ETV Bharat / city

PIL filed on 2014 TET recruitment: 2014-র প্রাথমিক শিক্ষক নিয়োগে বিপুল দুর্নীতি ! জনস্বার্থ মামলা হাইকোর্টে

2014 প্রাথমিক শিক্ষক নিয়োগে বিপুল দুর্নীতির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে (PIL filed in Calcutta High Court) ফের জনস্বার্থ মামলা দায়ের করা হল (PIL filed on 2014 TET recruitment)৷

PIL filed in Calcutta High Court on 2014 TET recruitment
2014-র প্রাথমিক শিক্ষক নিয়োগে বিপুল দুর্নীতি ! জনস্বার্থ মামলা হাইকোর্টে
author img

By

Published : May 4, 2022, 12:03 PM IST

Updated : May 4, 2022, 3:26 PM IST

কলকাতা, 4 মে: 2014 সালে টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিপুল দুর্নীতি ও স্বজন পোষণ করা হয়েছে ৷ এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL filed on 2014 TET recruitment) দায়ের করলেন তাপস ঘোষ নামে এক ব্যক্তি।

সম্প্রতি বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো আপলোড করেছেন ৷ সেখানে দমদম এলাকার এক নেতা দাবি করেছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুই একা প্রায় 300 জনকে প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ করেছেন (Corruption in TET recruitment)। পাশাপাশি অন্যান্য নেতাদের সুপারিশ ক্রমে ও বিপুল অর্থের বিনিময়ে বহু জনকে চাকরিতে নিযুক্ত করা হয়েছে বলেও দাবি করা হয় । সেই ভিডিয়োর কথা উল্লেখ করে অবিলম্বে 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন মামলাকারী (PIL filed in Calcutta High Court)।

আরও পড়ুন: HC on Primary Teacher Recruitment : 13 বছরের দীর্ঘ লড়াই, প্রাথমিকে টেট-উত্তীর্ণ পাঁচজনকে চাকরি দেওয়ার নির্দেশ আদালতের

জনস্বার্থ মামলা হাইকোর্টে

উল্লেখ্য, 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে বিতর্কের শেষ নেই । হাজারো মামলার গেরোয় জড়িয়ে রয়েছে সে বছরের নিয়োগ প্রক্রিয়া । 15 লক্ষ পরিক্ষার্থী ওই বছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন । তার মধ্যে থেকে প্রায় দেড় লক্ষ টেট উত্তীর্ণ হন । সেখান থেকে 42 হাজার মতো প্রার্থীকে বিভিন্ন স্কুলে নিযুক্ত করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ । এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের মামলা দায়ের হল হাইকোর্টে ।

কলকাতা, 4 মে: 2014 সালে টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিপুল দুর্নীতি ও স্বজন পোষণ করা হয়েছে ৷ এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL filed on 2014 TET recruitment) দায়ের করলেন তাপস ঘোষ নামে এক ব্যক্তি।

সম্প্রতি বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো আপলোড করেছেন ৷ সেখানে দমদম এলাকার এক নেতা দাবি করেছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুই একা প্রায় 300 জনকে প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ করেছেন (Corruption in TET recruitment)। পাশাপাশি অন্যান্য নেতাদের সুপারিশ ক্রমে ও বিপুল অর্থের বিনিময়ে বহু জনকে চাকরিতে নিযুক্ত করা হয়েছে বলেও দাবি করা হয় । সেই ভিডিয়োর কথা উল্লেখ করে অবিলম্বে 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন মামলাকারী (PIL filed in Calcutta High Court)।

আরও পড়ুন: HC on Primary Teacher Recruitment : 13 বছরের দীর্ঘ লড়াই, প্রাথমিকে টেট-উত্তীর্ণ পাঁচজনকে চাকরি দেওয়ার নির্দেশ আদালতের

জনস্বার্থ মামলা হাইকোর্টে

উল্লেখ্য, 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে বিতর্কের শেষ নেই । হাজারো মামলার গেরোয় জড়িয়ে রয়েছে সে বছরের নিয়োগ প্রক্রিয়া । 15 লক্ষ পরিক্ষার্থী ওই বছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন । তার মধ্যে থেকে প্রায় দেড় লক্ষ টেট উত্তীর্ণ হন । সেখান থেকে 42 হাজার মতো প্রার্থীকে বিভিন্ন স্কুলে নিযুক্ত করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ । এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের মামলা দায়ের হল হাইকোর্টে ।

Last Updated : May 4, 2022, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.