কলকাতা, 6 জুন: কেকের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা হল হাইকোর্টে (PIL on KK death)৷ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানান আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় (demand of CBI investigation of KK death)। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি ।
মামলাকারী আইনজীবীর অভিযোগ, জনপ্রিয় গায়ক কেকের মৃত্যুতে প্রশাসনিক অব্যবস্থা হয়েছিল ৷ তা খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের প্রয়োজন বলে দাবি করেন তিনি (PIL filed in Calcutta High Court)।
আরও পড়ুন: New Song of KK : 'ধুপ পানি বহনে দে', সৃজিতের শেরদিলে গানে গানেই ফিরছেন কেকে
অপর আইনজীবী সৌম্য শুভ্র রায়ের কথায়, কেকের মৃত্যুর জন্য অনেকেই শুধু তাঁর শারীরিক অসুস্থতাকে দায়ী করছেন ৷ তবে নজরুল মঞ্চে সে দিন এমন আরও অনেক কিছু ঘটেছে, যা কেকের মৃত্যুর কারণ হতে পারে ৷ নজরুল মঞ্চের আসন সংখ্যা যেখানে 2400, সেখানে কীভাবে সাড়ে সাত হাজার মানুষ ঢুকে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ পাশাপাশি কলেজ পড়ুয়াদের বাইরের লোকেদের কেন সেখানে ঢুকতে দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছেন আইনজীবী সৌম্য শুভ্র রায় ৷ কেকের মৃত্যু নিয়ে এ দিন একাধিক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে ৷