ETV Bharat / city

PIL on KK death: কেকের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা

author img

By

Published : Jun 6, 2022, 12:10 PM IST

Updated : Jun 6, 2022, 4:42 PM IST

জনপ্রিয় গায়ক কেকের মৃত্যু নিয়ে সিবিআইয়ের তদন্ত দাবি করে জনস্বার্থ মামলা দায়ের করা হল হাইকোর্টে (PIL on KK death)৷

pil-filed-in-calcutta-high-court-in-demand-of-cbi-investigation-of-kk-death
কেকের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা

কলকাতা, 6 জুন: কেকের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা হল হাইকোর্টে (PIL on KK death)৷ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানান আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় (demand of CBI investigation of KK death)। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি ।

মামলাকারী আইনজীবীর অভিযোগ, জনপ্রিয় গায়ক কেকের মৃত্যুতে প্রশাসনিক অব্যবস্থা হয়েছিল ৷ তা খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের প্রয়োজন বলে দাবি করেন তিনি (PIL filed in Calcutta High Court)।

আরও পড়ুন: New Song of KK : 'ধুপ পানি বহনে দে', সৃজিতের শেরদিলে গানে গানেই ফিরছেন কেকে

কেকের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা

অপর আইনজীবী সৌম্য শুভ্র রায়ের কথায়, কেকের মৃত্যুর জন্য অনেকেই শুধু তাঁর শারীরিক অসুস্থতাকে দায়ী করছেন ৷ তবে নজরুল মঞ্চে সে দিন এমন আরও অনেক কিছু ঘটেছে, যা কেকের মৃত্যুর কারণ হতে পারে ৷ নজরুল মঞ্চের আসন সংখ্যা যেখানে 2400, সেখানে কীভাবে সাড়ে সাত হাজার মানুষ ঢুকে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ পাশাপাশি কলেজ পড়ুয়াদের বাইরের লোকেদের কেন সেখানে ঢুকতে দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছেন আইনজীবী সৌম্য শুভ্র রায় ৷ কেকের মৃত্যু নিয়ে এ দিন একাধিক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে ৷

কলকাতা, 6 জুন: কেকের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা হল হাইকোর্টে (PIL on KK death)৷ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানান আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় (demand of CBI investigation of KK death)। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি ।

মামলাকারী আইনজীবীর অভিযোগ, জনপ্রিয় গায়ক কেকের মৃত্যুতে প্রশাসনিক অব্যবস্থা হয়েছিল ৷ তা খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের প্রয়োজন বলে দাবি করেন তিনি (PIL filed in Calcutta High Court)।

আরও পড়ুন: New Song of KK : 'ধুপ পানি বহনে দে', সৃজিতের শেরদিলে গানে গানেই ফিরছেন কেকে

কেকের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা

অপর আইনজীবী সৌম্য শুভ্র রায়ের কথায়, কেকের মৃত্যুর জন্য অনেকেই শুধু তাঁর শারীরিক অসুস্থতাকে দায়ী করছেন ৷ তবে নজরুল মঞ্চে সে দিন এমন আরও অনেক কিছু ঘটেছে, যা কেকের মৃত্যুর কারণ হতে পারে ৷ নজরুল মঞ্চের আসন সংখ্যা যেখানে 2400, সেখানে কীভাবে সাড়ে সাত হাজার মানুষ ঢুকে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ পাশাপাশি কলেজ পড়ুয়াদের বাইরের লোকেদের কেন সেখানে ঢুকতে দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছেন আইনজীবী সৌম্য শুভ্র রায় ৷ কেকের মৃত্যু নিয়ে এ দিন একাধিক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে ৷

Last Updated : Jun 6, 2022, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.