ETV Bharat / city

Mamata Banerjee মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব চেয়ে দায়ের জনস্বার্থ মামলা - অভিষেক বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব চেয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে ৷ মামলাটি দায়ের করেছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (PIL Against Family Member of Mamata Banerjee)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 29, 2022, 1:06 PM IST

Updated : Aug 29, 2022, 2:18 PM IST

কলকাতা, 29 অগস্ট: মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব চেয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে । মামলা দায়ের করলেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এই মামলায় নথিভুক্ত করা হয়নি ৷

মামলা দায়ের নিয়ে আইনজীবীর দাবি, কুণাল ঘোষ একসময় বলেছিলেন, সারদার সব টাকা রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে। সেই টাকাই বিভিন্ন ক্ষেত্রে ব্যাবহার হচ্ছে । এছাড়াও আবেদনে দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। তারা বিপুল টাকার সম্পত্তি জলের দামে কিনছে বলে অভিযোগ আইনজীবীর। এই মামলাতেই কার্তিক বন্দ্যোপাধ্যায় , বাবুন বন্দ্যোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যা- সহ অন্যদের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি ইডি,সিবিআই ও আইটিকে দিয়ে তদন্ত করার আবেদনও করা হয়েছে ।

মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের হল মামলা

আরও পড়ুন: বাম ও বিজেপি নেতাদের সম্পত্তি বৃদ্ধি মামলায় সবপক্ষকে মামলার নথি দেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দলের একাধিক নেতার বিরুদ্ধে হিসাব বর্হিভূত সম্পত্তি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে ৷ এরপরেই কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম-সহ শাসকদলের একাধিক নেতা মামলার দ্রুত শুনানি আর্জি জানান আদালতে ৷ এমতাবস্থায় হাইকোর্টে মুখ্যামন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হল ।

কলকাতা, 29 অগস্ট: মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব চেয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে । মামলা দায়ের করলেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এই মামলায় নথিভুক্ত করা হয়নি ৷

মামলা দায়ের নিয়ে আইনজীবীর দাবি, কুণাল ঘোষ একসময় বলেছিলেন, সারদার সব টাকা রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে। সেই টাকাই বিভিন্ন ক্ষেত্রে ব্যাবহার হচ্ছে । এছাড়াও আবেদনে দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। তারা বিপুল টাকার সম্পত্তি জলের দামে কিনছে বলে অভিযোগ আইনজীবীর। এই মামলাতেই কার্তিক বন্দ্যোপাধ্যায় , বাবুন বন্দ্যোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যা- সহ অন্যদের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি ইডি,সিবিআই ও আইটিকে দিয়ে তদন্ত করার আবেদনও করা হয়েছে ।

মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের হল মামলা

আরও পড়ুন: বাম ও বিজেপি নেতাদের সম্পত্তি বৃদ্ধি মামলায় সবপক্ষকে মামলার নথি দেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দলের একাধিক নেতার বিরুদ্ধে হিসাব বর্হিভূত সম্পত্তি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে ৷ এরপরেই কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম-সহ শাসকদলের একাধিক নেতা মামলার দ্রুত শুনানি আর্জি জানান আদালতে ৷ এমতাবস্থায় হাইকোর্টে মুখ্যামন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হল ।

Last Updated : Aug 29, 2022, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.