ETV Bharat / city

Sarada Scam: সারদাকাণ্ডে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে - Calcutta High Court

সারদাকাণ্ডে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভূমিকা খতিয়ে দেখে পদক্ষেপ নিক সিবিআই, হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (Calcutta High Court) ৷

PIL filed in High Court against Suvendu Adhikari in Sarada Scam
Suvendu Adhikari
author img

By

Published : Jul 13, 2022, 7:01 PM IST

কলকাতা, 13 জুলাই: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । সারদাকাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ নিক সিবিআই । এই মর্মে কলকাতা হাইকোর্টের আইনজীবী রমা প্রসাদ সরকার মামলাটি করেছেন । আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ।

উল্লেখ্য, সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠি লিখে শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন । সেই চিঠির পর, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ স্বরাষ্ট্র দফতর ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই কেন কোনও পদক্ষেপ করছে না, তা জানতে চেয়েছিলেন (PIL filed in High Court against Suvendu Adhikari in Sarada Scam) ।

আরও পড়ুন: শুভেন্দুর নামটা সুদীপ্ত সেনকে দিয়ে দিয়ে বলানো হচ্ছে: সুকান্ত

সম্প্রতি সাংসদ বিধায়কদের জন্য নবনির্মিত বিশেষ আদালতে শুভেন্দু অধিকারী তাঁকে ব্ল্যাকমেল করতেন এবং তাঁর থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করেন সুদীপ্ত সেন । পাশাপাশি সারদা, নারদা মামলায় রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ ও তদন্তের মুখোমুখি হতে হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী শিবির বদল করে ভারতীয় জনতা পার্টিতে নাম লেখানোয় তাঁর বিরুদ্ধে সিবিআই কোনও পদক্ষেপ নেয়নি বলেও রাজনৈতিক চাপানউতর অব্যাহত রয়েছে ।

কলকাতা, 13 জুলাই: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । সারদাকাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ নিক সিবিআই । এই মর্মে কলকাতা হাইকোর্টের আইনজীবী রমা প্রসাদ সরকার মামলাটি করেছেন । আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ।

উল্লেখ্য, সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠি লিখে শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন । সেই চিঠির পর, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ স্বরাষ্ট্র দফতর ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই কেন কোনও পদক্ষেপ করছে না, তা জানতে চেয়েছিলেন (PIL filed in High Court against Suvendu Adhikari in Sarada Scam) ।

আরও পড়ুন: শুভেন্দুর নামটা সুদীপ্ত সেনকে দিয়ে দিয়ে বলানো হচ্ছে: সুকান্ত

সম্প্রতি সাংসদ বিধায়কদের জন্য নবনির্মিত বিশেষ আদালতে শুভেন্দু অধিকারী তাঁকে ব্ল্যাকমেল করতেন এবং তাঁর থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করেন সুদীপ্ত সেন । পাশাপাশি সারদা, নারদা মামলায় রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ ও তদন্তের মুখোমুখি হতে হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী শিবির বদল করে ভারতীয় জনতা পার্টিতে নাম লেখানোয় তাঁর বিরুদ্ধে সিবিআই কোনও পদক্ষেপ নেয়নি বলেও রাজনৈতিক চাপানউতর অব্যাহত রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.