ETV Bharat / city

KMC Election 2021 : কলকাতা পৌরভোটে কেন্দ্রে ও বুথের ভেতরে কেমন থাকছে পুলিশি প্রহরা ? - সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধ পরিকর রাজ্য নির্বাচন কমিশন

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন (KMC Election 2021) করাতে বদ্ধ পরিকর রাজ্য নির্বাচন কমিশন ৷ সেই জন্যেই বৈঠক করে রাজ্য পুলিশকে বিভিন্ন জায়গায় নজরদারি জোরদার করার নির্দেশ দিল কমিশন ৷

KMC Election
কলকাতা পৌরভোট
author img

By

Published : Dec 19, 2021, 7:16 AM IST

কলকাতা, 19 ডিসেম্বর : আর কিছুক্ষন পরেই কলকাতার 144টি পৌরসভা কেন্দ্রে নির্বাচন (KMC Election 2021) । কলকাতা পৌর নির্বাচনে স্পর্শকাতর ভোটকেন্দ্রের সংখ্যা 786 ও স্পর্শকাতর বুথের সংখ্যা 1139 । সবদিক থেকে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে দফায় দফায় বৈঠক করছে রাজ্য নির্বাচন কমিশন ৷ নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও রকম খামতি না থাকে তাই পুলিশ প্রশাসন ইতিমধ্যেই কোমর বেঁধেছে । ডিসি, পুলিশ কমিশনার ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠক করেন নির্বাচন কমিশনার সৌরভ দাস ।

কমিশন সূত্রে জানা গিয়েছে :

  • যে কেন্দ্রে 1টি বুথ সেখানে থাকবে 1 জন এএসআই, 2 জন সশস্ত্র পুলিশ, 1 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 2টি বুথ সেখানে থাকবে 1 জন এসআই, 2 জন সশস্ত্র পুলিশ, 2 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 3টি বুথ সেখানে থাকছে 1 জন এসআই, 1 জন এএসআই, 2 জন সশস্ত্র পুলিশ, 3 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 4টি বুথ সেখানে থাকছে 1 জন এসআই, 1 জন এএসআই, 4 জন সশস্ত্র এবং 4 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 5টি বুথ সেখানে থাকছে 1 জন এসআই, 1 জন এএসআই, 4 জন সশস্ত্র এবং 5 জন লাঠিধারী পুলিশ ।

আরও পড়ুন : KMC Election 2021 LIVE : 1139টি সংবেদনশীল বুথ, আজ ভোটের লাইনে তিলোত্তমাবাসী

  • যে কেন্দ্রে 6টি বুথ সেখানে থাকছে 1 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, 1 জন এসআই, 4 জন সশস্ত্র ও 6 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 7টি বুথ সেখানে থাকছে 1 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, 1 জন এএসআই, 4 জন সশস্ত্র ও 7 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 8টি বুথ সেখানে থাকছে 1 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, 2 জন এএসআই, 4 জন সশস্ত্র ও 8 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 9টি বুথ সেখানে থাকছে 1 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, 3 জন এএসআই, 4 জন সশস্ত্র ও 9 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে ১০টি বুথ রয়েছে সেখানে থাকছে 1 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, 4 জন এএসআই, 4 জন সশস্ত্র ও 10 জন লাঠিধারী পুলিশ ।

কলকাতা পৌর নির্বাচনে মোট বুথের সংখ্যা 4959। তার মধ্যে প্রধান বুথ 4739, অতিরিক্ত বা অক্সিলিয়ারি বুথের সংখ্যা 220।

কমিশন সূত্রে প্রাপ্ত বরোভিত্তিক সংবেদনশীল বুথের তালিকা একনজরে (sensitive booths for KMC election):

বরো:1- মোট বুথ: 345

সংবেদনশীল বুথ :112

বরো:2- মোট বুথ: 201

সংবেদনশীল বুথ :69

বরো:3- মোট বুথ: 400

সংবেদনশীল বুথ :100

বরো:4- মোট বুথ: 270
সংবেদনশীল বুথ :91

বরো:5- মোট বুথ: 244

সংবেদনশীল বুথ :36

আরও পড়ুন : সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতে পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ কমিশনের

বরো:6- মোট বুথ: 305

সংবেদনশীল বুথ :71

বরো:7- মোট বুথ: 587

সংবেদনশীল বুথ :250

বরো:8- মোট বুথ: 293

সংবেদনশীল বুথ :31

বরো:9- মোট বুথ: 365

সংবেদনশীল বুথ :43

বরো:10- মোট বুথ: 477

সংবেদনশীল বুথ :67

বরো:11- মোট বুথ: 243

সংবেদনশীল বুথ :48

বোরো:12- মোট বুথ: 278

সংবেদনশীল বুথ :44

বরো:13- মোট বুথ: 208

সংবেদনশীল বুথ :22

বরো:14- মোট বুথ: 264

সংবেদনশীল বুথ :36

বরো:15- মোট বুথ: 245

সংবেদনশীল বুথ :73

বরো:16- মোট বুথ: 236

সংবেদনশীল বুথ :46

সবমিলিয়ে কলকাতা পুরভোটে সংবেদনশীল বুথের সংখ্যা 1139 ৷

জানা গিয়েছে, 16টি বুথের 96 জন করোনা আক্রান্ত ভোটদানের ইচ্ছা প্রকাশ করে কমিশনে চিঠি পাঠিয়েছে ৷ প্রতিটি বরো-তে 2টি করে অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 12 থেকে 15 ডিসেম্বরের মধ্যে কমিশনের উদ্যোগে টিকা নিয়েছেন প্রায় 43356 জন মানুষ । মোট সংখ্যার প্রায় 8946 জন প্রথম ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 34410 জন ।

কলকাতা, 19 ডিসেম্বর : আর কিছুক্ষন পরেই কলকাতার 144টি পৌরসভা কেন্দ্রে নির্বাচন (KMC Election 2021) । কলকাতা পৌর নির্বাচনে স্পর্শকাতর ভোটকেন্দ্রের সংখ্যা 786 ও স্পর্শকাতর বুথের সংখ্যা 1139 । সবদিক থেকে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে দফায় দফায় বৈঠক করছে রাজ্য নির্বাচন কমিশন ৷ নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও রকম খামতি না থাকে তাই পুলিশ প্রশাসন ইতিমধ্যেই কোমর বেঁধেছে । ডিসি, পুলিশ কমিশনার ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠক করেন নির্বাচন কমিশনার সৌরভ দাস ।

কমিশন সূত্রে জানা গিয়েছে :

  • যে কেন্দ্রে 1টি বুথ সেখানে থাকবে 1 জন এএসআই, 2 জন সশস্ত্র পুলিশ, 1 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 2টি বুথ সেখানে থাকবে 1 জন এসআই, 2 জন সশস্ত্র পুলিশ, 2 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 3টি বুথ সেখানে থাকছে 1 জন এসআই, 1 জন এএসআই, 2 জন সশস্ত্র পুলিশ, 3 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 4টি বুথ সেখানে থাকছে 1 জন এসআই, 1 জন এএসআই, 4 জন সশস্ত্র এবং 4 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 5টি বুথ সেখানে থাকছে 1 জন এসআই, 1 জন এএসআই, 4 জন সশস্ত্র এবং 5 জন লাঠিধারী পুলিশ ।

আরও পড়ুন : KMC Election 2021 LIVE : 1139টি সংবেদনশীল বুথ, আজ ভোটের লাইনে তিলোত্তমাবাসী

  • যে কেন্দ্রে 6টি বুথ সেখানে থাকছে 1 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, 1 জন এসআই, 4 জন সশস্ত্র ও 6 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 7টি বুথ সেখানে থাকছে 1 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, 1 জন এএসআই, 4 জন সশস্ত্র ও 7 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 8টি বুথ সেখানে থাকছে 1 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, 2 জন এএসআই, 4 জন সশস্ত্র ও 8 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে 9টি বুথ সেখানে থাকছে 1 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, 3 জন এএসআই, 4 জন সশস্ত্র ও 9 জন লাঠিধারী পুলিশ ।
  • যে কেন্দ্রে ১০টি বুথ রয়েছে সেখানে থাকছে 1 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, 4 জন এএসআই, 4 জন সশস্ত্র ও 10 জন লাঠিধারী পুলিশ ।

কলকাতা পৌর নির্বাচনে মোট বুথের সংখ্যা 4959। তার মধ্যে প্রধান বুথ 4739, অতিরিক্ত বা অক্সিলিয়ারি বুথের সংখ্যা 220।

কমিশন সূত্রে প্রাপ্ত বরোভিত্তিক সংবেদনশীল বুথের তালিকা একনজরে (sensitive booths for KMC election):

বরো:1- মোট বুথ: 345

সংবেদনশীল বুথ :112

বরো:2- মোট বুথ: 201

সংবেদনশীল বুথ :69

বরো:3- মোট বুথ: 400

সংবেদনশীল বুথ :100

বরো:4- মোট বুথ: 270
সংবেদনশীল বুথ :91

বরো:5- মোট বুথ: 244

সংবেদনশীল বুথ :36

আরও পড়ুন : সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতে পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ কমিশনের

বরো:6- মোট বুথ: 305

সংবেদনশীল বুথ :71

বরো:7- মোট বুথ: 587

সংবেদনশীল বুথ :250

বরো:8- মোট বুথ: 293

সংবেদনশীল বুথ :31

বরো:9- মোট বুথ: 365

সংবেদনশীল বুথ :43

বরো:10- মোট বুথ: 477

সংবেদনশীল বুথ :67

বরো:11- মোট বুথ: 243

সংবেদনশীল বুথ :48

বোরো:12- মোট বুথ: 278

সংবেদনশীল বুথ :44

বরো:13- মোট বুথ: 208

সংবেদনশীল বুথ :22

বরো:14- মোট বুথ: 264

সংবেদনশীল বুথ :36

বরো:15- মোট বুথ: 245

সংবেদনশীল বুথ :73

বরো:16- মোট বুথ: 236

সংবেদনশীল বুথ :46

সবমিলিয়ে কলকাতা পুরভোটে সংবেদনশীল বুথের সংখ্যা 1139 ৷

জানা গিয়েছে, 16টি বুথের 96 জন করোনা আক্রান্ত ভোটদানের ইচ্ছা প্রকাশ করে কমিশনে চিঠি পাঠিয়েছে ৷ প্রতিটি বরো-তে 2টি করে অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 12 থেকে 15 ডিসেম্বরের মধ্যে কমিশনের উদ্যোগে টিকা নিয়েছেন প্রায় 43356 জন মানুষ । মোট সংখ্যার প্রায় 8946 জন প্রথম ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 34410 জন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.