ETV Bharat / city

Pavan Varma Resigns from TMC মমতাকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়লেন পবন বর্মা

গত বছর নভেম্বরের শেষে তৃণমূলে (Trinamool Congress) যোগ দেন পবন বর্মা (Pavan Varma) ৷ সাড়ে আট মাস পর আজ, শুক্রবার তিনি ঘাসফুল শিবির ছাড়ার কথা ঘোষণা করলেন ৷ কেন দলত্যাগ, সেই বিষয়টি এখনও ধোঁয়াশা রয়েছে ৷

Pavan Varma Resigns From Trinamool Congress
Pavan Varma Resigns from TMC: মমতাকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়লেন পবন বর্মা
author img

By

Published : Aug 12, 2022, 3:12 PM IST

Updated : Aug 12, 2022, 3:43 PM IST

কলকাতা, 12 অগস্ট : প্রথমে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), পরে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) দুর্নীতির জোড়া ফলায় বৃদ্ধ শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । একের পর এক নেতার নাম দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাওয়ায় তলানিতে তৃণমূলের ভাবমূর্তি। ঠিক এরকম অবস্থায় দলের সঙ্গ ছাড়লেন প্রবীণ নেতা পবন কুমার বর্মা (Pavan Varma)। শুক্রবার টুইটারে তাঁর দল ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি ।

প্রশ্ন উঠতেই পারে কে এই পবন বর্মা ! জাতীয় রাজনীতিতে পরিচিত নাম এই পবন কুমার বর্মা । জনতা দল ইউনাইটেড (JDU) থেকে গত নভেম্বর মাসের তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন এই প্রবীণ রাজনীতিক । তিনি শুধু বিহারে প্রাক্তন সাংসদ ছিলেন না, তিনি ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) প্রাক্তন উপদেষ্টা । একটা সময় তিনি ছিলেন ভুটানে ভারতের রাষ্ট্রদূত ৷ পরবর্তীতে তিনি রাজনীতিতে পা রাখেন এবং এককালে নীতীশ কুমারের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল । একটা সময় জনতা দল ইউনাইটেডের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও দায়িত্ব সামলেছেন তিনি ।

Pavan Varma Resigns From Trinamool Congress
পবন বর্মার পদত্যাগের টুইট

গত নভেম্বর মাসে তিনি যখন তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন, তখন তিনি বলেছিলেন আমি বিশ্বাস করি 2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) পর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) দিল্লিতেই থাকবেন । আজ সেই প্রবীণ রাজনৈতিক নেতা টুইট বার্তায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন তিনি ৷ একই সঙ্গে তাঁর ইস্তফাপত্র যেন দল গ্রহণ করে সেই আবেদন তিনি করেছেন ।

প্রসঙ্গত, আচমকায় কেন ইস্তফা দিলেন একদা নীতীশ ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা । মনে করা হচ্ছে, একের পর এক দুর্নীতিতে তৃণমূলের নেতা-কর্মীদের নাম জড়িয়ে যাওয়ায় এমনিতেই জাতীয় রাজনীতিতে কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল । একই সঙ্গে বিহারের রাজনীতিতে নতুন করে পট পরিবর্তন হওয়ায়, মনে করা হচ্ছে তিনি আবার তার পুরনো দলে ফেরত যেতে পারেন । পবন বর্মার পদত্যাগের সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলির সম্পর্ক আছে কি ? কারণটা অবশ্য খোলসা করেননি তিনি ।

তবে স্বাভাবিক ভাবেই জাতীয় ক্ষেত্রে এটা তৃণমূল কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা । তৃণমূলের তরফেও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকে প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে জানালেন কীর্তি

কলকাতা, 12 অগস্ট : প্রথমে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), পরে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) দুর্নীতির জোড়া ফলায় বৃদ্ধ শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । একের পর এক নেতার নাম দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাওয়ায় তলানিতে তৃণমূলের ভাবমূর্তি। ঠিক এরকম অবস্থায় দলের সঙ্গ ছাড়লেন প্রবীণ নেতা পবন কুমার বর্মা (Pavan Varma)। শুক্রবার টুইটারে তাঁর দল ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি ।

প্রশ্ন উঠতেই পারে কে এই পবন বর্মা ! জাতীয় রাজনীতিতে পরিচিত নাম এই পবন কুমার বর্মা । জনতা দল ইউনাইটেড (JDU) থেকে গত নভেম্বর মাসের তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন এই প্রবীণ রাজনীতিক । তিনি শুধু বিহারে প্রাক্তন সাংসদ ছিলেন না, তিনি ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) প্রাক্তন উপদেষ্টা । একটা সময় তিনি ছিলেন ভুটানে ভারতের রাষ্ট্রদূত ৷ পরবর্তীতে তিনি রাজনীতিতে পা রাখেন এবং এককালে নীতীশ কুমারের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল । একটা সময় জনতা দল ইউনাইটেডের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও দায়িত্ব সামলেছেন তিনি ।

Pavan Varma Resigns From Trinamool Congress
পবন বর্মার পদত্যাগের টুইট

গত নভেম্বর মাসে তিনি যখন তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন, তখন তিনি বলেছিলেন আমি বিশ্বাস করি 2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) পর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) দিল্লিতেই থাকবেন । আজ সেই প্রবীণ রাজনৈতিক নেতা টুইট বার্তায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন তিনি ৷ একই সঙ্গে তাঁর ইস্তফাপত্র যেন দল গ্রহণ করে সেই আবেদন তিনি করেছেন ।

প্রসঙ্গত, আচমকায় কেন ইস্তফা দিলেন একদা নীতীশ ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা । মনে করা হচ্ছে, একের পর এক দুর্নীতিতে তৃণমূলের নেতা-কর্মীদের নাম জড়িয়ে যাওয়ায় এমনিতেই জাতীয় রাজনীতিতে কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল । একই সঙ্গে বিহারের রাজনীতিতে নতুন করে পট পরিবর্তন হওয়ায়, মনে করা হচ্ছে তিনি আবার তার পুরনো দলে ফেরত যেতে পারেন । পবন বর্মার পদত্যাগের সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলির সম্পর্ক আছে কি ? কারণটা অবশ্য খোলসা করেননি তিনি ।

তবে স্বাভাবিক ভাবেই জাতীয় ক্ষেত্রে এটা তৃণমূল কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা । তৃণমূলের তরফেও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকে প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে জানালেন কীর্তি

Last Updated : Aug 12, 2022, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.