কলকাতা, 9 জুন : শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শনিবার অতিথি শিক্ষকদের আন্দোলন না করতে অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে আজ হাজরা মোড়ে জমায়েত কর্মসূচি গ্রহণ করেছিলেন অতিথি শিক্ষকরা।
সমাবেশ করার জন্য হাজরা মোড়ে জমায়েত হতেই পুলিশ ভ্যানে করে তাঁদের তুলে নিয়ে যায় লালবাজারে ও হেস্টিংস থানায় । প্রায় 170 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে । নতুন করে যাতে শিক্ষকরা সেখানে জড়ো হতে না পারে সেজন্য হাজরা মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ । এছাড়া ঘটনাস্থানে রয়েছেন DC (সাউথ) মিরাজ খালিদ ।
আরও পড়ুন : অতিথি শিক্ষকদের আন্দোলন না করার আবেদন শিক্ষামন্ত্রীর
সাংবাদিক বৈঠক করে শনিবার শিক্ষামন্ত্রী জানান, তিনি অতিথি শিক্ষকদের সঙ্গে তাঁদের দাবিদাওয়া নিয়ে বৈঠকে বসেছিলেন । সেখানে তিনি শিক্ষকদের আন্দোলনের না যেতে আবেদন করেছেন। যদিও, অতিথি শিক্ষকদের মতে, এটা তাঁদের আন্দোলন ভাঙার একটা চেষ্টা।