ETV Bharat / city

বিধ্বস্ত কলকাতাতেও খাবার বিলি পুলিশের

আমফানের তাণ্ডবে বিধ্বস্ত শহর। স্বভাবতই ব্যস্ত পুলিশ। এর মাঝেও দুস্থদের খাবার বিলি করল কলকাতা পুলিশ।

kolkata police distributed food
কলকাতা
author img

By

Published : May 22, 2020, 1:54 AM IST

কলকাতা, 21 মে: একটানা 58 দিন। লকডাউনের শুরু থেকেই শহরবাসীর একাংশের মুখে খাবার তুলে দিয়েছে কলকাতা পুলিশ । ফুটপাথবাসীর জন্য বিভিন্ন নাইট সেল্টার থেকে শুরু করে শহরের বিভিন্ন বস্তি এলাকায় সকাল, বিকেল খাবার জুগিয়ে চলেছে কলকাতার 79টি থানা। সঙ্গী ট্রাফিক পুলিশ। সেই নিয়মে ভাটা পড়ল না আজ আমফানের তাণ্ডবে বিধ্বস্ত শহরেও। বৃহস্পতিবার এক হাঁটু জলে দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজে দুস্থদের খাবার বণ্টন করল কলকাতা পুলিশ।

ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে লন্ডভন্ড বৃহত্তর কলকাতা । শহরকে ছন্দে ফেরাতে একটানা কাজ করে চলেছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা । দমকল, পৌরকর্মী, দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীদের পাশাপাশি হাত লাগাচ্ছেন পুলিশকর্মীরাও। গতকালের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়নি শহরের এমন রাস্তা নেই। কোথাও ভেঙে পড়েছে গাছ, কোথাও উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। কোথাও বা ছিঁড়েছে বিদ্যুতের তার। বিভিন্ন জায়গায় সাইনবোর্ড ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে শহরকে স্বাভাবিক ছন্দে ফেরানোর যুদ্ধে ব্যস্ত পুলিশ।

বৃহস্পতিবার নগরপাল অনুজ শর্মাও জানান, 24 ঘণ্টা কাজ করছেন পুলিশকর্মীরা। শহরকে ছন্দে ফেরানোকেই এখন পুলিশ কর্মীরা অগ্রাধিকার দিচ্ছেন।

বৃহস্পতিবার ভূষণ পল্লি, সাহাপুর কলোনি, রাজাবাগান বস্তি এলাকার দুস্থদের খাবার বিলি করা হল কলকাতা পুলিশের তরফে। বিধ্বংসী ঝড়ের পরের দিন দুপুরেও নির্দিষ্ট সময়ে এলাকায় এল খাবারের প্যাকেট ভরতি পুলিশের ভ্যান। এক হাঁটু জলে দাঁড়িয়ে পুলিশকর্মীরা খাবার তুলে দিলেন স্থানীয়দের হাতে।

কলকাতা, 21 মে: একটানা 58 দিন। লকডাউনের শুরু থেকেই শহরবাসীর একাংশের মুখে খাবার তুলে দিয়েছে কলকাতা পুলিশ । ফুটপাথবাসীর জন্য বিভিন্ন নাইট সেল্টার থেকে শুরু করে শহরের বিভিন্ন বস্তি এলাকায় সকাল, বিকেল খাবার জুগিয়ে চলেছে কলকাতার 79টি থানা। সঙ্গী ট্রাফিক পুলিশ। সেই নিয়মে ভাটা পড়ল না আজ আমফানের তাণ্ডবে বিধ্বস্ত শহরেও। বৃহস্পতিবার এক হাঁটু জলে দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজে দুস্থদের খাবার বণ্টন করল কলকাতা পুলিশ।

ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে লন্ডভন্ড বৃহত্তর কলকাতা । শহরকে ছন্দে ফেরাতে একটানা কাজ করে চলেছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা । দমকল, পৌরকর্মী, দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীদের পাশাপাশি হাত লাগাচ্ছেন পুলিশকর্মীরাও। গতকালের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়নি শহরের এমন রাস্তা নেই। কোথাও ভেঙে পড়েছে গাছ, কোথাও উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। কোথাও বা ছিঁড়েছে বিদ্যুতের তার। বিভিন্ন জায়গায় সাইনবোর্ড ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে শহরকে স্বাভাবিক ছন্দে ফেরানোর যুদ্ধে ব্যস্ত পুলিশ।

বৃহস্পতিবার নগরপাল অনুজ শর্মাও জানান, 24 ঘণ্টা কাজ করছেন পুলিশকর্মীরা। শহরকে ছন্দে ফেরানোকেই এখন পুলিশ কর্মীরা অগ্রাধিকার দিচ্ছেন।

বৃহস্পতিবার ভূষণ পল্লি, সাহাপুর কলোনি, রাজাবাগান বস্তি এলাকার দুস্থদের খাবার বিলি করা হল কলকাতা পুলিশের তরফে। বিধ্বংসী ঝড়ের পরের দিন দুপুরেও নির্দিষ্ট সময়ে এলাকায় এল খাবারের প্যাকেট ভরতি পুলিশের ভ্যান। এক হাঁটু জলে দাঁড়িয়ে পুলিশকর্মীরা খাবার তুলে দিলেন স্থানীয়দের হাতে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.