কলকাতা, 3 ডিসেম্বর : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পৌষ উৎসবের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 24 ডিসেম্বর তিনি রাজ্যে আসছেন বলে প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর । এছাড়া, নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী ৷
তবে কোরোনার কারণে এবারের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পৌষমেলা হবে না। তবে পৌষ উৎসব হবে। সেই দিনই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সেখানে একটি সমাবর্তন অনুষ্ঠান হবে৷ বিশ্বভারতী সূত্রে খবর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আসার জন্য অনেক আগেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মোদির রাজ্যে আসার বিষয়ে জানানো হয়েছে।
আরও পড়ুন : "কৃষক বিরোধী আইন" প্রত্যাহার করা না হলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি মমতার
পিএমও সূত্রে খবর, দক্ষিণেশ্বর- নোয়াপাড়া মেট্রো স্টেশনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এছাড়া ওই দিন অন্য একাধিক সরকারি প্রকল্পের সূচনাও করতে পারেন প্রধানমন্ত্রী বলে জানা গিয়েছে। আগে কথা ছিল, কালীপুজোর সময়েই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পৌঁছবে। কিন্তু চেষ্টা করেও মেট্রো কর্তৃপক্ষ তাতে সফল হয়নি ৷ সিগনালিং কাজে প্রয়োজনীয় যন্ত্রাংশ বাইরে থেকে আসার কথা থাকলেও তা সময়মতো পৌঁছায়নি ৷ তাই শেষ পর্যন্ত সে সময় কাজ শেষ করা যায়নি ৷ অন্যদিকে এবার কোরোনা আবহে পৌষ মেলা না হলেও খুব ঘরোয়াভাবে পৌষ উৎসব হবে বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ প্রধানমন্ত্রী সেই উৎসবে ষোগ দেবেন ৷
মোদির আগেই অবশ্য 8,9 ডিসেম্বর রাজ্য আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । সে সময় তাঁর কলকাতায় থাকার কথা । সাংগঠিক বিষয়ে বেশ কিছু বৈঠকও করবেন তিনি ।