ETV Bharat / city

Matia Rape Case : মাটিয়া ধর্ষণকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

মাটিয়া ধর্ষণকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল (PIL for Judicial Inquiry in Matia Gang Rape Case) ৷ এক আইনজীবী এই আবেদন জানান ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাঁর আবেদন মঞ্জুর করেছে ৷

PIL for Judicial Inquiry in Matia Gang Rape Case
PIL for Judicial Inquiry in Matia Gang Rape Case
author img

By

Published : Mar 29, 2022, 5:17 PM IST

Updated : Mar 29, 2022, 8:42 PM IST

কলকাতা, 29 মার্চ : বসিরহাটের মাটিয়া ধর্ষণকাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত এবং উপযুক্ত আর্থিক সাহায্যের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL for Judicial Inquiry in Matia Rape Case) ৷ সুমিত্রা নিয়োগী নামে এক আইনজীবী আজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার আবেদন জানান ৷ সেই আবেদনের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷

আইনজীবীর বক্তব্য, এই ঘটনা দিল্লির নির্ভয়াকাণ্ডকে মনে করিয়ে দিচ্ছে ৷ যেভাবে 11 বছর বয়সি কিশোরীর উপর যৌন অত্যাচার চালানো হয়েছে, তা নারকীয় ৷ অত্যাচারের সঙ্গে যে বা যারা যুক্ত, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির নির্দেশ দিক আদালত ৷ তিনি আবেদন জানিয়েছেন, আদালতের তত্ত্বাবধানে এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক ৷ নির্যাতিতা কিশোরীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয় ৷ নির্যাতিতা বর্তমানে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে ৷ তিনি আদালতে জানান, চিকিৎসকরা জানিয়েছেন ওই কিশোরী সম্পূর্ণ বিপন্মুক্ত হয়নি ৷

মাটিয়া ধর্ষণকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা

আরও পড়ুন : Matia Minor Girl Rape Case : মাটিয়ায় নাবালিকা ধর্ষণে নির্ভয়াকাণ্ডের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন চিকিৎসকরা

উল্লেখ্য, মাসতুতো দিদির প্রেমিকের কাছ থেকে উপহার নিতে এসে 26 মার্চ ধর্ষণের শিকার 11 বছরের এক নাবালিকা । অভিযোগ, তাকে অপহরণ করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করেন দিদির প্রেমিক শহর আলি সর্দার । পরেরদিন ভোরবেলা ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় ৷ প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্যাতিতা কিশোরীকে ৷ তারপর সেখান থেকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

কলকাতা, 29 মার্চ : বসিরহাটের মাটিয়া ধর্ষণকাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত এবং উপযুক্ত আর্থিক সাহায্যের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL for Judicial Inquiry in Matia Rape Case) ৷ সুমিত্রা নিয়োগী নামে এক আইনজীবী আজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার আবেদন জানান ৷ সেই আবেদনের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷

আইনজীবীর বক্তব্য, এই ঘটনা দিল্লির নির্ভয়াকাণ্ডকে মনে করিয়ে দিচ্ছে ৷ যেভাবে 11 বছর বয়সি কিশোরীর উপর যৌন অত্যাচার চালানো হয়েছে, তা নারকীয় ৷ অত্যাচারের সঙ্গে যে বা যারা যুক্ত, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির নির্দেশ দিক আদালত ৷ তিনি আবেদন জানিয়েছেন, আদালতের তত্ত্বাবধানে এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক ৷ নির্যাতিতা কিশোরীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয় ৷ নির্যাতিতা বর্তমানে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে ৷ তিনি আদালতে জানান, চিকিৎসকরা জানিয়েছেন ওই কিশোরী সম্পূর্ণ বিপন্মুক্ত হয়নি ৷

মাটিয়া ধর্ষণকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা

আরও পড়ুন : Matia Minor Girl Rape Case : মাটিয়ায় নাবালিকা ধর্ষণে নির্ভয়াকাণ্ডের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন চিকিৎসকরা

উল্লেখ্য, মাসতুতো দিদির প্রেমিকের কাছ থেকে উপহার নিতে এসে 26 মার্চ ধর্ষণের শিকার 11 বছরের এক নাবালিকা । অভিযোগ, তাকে অপহরণ করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করেন দিদির প্রেমিক শহর আলি সর্দার । পরেরদিন ভোরবেলা ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় ৷ প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্যাতিতা কিশোরীকে ৷ তারপর সেখান থেকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

Last Updated : Mar 29, 2022, 8:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.