেয় । প্রথমে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করে পুলিশ । তবে আন্দোলনকারীরা পুলিশের কথা না শুনেই এগোতে থাকেন । তাঁরা গার্ড রেল ভেঙে ফেলে এগোতে থাকলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ৷ হাতাহাতিও হয় খানিক ৷ তারপরই আন্দোলনকারীদের আটক করা হয় ৷
আরও পড়ুন : SSC Corruption: দু'সপ্তাহের জন্য শিক্ষক নিয়োগে সিবিআই অনুসন্ধান স্থগিতের নির্দেশ ডিভিশন বেঞ্চের