ETV Bharat / city

লোক কমেছে, তাই কমেছে মমতার ছবি বিক্রি ! - vendor

গতবারের থেকে এ বার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রির পরিমাণ কমেছে । এমনই দাবি করেছেন ছবি বিক্রতা রজনী সাউ ৷

ছবি বিক্রতা রজনী সাউ
author img

By

Published : Jul 21, 2019, 8:31 PM IST

কলকাতা, 21 জুলাই : ফি বছর একুশে জুলাই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন তৃণমূল নেতাদের ছবি নিয়ে বসেন তাঁরা । রজনী সাউ সেই রকমই একজন ছবি বিক্রেতা । শ্যামবাজার বাসিন্দা রজনী সাউ বিভিন্ন রাজনৈতিক দলের জনসভায় ছবি বিক্রি করেন ।

রজনীর দাবি, গতবারের থেকে এ বার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রির পরিমাণ কমেছে । তাঁর কথায়, ''গত বছরও ছবি চাহিদা ছিল বিপুল । বিভিন্ন মাপের ছবি বিক্রিও হয়েছিল । এ বছর চাহিদা অনেকটাই কমেছে ।'' এবার নাকি 30-40 টার বেশি ছবি বিক্রি হয়নি । একই সঙ্গে তাঁর দাবি, এ বছর একুশে জুলাই সমাবেশ লোক কম হয়েছে । আর ভিড় কম হওয়াতে ছবির বিক্রিও কমেছে ।

আরও পড়ুন : প্রকৃতির ডাকে সাড়া, 'নির্মল' ধর্মতলা ভেজালেন ২১শে কর্মীরা

গত বছর 100 টাকা করে একশোর বেশি ছবি বিক্রি করেছিলেন । এ বছর 100 টাকা দিয়ে বড় ছবি প্রায় বিক্রি হয়নি বললেই চলে । ছোট ছবি 50 টাকা 60 টাকা দিয়ে কিছু কিছু বিক্রি হয়েছে । এ বার কী সত্যিই জনসমাগম কম হয়েছে?

কলকাতা, 21 জুলাই : ফি বছর একুশে জুলাই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন তৃণমূল নেতাদের ছবি নিয়ে বসেন তাঁরা । রজনী সাউ সেই রকমই একজন ছবি বিক্রেতা । শ্যামবাজার বাসিন্দা রজনী সাউ বিভিন্ন রাজনৈতিক দলের জনসভায় ছবি বিক্রি করেন ।

রজনীর দাবি, গতবারের থেকে এ বার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রির পরিমাণ কমেছে । তাঁর কথায়, ''গত বছরও ছবি চাহিদা ছিল বিপুল । বিভিন্ন মাপের ছবি বিক্রিও হয়েছিল । এ বছর চাহিদা অনেকটাই কমেছে ।'' এবার নাকি 30-40 টার বেশি ছবি বিক্রি হয়নি । একই সঙ্গে তাঁর দাবি, এ বছর একুশে জুলাই সমাবেশ লোক কম হয়েছে । আর ভিড় কম হওয়াতে ছবির বিক্রিও কমেছে ।

আরও পড়ুন : প্রকৃতির ডাকে সাড়া, 'নির্মল' ধর্মতলা ভেজালেন ২১শে কর্মীরা

গত বছর 100 টাকা করে একশোর বেশি ছবি বিক্রি করেছিলেন । এ বছর 100 টাকা দিয়ে বড় ছবি প্রায় বিক্রি হয়নি বললেই চলে । ছোট ছবি 50 টাকা 60 টাকা দিয়ে কিছু কিছু বিক্রি হয়েছে । এ বার কী সত্যিই জনসমাগম কম হয়েছে?

Intro:প্রত্যেক বছর একুশে জুলাই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি সহ বিভিন্ন তৃণমূল নেতাদের ছবি নিয়ে বসেন বহু বিক্রেতা। রজনী সাউ সেই রকমই একজন ছবি বিক্রেতা। শ্যামবাজার নিবাসি রজনী সাউ বিভিন্ন রাজনৈতিক দলের জনসভায় ছবি বিক্রি করেন। আর সারা বছর বড় বাজারে এক দোকানে কাজ করেন। রাজনৈতিক দলের সমাবেশে রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি বিক্রি করে কিছু অতিরিক্ত আয় করেন নিজের পরিবারের জন্য। কিন্তু এ বছরের 21 শে জুলাই সমাবেশে এসে হতাশ শুধু তিনি নন আরো ছবি বিক্রেতা রাও।


Body:গত বছরও মমতা বন্দ্যোপাধ্যায় এর ছবি চাহিদা ছিল বিপুল। বিভিন্ন সাইজের মমতা ব্যানার্জির ছবি বিক্রি হয়েছিল বলে জানিয়েছেন রজনী সাউ। সেখানে এবছর চাহিদা অনেকটাই কমেছে।সব।মিলিয়ে 30 থেকে 40 টার বেশি ছবি বিক্রি হয়নি। ছবি বিক্রেতা রজনী সাউ জানিয়েছেন এ বছর একুশে জুলাই সমাবেশ লোক কম। ভিড় কম হওয়াতে ছবির বিক্রিবাট্টাও নেই। সারা বছর বড় বাজারে একটি দোকান ঘরে চাকরি করি। রাজনৈতিক দলের এই মিটিং মিছিল গুলো থেকে একটু রোজগার হয়। তাই বড় আশা নিয়ে একুশে জুলাই এর এই সভায় এসেছিলাম। কিন্তু বাজার মন্দা, সেভাবে সারাদিন আজ কিছু বিক্রি হলো না।


Conclusion:গত বছর 100 টাকা করে একশোর বেশি ছবি বিক্রি হয়েছিল। এবছর 100 টাকা দিয়ে বড় ছবি প্রায় বিক্রি হয়নি বললেই চলে। ছোট ছবি 50 টাকা 60 টাকা দিয়ে কিছু কিছু বিক্রি হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.