ETV Bharat / city

PIL against Mahua Moitra: মহুয়ার 'কালী' মন্তব্যের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাইকোর্টে - জনস্বার্থ মামলা দায়ের

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) কালী নিয়ে মন্তব্যের (Kaali Remark) বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের (PIL) হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ বিজেপির (BJP) সংখ্যালঘু সংগঠন এই মামলা দায়ের করেছে ৷

Mahua Moitra
High Court
author img

By

Published : Jul 26, 2022, 12:59 PM IST

কলকাতা, 26 জুলাই: তৃণমূল সাংসদ (TMC Leader) মহুয়া মৈত্রর কালী নিয়ে মন্তব্য (Mahua Moitra Kaali remark) এ বার হাইকোর্ট(HIGH Court)পর্যন্ত গড়াল । শাসক দল সাংসদের মন্তব্য সমর্থন না করলেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি । নূপুর শর্মার(Nupur Sharma)মন্তব্য নিয়ে সক্রিয় হয়েছিল পুলিশ, মহুয়ার ক্ষেত্রে কেন নয় ? এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের হল বিজেপির সংখ্যালঘু সংগঠনের পক্ষ থেকে (Kaali Remark Row) ।

এ দিন শুনানিতে মামলাকারীর তরফে আইনজীবী তন্ময় বসু বলেন, "পার্লামেন্টের একজন সদস্য মহুয়া মৈত্র । কালী নিয়ে অপমানজনক কথা বলেছেন । তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হল না ৷" মহুয়ার আইনজীবী সৌনক মিত্র বলেন, "তিনি যা বলতে চেয়েছিলেন তার থেকে আংশিক কিছু বক্তব্য তুলে নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে । এই মামলা একেবারেই গ্রহণযোগ্য নয় ।"

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "দিল্লিতে ঘটনাটি ঘটে । ভিড়ের মাঝে কথাটা তিনি বলেন । কোনও উদ্দেশ্য নিয়ে এই কথা বলা হয়নি । রাজ্যের কোনও থানায় অভিযোগ দায়ের হয়নি । তিনি বক্তব্যের মধ্যে দিয়ে কোনও ধর্মকে আঘাত করতে চাননি ।"

এর পালটা সওয়াল করে আবেদনকারীর আইনজীবী বলেন, "অ্যাডভোকেট জেনারেল কেন মহুয়া মৈত্রর (Mahua Moitra) হয়ে কথা বলছেন ? তিনি তো সরকারি আইনজীবী । এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ।"

আরও পড়ুন: 'কালী' মন্তব্যের জন্য শাস্তি হওয়া উচিত ছিল মহুয়ার, তোপ স্মৃতির

প্রধান বিচারপতি (Chief Justice) প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ দুই পক্ষের বক্তব্য শোনে ৷ তবে এখনও এই মামলার রায়দান হয়নি ।

কলকাতা, 26 জুলাই: তৃণমূল সাংসদ (TMC Leader) মহুয়া মৈত্রর কালী নিয়ে মন্তব্য (Mahua Moitra Kaali remark) এ বার হাইকোর্ট(HIGH Court)পর্যন্ত গড়াল । শাসক দল সাংসদের মন্তব্য সমর্থন না করলেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি । নূপুর শর্মার(Nupur Sharma)মন্তব্য নিয়ে সক্রিয় হয়েছিল পুলিশ, মহুয়ার ক্ষেত্রে কেন নয় ? এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের হল বিজেপির সংখ্যালঘু সংগঠনের পক্ষ থেকে (Kaali Remark Row) ।

এ দিন শুনানিতে মামলাকারীর তরফে আইনজীবী তন্ময় বসু বলেন, "পার্লামেন্টের একজন সদস্য মহুয়া মৈত্র । কালী নিয়ে অপমানজনক কথা বলেছেন । তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হল না ৷" মহুয়ার আইনজীবী সৌনক মিত্র বলেন, "তিনি যা বলতে চেয়েছিলেন তার থেকে আংশিক কিছু বক্তব্য তুলে নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে । এই মামলা একেবারেই গ্রহণযোগ্য নয় ।"

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "দিল্লিতে ঘটনাটি ঘটে । ভিড়ের মাঝে কথাটা তিনি বলেন । কোনও উদ্দেশ্য নিয়ে এই কথা বলা হয়নি । রাজ্যের কোনও থানায় অভিযোগ দায়ের হয়নি । তিনি বক্তব্যের মধ্যে দিয়ে কোনও ধর্মকে আঘাত করতে চাননি ।"

এর পালটা সওয়াল করে আবেদনকারীর আইনজীবী বলেন, "অ্যাডভোকেট জেনারেল কেন মহুয়া মৈত্রর (Mahua Moitra) হয়ে কথা বলছেন ? তিনি তো সরকারি আইনজীবী । এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ।"

আরও পড়ুন: 'কালী' মন্তব্যের জন্য শাস্তি হওয়া উচিত ছিল মহুয়ার, তোপ স্মৃতির

প্রধান বিচারপতি (Chief Justice) প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ দুই পক্ষের বক্তব্য শোনে ৷ তবে এখনও এই মামলার রায়দান হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.