ETV Bharat / city

ফণীর জেরে কলকাতা বিমানবন্দরে শাটডাউন, বিপাকে যাত্রীরা - passenger'

সন্ধে 6 টায় পুরোপুরি শাটডাউন হয় কলকাতা বিমানবন্দর । যার জেরে বিপাকে একাধিক যাত্রী ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 3, 2019, 10:47 PM IST

কলকাতা, 3 মে : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কথা ছিল কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে আজ রাত 9.30টা থেকে কাল সকাল 6টা পর্যন্ত । কিন্তু সময়ের আগেই ফণী ওড়িশায় আছড়ে পড়ায় বিকাল 4টে তেই কলকাতা বিমানবন্দরে বন্ধ করা হয় বিমান পরিষেবা । এরপর সন্ধে 6 টায় পুরোপুরি শাটডাউন হয় কলকাতা বিমানবন্দর । কার্যত সকাল থেকেই বিমান ওঠানামা বন্ধ ছিল সেখানে । বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আগামীকাল সকাল 8টা পর্যন্ত বন্ধ রাখা হবে বিমানবন্দরের সব রকম কাজ । ঝড়ের পরিস্থিতি বুঝে DGCA-র নির্দেশ অনুযায়ী শুরু হবে পরিষেবা । তবে এখানকার সব কর্মীদের বন্দরের ভিতরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে । যার জেরে বাতিল হয়েছে একাধিক বিমান ।

পরিষেবা বিপর্যস্ত হওয়ায় বিপাকে পড়েন বহু যাত্রী । কেউ ফিরতে পারেননি নিজের গন্তব্যে । বিপাকে পড়েছেন তাদের মধ্যে এক যুবকের নতুন চাকরিতে যোদ দেওয়ার কথা ছিল দুবাইয়ে । বাড়ির জমিজমা বেচে টিকিট কেটেছিলেন হায়দরাবাদ ভায়া দুবাইয়ের । আজ কলকাতা বিমানবন্দরে এসে জানতে পারেন বিমান পরিষেবা বন্ধ । যেতে না পারায় আপাতত আর্থিক সংকটের মুখে তিনি । বিদেশী যাত্রী যাঁরা এসেছেন তাঁদের জন্য কলকাতা বিমানবন্দরের লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়েছে । ব্যবস্থা করা হয়েছে রেস্টরুমেরও ।

কলকাতা, 3 মে : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কথা ছিল কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে আজ রাত 9.30টা থেকে কাল সকাল 6টা পর্যন্ত । কিন্তু সময়ের আগেই ফণী ওড়িশায় আছড়ে পড়ায় বিকাল 4টে তেই কলকাতা বিমানবন্দরে বন্ধ করা হয় বিমান পরিষেবা । এরপর সন্ধে 6 টায় পুরোপুরি শাটডাউন হয় কলকাতা বিমানবন্দর । কার্যত সকাল থেকেই বিমান ওঠানামা বন্ধ ছিল সেখানে । বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আগামীকাল সকাল 8টা পর্যন্ত বন্ধ রাখা হবে বিমানবন্দরের সব রকম কাজ । ঝড়ের পরিস্থিতি বুঝে DGCA-র নির্দেশ অনুযায়ী শুরু হবে পরিষেবা । তবে এখানকার সব কর্মীদের বন্দরের ভিতরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে । যার জেরে বাতিল হয়েছে একাধিক বিমান ।

পরিষেবা বিপর্যস্ত হওয়ায় বিপাকে পড়েন বহু যাত্রী । কেউ ফিরতে পারেননি নিজের গন্তব্যে । বিপাকে পড়েছেন তাদের মধ্যে এক যুবকের নতুন চাকরিতে যোদ দেওয়ার কথা ছিল দুবাইয়ে । বাড়ির জমিজমা বেচে টিকিট কেটেছিলেন হায়দরাবাদ ভায়া দুবাইয়ের । আজ কলকাতা বিমানবন্দরে এসে জানতে পারেন বিমান পরিষেবা বন্ধ । যেতে না পারায় আপাতত আর্থিক সংকটের মুখে তিনি । বিদেশী যাত্রী যাঁরা এসেছেন তাঁদের জন্য কলকাতা বিমানবন্দরের লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়েছে । ব্যবস্থা করা হয়েছে রেস্টরুমেরও ।

Intro:

কলকাতা,৩ মে: ঘূর্ণিঝড় ফনীর জন্য কলকাতা বিমানবন্দরে শাটডাউন করা হল। শুক্রবার বিকেলে ৬ টা থেকে শাটডাউন শুরু হয় কলকাতা বিমানবন্দরে। শনিবার সকাল ৮টা অবধি শাটডাউন থাকছে। অবস্থা বুঝে ফের ডিজিসিএ নির্দেশ জারি করলে শুরু হবে পরিষেবা। তবে বিমানবন্দর কর্মীদের থাকতে বলা হয়েছে বিমানবন্দরের ভেতরে। এই শাটডাউনের জেরে আগমনের ১০৮টি ও প্রস্থানের ১০৯ টি বিমান বাতিল হয়েছে। যার মধ্যে আন্তর্জাতিক ও ঘরোয়া দুই ধরণের বিমান রয়েছে।

Body:এই শাটডাউনের জেরে বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন পূরণ হলো না মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানা এলাকার আঙ্গার পুর এর বাসিন্দা হাকিকত শেখের। চাষের জমি বিক্রি করে ধার দেনা করে দু লক্ষ টাকা জোগাড় করেছিল হকিকত। সে দুবাইয়ের আভা এলাকায় গিয়ে কাজ করবে ঠিক করেছিল। শুক্রবার সে দমদম বিমানবন্দরে এসে জানতে পারে ইন্ডিগো বিমান 'ফনি 'র কারণে বাতিল হয়েছে। প্রথমে তার হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল। সেখান থেকে কানেকটিং ফ্লাইট ধরে দুবাই পৌঁছে আভা শহরে যাবার কথা ছিল। কিন্তু তার বিমান বাতিল হওয়ার কারণে সে আর যেতে পারল না। দুবাই যার ফলে বিশাল আর্থিক সংকটের মুখে পরল সে। অনেকেই তাদের দেশে ফেরার জন্য আজ কলকাতা বিমানবন্দরে এসেছিলেন কিন্তু বিমান পরিষেবা বাতিল হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন। বিদেশি যাত্রী যারা কলকাতা বিমানবন্দরে আসেন তাদের জন্য কলকাতা বিমানবন্দরে থাকার ব্যবস্থা করা হয়েছে এয়ারপোর্টে লাউঞ্জে এবং বিমানবন্দরের ভিতরে রেস্টরুমে। ফের বিমান পরিষেবা কখন স্বাভাবিক হবে এবং কখন তারা দেশে ফিরে যেতে পারবেন এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বিদেশি পর্যটকরা।

Conclusion:কলকাতা বিমানবন্দরের একটা বড় অংশ কাঁচের তৈরি মাঝেমধ্যেই এই কাচ ভেঙে পড়ে। ঝড়ের প্রভাবে কাচ ভেঙে পড়া আটকাতে থেকেই রক্ষণাবেক্ষনের কাজ শেষ হয়েছে ইতিমধ্যে। কলকাতা বিমানবন্দরের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এয়ারপোর্ট ফায়ার সার্ভিসের দমকলকে এলার্ট ঠকতে বলা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.