ETV Bharat / city

রণক্ষেত্র সুলেখার মোড়, লাঠিচার্জের পর ক্ষমা প্রার্থনা পুলিশের - Jadavpur

রাত 8টা নাগাদ সুলেখা মোড় চত্বর অবরোধ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ পুলিশি ব্যারিকেডের অন্য প্রান্তে জমায়েত করেছিল তারা ৷ JNU-এর ঘটনার প্রতিবাদে তাদের এই অবরোধ কর্মসূচি ৷ এইট বি বাস স্ট্যান্ডের দিক থেকে আসা সেই মিছিলকেও সুলেখা মোড়ে আটকে দেওয়া হয় ৷ এই মিছিলের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে CPI(M)-এরও একটি মিছিল সুলেখা মোড়ে পৌঁছায় ৷ সেটিকেও আটকে দেয় পুলিশ ৷ এবার শুরু হয় ঝামেলা ৷

Jadavpur University
রণক্ষেত্র সুলেখার মোড়, পুলিশের লাঠিচার্জ
author img

By

Published : Jan 6, 2020, 8:22 PM IST

Updated : Jan 7, 2020, 12:09 AM IST

কলকাতা, 6 জানুয়ারি : BJP, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও CPI(M)-এর মিছিল ঘিরে রণক্ষেত্র যাদবপুরের সুলেখা মোড় ৷ আজ সন্ধে নাগাদ সুলেখার মোড়ে এই তিনটি মিছিল সামনা-সামনি চলে আসে ৷ আগে থেকেই সেখানে মোতায়েন ছিল যাদবপুর থানার পুলিশ ৷ মিছিল আটকানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা ৷ পুলিশের বাধার মুখে পড়ে CPI(M) ও BJP তাদের মিছিল নিয়ে সরে যায় ৷ অভিযোগ, পড়ুয়ারা এলাকা ছাড়তে চায়নি ৷ তখনই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ পড়ুয়াদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল ৷ অথচ তাদের উপর এলোপাথাড়ি লাঠিচার্জ করেন কর্তব্যরত পুলিশকর্মীরা ৷ মহিলাদেরও মারধরের অভিযোগ উঠেছে ৷

পড়ুয়া-পুলিশ খন্ডযুদ্ধে রণক্ষেত্র সুলেখার মোড়

আজ সন্ধে থেকেই উত্তপ্ত ছিল যাদবপুর ৷ গতরাতে যাদবপুরে BJP-র একটি পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় ৷ BJP-র অভিযোগ, যাদবপুরের পড়ুয়ারা এই ভাঙচুর করে ৷ মদ্যপ অবস্থায় তাদের পার্টি অফিসে হামলা চালায় ৷ BJP-র কর্মী ও সমর্থকদের গালিগালাজ করে ৷ পতাকা পুড়িয়ে দেয় ৷ প্রতিবাদে আজ তারা ধিক্কার মিছিলের ডাক দেয় ৷ স্থানীয় BJP নেতৃত্ব সূচি মতো সন্ধেবেলা বাঘাযতীন থেকে যাদবপুর থানার দিকে মিছিল নিয়ে এগোতে শুরু করে ৷ অশান্তির আঁচ পেয়ে আগে থেকেই সুলেখার মোড়ে তৈরি ছিল পুলিশ ৷ তারা ব্যারিকেড গড়ে তুলেছিল ৷ সুলেখার মোড়ে আসা মাত্র সেই মিছিল আটকে দেন কর্তব্যরত পুলিশকর্মীরা ৷ প্রতিবাদে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় BJP ৷


এরইমধ্যে রাত 8টা নাগাদ সুলেখা মোড় চত্বর অবরোধ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ পুলিশি ব্যারিকেডের অন্য প্রান্তে জমায়েত করেছিল তারা ৷ JNU-এর ঘটনার প্রতিবাদে তাদের এই অবরোধ কর্মসূচি ৷ এইট বি বাস স্ট্যান্ডের দিক থেকে আসা সেই মিছিলকেও সুলেখা মোড়ে আটকে দেওয়া হয় ৷ এই মিছিলের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে CPI(M)-এরও একটি মিছিল সুলেখা মোড়ে পৌঁছায় ৷ সেটিকেও আটকে দেয় পুলিশ ৷ এবার শুরু হয় ঝামেলা ৷ তিনটি মিছিল আটকাতে হিমশিম খেতে হয় কর্তব্যরত পুলিশকর্মীদের ৷ তিন পক্ষকেই মিছিল সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করে পুলিশ প্রশাসন ৷ BJP ও CPI(M)-এর কর্মী-সমর্থকরা পুলিশের অনুরোধ মেনে আর সামনে এগোয়নি ৷ তবে পুলিশের আবেদনে পড়ুয়ারা কর্ণপাত করেনি বলে অভিযোগ ৷ তারা বিক্ষোভ চালাতে থাকে ৷ তখন পুলিশ ও পড়ুয়াদের মধ্যে বচসা শুরু হয় ৷ আর তা গড়ায় হাতাহাতিতে ৷ একসময় পুলিশ লাঠিচার্জ করে ৷ পড়ুয়াদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল ৷ কিন্তু, পুলিশকর্মীরা তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাস্তায় ফেলে মারধর করে ৷ তাদের কয়েকজন জখম হয় ৷ এমন কী মহিলাদের উপরও নাকি লাঠি চালানো হয় ৷

তবে পুলিশের প্রতিরোধের মুখে পড়লেও অবস্থান তুলে নেয়নি পড়ুয়ারা ৷ পুলিশকে ক্ষমা চাইতে হবে, এই দাবি তোলে তারা ৷ নিজেদের দাবি পূরণে সাড়ে আটটা থেকে ফের সুলেখা মোড় অবরোধ করে পড়ুয়ারা ৷ পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থানে আসে পুলিশের একাধিক আধিকারিক ৷ তারা পড়ুয়াদের অবরোধ প্রত্যাহারের আবেদন জানান ৷ আসেন DC(SSD) সুদীপ সরকার ৷ পড়ুয়াদের দাবি, সুদীপ সরকার তাদের কাছে ক্ষমা চান ৷ শেষে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা ৷

কলকাতা, 6 জানুয়ারি : BJP, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও CPI(M)-এর মিছিল ঘিরে রণক্ষেত্র যাদবপুরের সুলেখা মোড় ৷ আজ সন্ধে নাগাদ সুলেখার মোড়ে এই তিনটি মিছিল সামনা-সামনি চলে আসে ৷ আগে থেকেই সেখানে মোতায়েন ছিল যাদবপুর থানার পুলিশ ৷ মিছিল আটকানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা ৷ পুলিশের বাধার মুখে পড়ে CPI(M) ও BJP তাদের মিছিল নিয়ে সরে যায় ৷ অভিযোগ, পড়ুয়ারা এলাকা ছাড়তে চায়নি ৷ তখনই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ পড়ুয়াদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল ৷ অথচ তাদের উপর এলোপাথাড়ি লাঠিচার্জ করেন কর্তব্যরত পুলিশকর্মীরা ৷ মহিলাদেরও মারধরের অভিযোগ উঠেছে ৷

পড়ুয়া-পুলিশ খন্ডযুদ্ধে রণক্ষেত্র সুলেখার মোড়

আজ সন্ধে থেকেই উত্তপ্ত ছিল যাদবপুর ৷ গতরাতে যাদবপুরে BJP-র একটি পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় ৷ BJP-র অভিযোগ, যাদবপুরের পড়ুয়ারা এই ভাঙচুর করে ৷ মদ্যপ অবস্থায় তাদের পার্টি অফিসে হামলা চালায় ৷ BJP-র কর্মী ও সমর্থকদের গালিগালাজ করে ৷ পতাকা পুড়িয়ে দেয় ৷ প্রতিবাদে আজ তারা ধিক্কার মিছিলের ডাক দেয় ৷ স্থানীয় BJP নেতৃত্ব সূচি মতো সন্ধেবেলা বাঘাযতীন থেকে যাদবপুর থানার দিকে মিছিল নিয়ে এগোতে শুরু করে ৷ অশান্তির আঁচ পেয়ে আগে থেকেই সুলেখার মোড়ে তৈরি ছিল পুলিশ ৷ তারা ব্যারিকেড গড়ে তুলেছিল ৷ সুলেখার মোড়ে আসা মাত্র সেই মিছিল আটকে দেন কর্তব্যরত পুলিশকর্মীরা ৷ প্রতিবাদে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় BJP ৷


এরইমধ্যে রাত 8টা নাগাদ সুলেখা মোড় চত্বর অবরোধ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ পুলিশি ব্যারিকেডের অন্য প্রান্তে জমায়েত করেছিল তারা ৷ JNU-এর ঘটনার প্রতিবাদে তাদের এই অবরোধ কর্মসূচি ৷ এইট বি বাস স্ট্যান্ডের দিক থেকে আসা সেই মিছিলকেও সুলেখা মোড়ে আটকে দেওয়া হয় ৷ এই মিছিলের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে CPI(M)-এরও একটি মিছিল সুলেখা মোড়ে পৌঁছায় ৷ সেটিকেও আটকে দেয় পুলিশ ৷ এবার শুরু হয় ঝামেলা ৷ তিনটি মিছিল আটকাতে হিমশিম খেতে হয় কর্তব্যরত পুলিশকর্মীদের ৷ তিন পক্ষকেই মিছিল সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করে পুলিশ প্রশাসন ৷ BJP ও CPI(M)-এর কর্মী-সমর্থকরা পুলিশের অনুরোধ মেনে আর সামনে এগোয়নি ৷ তবে পুলিশের আবেদনে পড়ুয়ারা কর্ণপাত করেনি বলে অভিযোগ ৷ তারা বিক্ষোভ চালাতে থাকে ৷ তখন পুলিশ ও পড়ুয়াদের মধ্যে বচসা শুরু হয় ৷ আর তা গড়ায় হাতাহাতিতে ৷ একসময় পুলিশ লাঠিচার্জ করে ৷ পড়ুয়াদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল ৷ কিন্তু, পুলিশকর্মীরা তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাস্তায় ফেলে মারধর করে ৷ তাদের কয়েকজন জখম হয় ৷ এমন কী মহিলাদের উপরও নাকি লাঠি চালানো হয় ৷

তবে পুলিশের প্রতিরোধের মুখে পড়লেও অবস্থান তুলে নেয়নি পড়ুয়ারা ৷ পুলিশকে ক্ষমা চাইতে হবে, এই দাবি তোলে তারা ৷ নিজেদের দাবি পূরণে সাড়ে আটটা থেকে ফের সুলেখা মোড় অবরোধ করে পড়ুয়ারা ৷ পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থানে আসে পুলিশের একাধিক আধিকারিক ৷ তারা পড়ুয়াদের অবরোধ প্রত্যাহারের আবেদন জানান ৷ আসেন DC(SSD) সুদীপ সরকার ৷ পড়ুয়াদের দাবি, সুদীপ সরকার তাদের কাছে ক্ষমা চান ৷ শেষে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা ৷

Last Updated : Jan 7, 2020, 12:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.