ETV Bharat / city

বিমানের উড়ানে বিলম্ব, দমদম বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভ

যাত্রীদের অভিযোগ, উড়ানে বিলম্ব হতে পারে, তা প্রথমে জানানো হয়নি । তাঁরা বিমানবন্দরে এসে বিষয়টি জানতে পারেন । বিকল্প বিমান কখন উড়বে সেটাও প্রথমে জানানো হয়নি । অন্যদিকে, সংস্থা সূত্রে খবর, পাইলটদের ডিউটি চার্ট নিয়ে সমস্যার জেরে এমনটা হয় ।

air
উড়ানে বিলম্ব
author img

By

Published : Dec 2, 2019, 4:50 PM IST

দমদম, 2 ডিসেম্বর : বিমান দেরিতে ওড়ায় আজ সকালে দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখান যাত্রীরা । গো এয়ার বিমান পরিবহন সংস্থার গুয়াহাটি ও আহমেদাবাদগামী বিমান উড়তে দেরি হওয়ায় বিক্ষোভ দেখান ওই দুই বিমানের যাত্রীরা । সংস্থার কর্মীদের কাছে জবাবদিহি চান তাঁরা । দুপুরে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয় ।

যাত্রীদের অভিযোগ, উড়ানে বিলম্ব হতে পারে, তা প্রথমে জানানো হয়নি । তাঁরা বিমানবন্দরে এসে বিষয়টি জানতে পারেন । বিকল্প বিমান কখন উড়বে সেটাও প্রথমে জানানো হয়নি । অন্যদিকে, সংস্থা সূত্রে খবর, পাইলটদের ডিউটি চার্ট নিয়ে সমস্যার জেরে এমনটা হয় । তবে সেই সমস্যা সংস্থার তরফে দ্রুত মেটানোর ব্যবস্থা করা হয় । দুপুরে দুটি বিকল্প বিমানে আহমেদাবাদ এবং গুয়াহাটিতে যাত্রীদের পৌঁছে দেওয়া হয় ।

যদিও যাত্রীদের দাবি, সকালের বিমান ধরার জন্য তাঁরা রাতেই বিমানবন্দরে চলে এসেছিলেন । সমস্যার কথা আগে থেকে তাঁদের জানানো হলে দুর্ভোগ কম হত ।

দমদম, 2 ডিসেম্বর : বিমান দেরিতে ওড়ায় আজ সকালে দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখান যাত্রীরা । গো এয়ার বিমান পরিবহন সংস্থার গুয়াহাটি ও আহমেদাবাদগামী বিমান উড়তে দেরি হওয়ায় বিক্ষোভ দেখান ওই দুই বিমানের যাত্রীরা । সংস্থার কর্মীদের কাছে জবাবদিহি চান তাঁরা । দুপুরে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয় ।

যাত্রীদের অভিযোগ, উড়ানে বিলম্ব হতে পারে, তা প্রথমে জানানো হয়নি । তাঁরা বিমানবন্দরে এসে বিষয়টি জানতে পারেন । বিকল্প বিমান কখন উড়বে সেটাও প্রথমে জানানো হয়নি । অন্যদিকে, সংস্থা সূত্রে খবর, পাইলটদের ডিউটি চার্ট নিয়ে সমস্যার জেরে এমনটা হয় । তবে সেই সমস্যা সংস্থার তরফে দ্রুত মেটানোর ব্যবস্থা করা হয় । দুপুরে দুটি বিকল্প বিমানে আহমেদাবাদ এবং গুয়াহাটিতে যাত্রীদের পৌঁছে দেওয়া হয় ।

যদিও যাত্রীদের দাবি, সকালের বিমান ধরার জন্য তাঁরা রাতেই বিমানবন্দরে চলে এসেছিলেন । সমস্যার কথা আগে থেকে তাঁদের জানানো হলে দুর্ভোগ কম হত ।

Intro:নিজস্ব প্রতিনিধি, দমদম, ২ ডিসেম্বর: বিমান দেরিতে ওড়ায় আজ সকালের দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। আজ সকালে গো এয়ার বিমানসংস্থার গুয়াহাটি ও আহমেদাবাদগামী ফ্লাইট উড়তে দেরী হওয়ায় তুমুল বিক্ষোভ দেখান ওই দুই বিমানের যাত্রীরা। বিমান সংস্থার কর্মীদের কাছে জবাবদিহি চেয়ে তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে অবশ্য এদিন দুপুরে যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হলে উঠে যায় বিক্ষোভ।

Body:যাত্রীরা জানিয়েছে তাদের বিমান বাতিলের কথা প্রথমে জানানো হয়নি। তারা বিমানবন্দরে এসে বিমান দেরিতে উড়বে এই কথা জানতে পারেন। বিকল্প বিমান কখন উড়বে প্রথমে তাদের জানানো হয়নি বলে অভিযোগ। অন্যদিকে বিমানসংস্থা সূত্রে খবর বিমানের চালকদের ডিউটি বন্টন নিয়ে সমস্যার জেরে দুটি বিমানে বিমান উড়ানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এই সমস্যা অবশ্য বিমান সংস্থার তরফ থেকে দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। দুপুরের দিকে দুটি বিমান আহমেদাবাদ এবং গুয়াহাটির জন্য নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। যদিও যাত্রীদের দাবি সকালে বিমান ধরার জন্য তারা রাতেই বিমানবন্দরে চলে এসেছিলেন। সমস্যার কথা তাদের কেন জানানো হয়নি এই নিয়েই ক্ষোভের যাত্রীদের মধ্যে খুবই সূত্রপাত হয়। পরবর্তী সময়ে বিমান সংস্থার কর্মীদের কাছে কারণ জানতে চাওয়া হলে তারা যাত্রীদের সঠিকভাবে সমস্যার বিষয়টি ব্যাখ্যা করতে পারেনি বলে অভিযোগ। এই নিয়ে দু'পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। দেরিতে বিমান ওড়ায় যাত্রীরা তাদের কাজের ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ দাবি করে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.