ETV Bharat / city

ED-র নামে তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার এক - বিধাননগর উত্তর থানার পুলিশ

সুদীপ্ত রায়চৌধুরি নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বিধাননগর উত্তর থানার পুলিশ । 2018 সালে রোজভ্যালির টাকা আত্মসাৎ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল ED ।

extortion name of ed
সুদীপ্ত রায় চৌধুরীকে গ্রেপ্তার করল পুলিশ
author img

By

Published : Nov 24, 2020, 10:05 PM IST

কলকাতা, 24 নভেম্বর : তদন্তকারী সংস্থা ED-র নামে তোলাবাজি, তদন্তে বাধা এবং তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগে সুদীপ্ত রায়চৌধুরি নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বিধাননগর উত্তর থানার পুলিশ । PMLA এক্টের আওতায় অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে 420, 468, 471, 472, 474, 120B ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগেও রোজভ্যালি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল সুদীপ্ত রায়চৌধুরি। 2018 সালে রোজভ্যালির টাকা আত্মসাৎ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল ED । রোজভ্যালি সহ অন্যান্য চিট ফান্ডের টাকা সুদীপ্ত রায় চৌধুরি বেনামী লেনদেনের ব্যবহার করেছিল বলে অভিযোগ।

এছাড়াও ED এবং CBI-র নামে বহু মানুষকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন ব্যবসায়ীকে ভয় দেখিয়ে প্রায় 100 কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বিধাননগর থানায় সেপ্টেম্বর মাসে অভিযোগ দায়ের করেন। তারপর পুনরায় তদন্তে নামে বিধাননগর উত্তর থানার পুলিশ৷

কলকাতা, 24 নভেম্বর : তদন্তকারী সংস্থা ED-র নামে তোলাবাজি, তদন্তে বাধা এবং তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগে সুদীপ্ত রায়চৌধুরি নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বিধাননগর উত্তর থানার পুলিশ । PMLA এক্টের আওতায় অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে 420, 468, 471, 472, 474, 120B ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগেও রোজভ্যালি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল সুদীপ্ত রায়চৌধুরি। 2018 সালে রোজভ্যালির টাকা আত্মসাৎ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল ED । রোজভ্যালি সহ অন্যান্য চিট ফান্ডের টাকা সুদীপ্ত রায় চৌধুরি বেনামী লেনদেনের ব্যবহার করেছিল বলে অভিযোগ।

এছাড়াও ED এবং CBI-র নামে বহু মানুষকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন ব্যবসায়ীকে ভয় দেখিয়ে প্রায় 100 কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বিধাননগর থানায় সেপ্টেম্বর মাসে অভিযোগ দায়ের করেন। তারপর পুনরায় তদন্তে নামে বিধাননগর উত্তর থানার পুলিশ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.