ETV Bharat / city

গড়িয়া শুট আউট কাণ্ডে গ্রেফতার পুলিশ কনস্টেবল

author img

By

Published : May 8, 2021, 4:23 PM IST

গড়িয়া শুট আউট কাণ্ডে গ্রেফতার পুলিশের এক কনস্টেবল । নাম মলয়কুমার পাইক । তাকে শুক্রবার রাতে দমদম থেকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ । অভিযুক্তকে এদিন বারুইপুর আদালতে তোলা হয় ।

গড়িয়া শুট আউট কাণ্ডে গ্রেফতার পুলিশ কনস্টেবল
গড়িয়া শুট আউট কাণ্ডে গ্রেফতার পুলিশ কনস্টেবল

কলকাতা, 8 মে : গড়িয়া শুট আউট কাণ্ডে গ্রেফতার পুলিশের এক কনস্টেবল । নাম মলয়কুমার পাইক । তাকে শুক্রবার রাতে দমদম থেকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ । অভিযুক্তকে এদিন বারুইপুর আদালতে তোলা হয় । তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ । বিচারপতি তা মঞ্জুর করেছেন । এই ঘটনায় এখনও উদ্ধার করা যায়নি আগ্নেয়াস্ত্র । তা কোথায় খতিয়ে দেখা হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত নবশ্রী বাজার এলাকায় এক মাছ ব্যবসায়ী বিকাশ হালদারকে লক্ষ্য করে গুলি চালানো হয় । গুলি লাগে বিকাশের ডান পায়ে । রাতেই গুরুতর জখম অবস্থায় প্রথমে কলকাতার পিয়ারলেস হাসপাতাল ও পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । এই ঘটনায় মলয় নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । এই ঘটনায় কার্তিক নামে আরও এক যুবক আহত হয়েছেন ।

কলকাতা, 8 মে : গড়িয়া শুট আউট কাণ্ডে গ্রেফতার পুলিশের এক কনস্টেবল । নাম মলয়কুমার পাইক । তাকে শুক্রবার রাতে দমদম থেকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ । অভিযুক্তকে এদিন বারুইপুর আদালতে তোলা হয় । তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ । বিচারপতি তা মঞ্জুর করেছেন । এই ঘটনায় এখনও উদ্ধার করা যায়নি আগ্নেয়াস্ত্র । তা কোথায় খতিয়ে দেখা হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত নবশ্রী বাজার এলাকায় এক মাছ ব্যবসায়ী বিকাশ হালদারকে লক্ষ্য করে গুলি চালানো হয় । গুলি লাগে বিকাশের ডান পায়ে । রাতেই গুরুতর জখম অবস্থায় প্রথমে কলকাতার পিয়ারলেস হাসপাতাল ও পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । এই ঘটনায় মলয় নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । এই ঘটনায় কার্তিক নামে আরও এক যুবক আহত হয়েছেন ।

আরও পড়ুন : বিজেপি প্রার্থীর কাঠের গুদামে আগুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.